সময়ের সঙ্গে সঙ্গে মানুষের মন-মানসিকতা এবং চিন্তাধারার পরিবর্তন ঘটে। যার ফলে মানুষ কখনো ভালো সময় কাটায় এবং কখনো কাটায় দুঃসময়। আরেকটি কথাতো প্রচলিত রয়েছে-সুখের পর আসে দুখ,আর দুঃখের পর সুখ। অর্থাৎ ভালো এবং খারাপ দু'ধরনের সময় মিলে মানব জীবন।
সবাই বলে ভালো সময় গুলোতে মানুষ আপনার পাশে থাকে, আর খারাপ সময়গুলোতে দূরে চলে যায়। যদিও এই বিষয়টা আমার ক্ষেত্রে তেমন একটা ঘটে নি। ভালো সময় পাশে থাকুক কিংবা খারাপ সময়ে থাকুক-সঙ্গ তো কিছুটা সময়ের জন্য হলেও পাওয়া গেল, কাছের মানুষগুলোর সেটাই বড় বিষয় আমার কাছে। গতকালের দিনটা আমার কাছে স্বপ্নের মতোই কেটে গেছে। বিশেষ করে সন্ধ্যার পর থেকে রাতের দশটা অবধি। কোন প্রকার পরিকল্পনা ছাড়াই কালকের দিনটা অনেক ভালো ভাবে সেলিব্রেট করলাম। বিকেলবেলা আমার বন্ধু আল আমিন ফোন দিয়ে বলল,"দোস্ত রেডি হ, সন্ধ্যায় ঘুরতে যাব আমরা"। এইটুকু বলেই ফোনটা কেটে দিলো। পরে সন্ধ্যায় আমরা মিলিত হলাম সাতমাথা। তারপর ওখান থেকে অটোতে করে চলে গেলাম মাটিডালি অর্থাৎ আমাদের গন্তব্য স্থানে। অনেকদিন পর বন্ধুদের সঙ্গে প্রাণ খুলে আড্ডা দিলাম, গল্প করলাম, খাওয়া দাওয়া করলাম। সব মিলে উৎসবমুখর একটা অবস্থা বিরাজ করছিল। রেস্টুরেন্টে অনেক বিখ্যাত রেস্টুরেন্ট হওয়ায় সেখানে লোকজনের প্রচুর ভিড় জমে। বিশেষ করে বিকেল থেকে সন্ধ্যা অবধি কোলাহলপূর্ণ অবস্থা বিরাজ করে। অবশ্য ফাস্টফুড রেস্টুরেন্টগুলোতে বিকেল বেলা থেকেই লোকজনের আনাগোনা শুরু হয়। সব মিলে অনেক সুন্দর একটা দিন কেটে গেল।গতকাল রাতে দেরি করে মেসে ফেরায় এই বিষয়ে লিখতে পারিনি।
রাতে মেসে ফিরতেই মনটা বেশ খারাপ হয়ে গেল। মনে মনে ভাবলাম সময়গুলো যদি আবার ফিরে আসত। তাহলে বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা খুনসুটি গুলো বেশ জমাতাম। আমাদের সবার মধ্যে বন্ধন গুলো যাতে আজীবন অটুট থাকে এই কামনাই রইল।
আপনার গতকালের দিনটা ভালেই কেটেছে।আমাদের সাথে মূহুর্তগুলো শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit