নদী ভ্রমন

in hive-129948 •  3 years ago 

FB_IMG_1631374485734.jpg

FB_IMG_1631374479247.jpg

বাংলাদেশ নদীমাতৃক দেশ। এদেশে নদীটি শেষ নেই। ছোট-বড় অসংখ্য নদী এ দেশের ভেতর দিয়ে জালের মত প্রবাহিত হয়েছে।বড় নদী গুলোর আবার রয়েছে শাখা নদী এবং উপনদী। শাখা নদী হল যে সকল নদী প্রধান নদী থেকে উৎপন্ন হয় আর উপনদী হল যে সকল নদী যারা প্রধান নদীতে এসে পতিত হয়

FB_IMG_1631374547088.jpg

গতকাল আমি বগুড়া জেলার সারিয়াকান্দিতে ঘুরতে গেছিলাম আমার বন্ধুদের সঙ্গে। উদ্দেশ্য ছিল নদীর সৌন্দর্য উপভোগ করা। এই সময়ে সারিয়াকান্দিতে অবস্থিত বাঙালি এবং যমুনা নদীর পানি দ্বারা কানায় কানায় পূর্ণ থাকে। বছরের অন্যান্য সময় গুলোতে নদীগুলোতে তেমন একটা পানি না থাকায় নদী গুলোর সৌন্দর্য ফুটে ওঠে না। বন্ধুদের সাথে আগের দিন রাতেই ঘুরতে যাওয়া নিয়ে পরিকল্পনা হয়েছিল। সবার হাতে সময় থাকায় পরের দিনে পরিকল্পনাটি বাস্তবায়িত হয়। সবাই মিলে প্রথমে বগুড়া জেলার ঐতিহ্যবাহী স্থান সাতমাথায় মিলিত হলাম। সেখান থেকে সিএনজিতে করে সারিয়াকান্দির উদ্দেশ্যে রওনা হলাম। যাত্রাপথ এ সবাই মিলে আলাপ চারিতায় মেতে উঠেছিলাম। তারপর নদীর ঘাটে পৌঁছেতেই দেখি সেখানে লোকজনের ভিড় জমে গেছে। আসলে এই সময় নদীর পানি ধরা পড়ে না থাকায় নদীর সৌন্দর্য পরিপূর্ণ রূপে প্রকাশ পায়। যা দর্শনার্থীদের আকৃষ্ট করে। সবাই মিলে নৌকায় করে নদী ঘুরলাম। তারপর হাফ প্যান্ট পড়ে করলাম গোসল করতে। গোসল করার সময় সবাই শৈশবে ফিরে গিয়েছিলাম। ছোটবেলায় পানেতে যেমন ডুব দিয়ে একে অপরের নিকট যাওয়ার চেষ্টা করি, আবার পানিতে বিভিন্ন ধরনের যেগুলো খেলি গতকাল নদীতে গোসল করতে গিয়ে সেগুলোর পুনরাবৃত্তি ঘটালাম

নদীর সৌন্দর্য আকৃষ্ট করে না লোকের সংখ্যা নেই বললেই চলে। বাংলাদেশ নদীমাতৃক দেশ হওয়ায় এদেশের মানুষ প্রায়ই নদীর সৌন্দর্য উপভোগ করে। কিন্তু অনেক নদীগুলোয় বিভিন্ন কারণে বিলুপ্তির দিকে চলে যাচ্ছে। এজন্য আমাদের উচিত নদীগুলোর সঠিক পরিচর্যা করা।

FB_IMG_1631374521388.jpg

FB_IMG_1631374552533.jpg

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

নদী ভ্রমণ মানেই আনন্দের মুহূর্ত।মনটা সতেজ হওয়া।নদী ভ্রমণ করতে গিয়ে মনকে অনেকটা ফ্রেশ মনে হয়।আপনি আপনার বন্ধুদের সাথে বেশ আনন্দ ঘন সময় পার করেছেন।আপনাকে অনেক ধন্যবাদ পোস্টটি শেয়ার করার জন্য।শুভ কামনা রইলো।