নৌকা ভ্রমণের অভিজ্ঞতা

in hive-129948 •  3 years ago 

FB_IMG_1632027249466.jpg

FB_IMG_1632027282944.jpg

বাংলাদেশ নদীমাতৃক দেশ। ছোট-বড় অসংখ্য নদী সারা বাংলা জুড়ে জালের মত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। নদীগুলো আবার নদী ভাঙ্গনের ফলে একটি অপরটির সঙ্গে যুক্ত হয়ে গেছে। বড় নদীগুলোতে লঞ্চ, স্টিমার, ফেরি চলাচল করে। আর ছোট নদীগুলোতে নৌকা চলাচল করে।

স্থলের যানবাহনগুলোকে নিয়মিত চলাফেরা করলেও, নদীপথে খুব একটা চলাচল করা হয় না। এজন্য নদী পথে চলার আগ্রহ এবং ইচ্ছাটা একটু বেশি কাজ করে। এজন্য সময়-সুযোগ করে উঠলে চলে যায় দেশের নদীমাতৃক অঞ্চলগুলোতে। উদ্দেশ্য থাকে নদীপথে নৌকায় চলাফেরা করা। অবশ্য নদীপথে ঘোরাঘুরি করার সময় একটু ভয় কাজ করে। এজন্য সচরাচর একা না গিয়ে বন্ধু-বান্ধবদের সঙ্গে যাই। বর্তমানে বগুড়ায় অবস্থান করায়, বগুড়ার আশেপাশের অঞ্চলগুলোতে নদী ভ্রমণের জন্য যাওয়া হয়। বগুড়ার পাশে সারিয়াকান্দি নদীমাতৃক অঞ্চল হওয়ায় ওই অঞ্চলে মাঝে মাঝে নৌকা ভ্রমণের জন্য যাওয়া হয়। বর্ষা মৌসুমগুলোকে দেশের দূর-দূরান্ত অঞ্চল থেকে লোকজন এই এলাকায় আসে নদী ভ্রমণের জন্য।ওই সময়ে সারিয়াকান্দিতে লোকজন এতটাই ভিড় জমায়,যেন মনে হয় উৎসব লেগে আছে।আমরা বন্ধুরা সবাই মিলে ওখানে যাওয়ার পর দেখি খুব ভিড় জমে গেছে। নৌকা গুলো সব লোকজন দিয়ে পরিপূর্ণ। অনেক কষ্ট এবং অপেক্ষা করার পর বন্ধুরা সবাই মিলে একটা ছোট নৌকা ভাড়া নিলাম। নৌকা ভাড়া নিয়ে তিন ঘন্টার মত ঘোরাঘুরি করলাম। নৌকায় উঠে সবাই মিলে গান করলাম।

অনেকদিন পর বন্ধুরা মিলে নৌকায় করে ঘোরাঘুরি করলাম।নৌকায় ঘোরাঘুরি করা বেশ উপভোগের ছিল। তাছাড়াও অনেকদিন পর বন্ধুরা সবাই মিলে খুব সুন্দর একটা সময় কাটালাম। মাঝে মধ্যে মনকে ফুরফুরে মেজাজে রাখতে নিত্যদিনের কাজের চাপ থেকে বেরিয়ে এ রকম সুন্দর সময় উপভোগ করলে মন্দ হয় না।

FB_IMG_1632027243490.jpg

FB_IMG_1632027296771.jpg

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ভ্রমণ করতে আমারও খুব ভালো লাগে আর তা যদি হয় নৌকায় করে নদীতে তাইলে তো আর কোন কথাই নেই এ বছরে আমরাও তিনটা টুর দিয়েছি নদীতে মনে হচ্ছে আপনার খুব সুন্দর সময় পার করেছেন এবং সুন্দর ফটোগ্রাফি করেছেন

ধন্যবাদ আপনাকে।

নৌকা ভ্রমন আমার খুবই প্রিয়।নৌকা ভ্রমন করার মত আনন্দ আমি অন্য কোন ভ্রমনে পাই না।আপনি অনেক সুন্দর সময় অতিবাহিত করেছেন।নৌকা ভ্রমন খুব সুন্দর ভাবে উপভোগ করেছেন।অনেক ধন্যবাদ আপনাকে আপনার পোস্টটি শেয়ার করার জন্য।শুভ কামনা রইলো আপনার জন্য।

ধন্যবাদ ভাই।

আসলে ভ্রমণ করতে খুবই ভালো লাগে ।আপনার ভ্রমণ কাহিনীর মুহূর্তটা আমাদের মাঝে শেয়ার করেছেন। দেখে অনেক ভালো লাগলো অসাধারণ ছিল।

ধন্যবাদ আপনাকে।

আপনার নৌকা ভ্রমণের অভিজ্ঞতা অনেক সুন্দর ছিল। তবে আমার নৌকায় উঠলে মাথা ঘুরে। যাই হোক এরকম পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে আন্তরিক ভাবে ধন্যবাদ।

আপনাকেও ধন্যবাদ ভাই।