"আমার বাংলা ব্লগ" প্রকৃতির ফটোগ্রাফি প্রতিযোগিতা

in hive-129948 •  3 years ago 

হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি খুব ভালো আছি। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারাও সুস্থ আছেন। করোনার মহামারী সময়কালে আপনাদের সামনে লিখতে পারার জন্য আল্লাহর কাছে শুকরিয়া জানাই। প্রথমেই কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের কমিউনিটি @amarbanglablog এর এডমিন @rme দাদার কাছে যিনি আমাদের লেখালেখির সুযোগ করে দিয়েছেন। এরপর ধন্যবাদ জানাই সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য আমাদের প্রাণ প্রিয় মডারেটর ভাই @shuvo35 কে। এখন আমি লিখব আমার প্রতিযোগিতার বিষয় প্রকৃতির ফটোগ্রাফি নিয়ে-

FB_IMG_1632935462214.jpg

received_898354654141318.jpeg

received_651141935859303.jpeg

প্রকৃতি মানুষের চোখের সামনে ভেসে ওঠে অবারিত সৌন্দর্যের সমারোহ। যেখানে থাকবে সবুজ গাছপালা, সবুজ ফসলের ক্ষেত,পাখি উড়ে যাওয়া, নদীর ঢেউ এবং বিস্তীর্ণ অঞ্চলজুড়ে সবুজ ফসলের মাঠ। এদেশের প্রকৃতি মুগ্ধ করে সকল অঞ্চলের মানুষকে। ছোট ছেলে মেয়ে থেকে শুরু করে বড়রা সবাই পড়েছে প্রকৃতির প্রেমে। বাংলাদেশ নদীমাতৃক দেশ। এদেশে মুখের সৌন্দর্য অতুলনীয়। নদীতে লোকজনের নৌকা ভ্রমণ, অবারিত ঢেউয়ের সবকিছুই মুগ্ধ করে প্রকৃতির প্রেমীদের। আর এ দেশের গ্রামীন প্রকৃতির সৌন্দর্য এর সঙ্গে তুলনা হয় না অন্য কোন কিছুর । সেখানে থাকে সবুজ ফসলের ক্ষেত, অসংখ্য গাছপালার সমারোহ, মুক্ত আকাশে পাখি উড়ে চলা শুরু করে যাবতীয় সৌন্দর্য। বিধাতা বোধহয় এসকল সৌন্দর্যগুলো প্রকৃতির মধ্যেই লেপ্টে দিয়েছেন। তাইতো প্রকৃতির প্রতি সবার এত আকর্ষণ।

received_1044036786332919.jpeg

FB_IMG_1632935411462.jpg

received_1087578525314418.jpeg

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

প্রকৃতির সৌন্দর্য আপনি তুলে ধরেছেন প্রকৃতির মাঝে কলাগাছ সুন্দর লাগছে সেইসাথে নদীর ওপারে গাছপালাগুলো সম্ভাব্য ফুটে উঠেছে। আপনি এসে দাঁড়িয়েছিলেন আকাশটা অসম্ভব সুন্দর ভাবে ফুটে উঠেছে। আপনার জন্য শুভকামনা রইল।

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

অনেক সুন্দর হয়েছে আপনার ফটোগ্রাফি গুলো। সেই সাথে পোস্টের লেখাগুলো অনেক সুন্দর ছিল। ধন্যবাদ আপনাকে।

ধন্যবাদ আপনাকে।

অনেক সুন্দর ফটোগ্রাফি করেছেন এবং সুন্দর লিখনি সব মিলিয়ে দারুন।শুভ কামনা রইলো।

আমার কাছে প্রকৃতির ছবিগুলো দারুন লেগেছে। বন্ধুদের ঘুরে সেই মজা। আপনাদের চমৎকার মুহূর্ত শেয়ার করার জন্য ধন্যবাদ। শুভেচ্ছা রইলো।