আমাদের জীবদ্দশায় অনেক মানুষের সঙ্গে পরিচয় ঘটে। পরিচিত হওয়া মানুষগুলোর মধ্যে আবার কিছু মানুষের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে ওঠে। যাদেরকে কখনো ভোলা যায়না। সুখ-দুঃখ বিপদ আপদ থেকে শুরু করে যাবতীয় সকল মুহূর্তের সাথী হিসেবে তাদেরকে সব সময় পাশে পাওয়া যায়। আজকে আমি আমার এমন একজন পরিচিত মানুষের কথাই শেয়ার করব আপনাদের সঙ্গে।
ওর নাম মাহমুদুল হাসান মিথেল। ছোটবেলা থেকেই ওর সঙ্গে বেশ ভালো সখ্যতা গড়ে ওঠে। একসঙ্গে বড় হয়েছি আমরা। বগুড়ায় আসার পরেও আমরা একসঙ্গে থেকেছি। আমরা দুজন আলাদা মেসে থাকলেও, প্রায় সময় সুযোগ পেলেই আমি ওর মেসে যেতাম। ওর সঙ্গে সময় কাটাতে আমার খুব ভালো লাগত। আমার জীবনের যে কথাগুলো কারও সঙ্গে শেয়ার করতে পারতাম না,সেগুলোও ওর সঙ্গে শেয়ার করতাম। আমরা দুজনে যে একসঙ্গে কত জায়গায় ঘুরেছি তার শেষ নেই। সময় সুযোগ হয়ে উঠলেই বেরিয়ে পড়তাম ঘোরাঘুরি করার জন্য। আসলেই বেশি সুখে থাকা প্রকৃতি ও মেনে নিতে পারে না। তাইতো সে আজ আমাদের ছেড়ে পরকালে পাড়ি জমিয়েছে। ওর মারা যাওয়ার ঘটনাটি এখনো আমার মনে দাগ কেটে রয়েছে।২০২০ সালের ১৫ ই মার্চ রাতে বাইক এক্সিডেন্ট মারা যায় আমার খুব কাছের বন্ধুটি। ওর সঙ্গে কাটানো স্মৃতিগুলো এখনো চোখের সামনে ভেসে ওঠে। ওর স্মৃতিগুলো মনে পড়তেই চোখের কোনে পানি এসে যায়।
খুব কাছের মানুষটির এই অনাকাঙ্ক্ষিত মৃত্যু গুলো মেনে নেয়া যায়না। প্রত্যেক মানুষ একজন মারা যাবে, এই চিরন্তন সত্য সবাইকে মেনে নিতেই হবে। পরকালে ভালো থাকুক আমার সেই প্রিয় মানুষটি। উপরওয়ালা যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এই কামনাই করি। আর সবাই ভাল থাকবেন,সুস্থ থাকবেন। সেইসঙ্গে যত্ন নেবেন কাছের মানুষগুলোর।
বাংলায় কথা আছে একটি মুখ আর বুক বলে একসাথে বন্ধ বন্ধুত্বের স্মৃতি কখনো ভুলার নয়
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলেই আমরা যখন ছোটকালে অনেক বন্ধু থাকে কিন্তু তাদের সাথে একসাথে চলাফেরা করতে অনেক ভালো সম্পর্ক গড়ে ওঠে। তাদের কখনো ভোলা যায়না জীবনের একটি অংশ হয়ে যায়। এভাবে আস্তে আস্তে সবাই একত্রে আলাদা হয়ে যায় নিজ নিজ কর্মে ব্যস্ত হয়ে পড়ে। আপনাদের জন্য শুভকামনা রইল আপনার জন্য একসাথে থাকতে পারেন দোয়া রইলো। ভাই অনেক ভাল ছিল পোস্টটি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধনযবাদ ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে বন্ধুত্বের স্মৃতি সহজে ভোলা যায় না।আপনাদের দুজনের বন্ধুত্ব খুব ভালোবাসা পূর্ণ ছিল।
আপনার বন্ধুর অকাল মৃত্যুতে আমি সত্যি খুব ব্যাথিত।😢আপনার বন্ধুর জন্য দোয়া রইলো আল্লাহ তাকে জান্নাত দান করুন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধনযবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit