দীর্ঘদিন পর কলেজে যাওয়া

in hive-129948 •  3 years ago  (edited)

FB_IMG_1631464614869.jpg

FB_IMG_1631464586243.jpg

কিছুদিন আগে সরকার কর্তৃক প্রদত্ত নোটিশে ১২ সেপ্টেম্বর থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলার ঘোষণা দেয়া হয়েছে। আগেও অনেকবার এরকম নোটিশ দিয়েও করোনা ভাইরাসের কারণে খুলতে পারেনি। শিক্ষার্থীরা এবারও ধরে নিয়েছিল হয়তো খুলবে না। তবে সরকার বুঝেশুনেই শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খোলার সিদ্ধান্ত নিয়েছে।

তবে এবার আর বিলম্ব না করে খুলেই দিল শেষ পর্যন্ত। আজকে সকাল থেকেই মনের মধ্যে একটা ভালো লাগা কাজ করছিল অনেকদিন পর কলেজ যাব। কতদিন ধরে বন্ধু-বান্ধব এবং শিক্ষকদের সঙ্গে একত্রে দেখা হয়না। যদিও বা মাঝে মাঝে কলেজ যাওয়া হয়েছে কিন্তু সবার সঙ্গে দেখা হয়নি। দুই একজন বন্ধু কিংবা কিছু শিক্ষকদের সঙ্গে দেখা করে প্রয়োজনীয় কাজ সেরে চলে আসতে হয়েছে। আমাদের কলেজ দুপুর ১২ টা থেকে শুরু হয়। ১১ টার মধ্যে গোসল করে খাওয়া দাওয়া শেষে কলেজ এর উদ্দেশ্যে রওনা দিলাম। ঢিলেঢালা কলেজ ড্রেসগুলো কেমন যেন টাইট হয়ে গেছে।প্রায় দুই বছর পর কলেজ যাচ্ছি তো তাই হয়তো এমন হচ্ছে। আমার মেস থেকে কলেজ একটু দূরে হওয়ায় এক ঘণ্টা আগে রওনা দিয়েছিলাম। কলেজের ভেতরে যেতে খুব ভালো লাগা কাজ করছিল। কতদিন পর সেই চিরচেনা ক্যাম্পাসে ফিরে আসলাম। এই দুই বছরে বন্ধু-বান্ধবদের মধ্যেও অনেক পরিবর্তন এসে গেছে। কেউ মোটা হয়েছে, আবার কেউ হয়েছে চিকন, কিছু-কিছু ফ্রেন্ড আবার বিয়ের কাজটাও সেরে ফেলেছে। যাই হোক অনেক দিন পর চির চেনা পরিবেশে সবাই মিলে ক্লাস করতে পারলাম সেটাই অনেক।

কলেজে বন্ধুরা মিলে আড্ডা গুলো বেশ জমে উঠেছিল আজকে। সবাই সবাইকে এমনভাবে আপন করে নিচ্ছিল যেন মনে হচ্ছিল আমরা সবাই যেন একটা পরিবারের অংশ। পরিবারের সদস্যদের সাথে অনেকদিন পর দেখা হলে যেমন ভালো লাগা কাজ করে আমাদের মধ্যে তেমন ভালো লাগা কাজ করছিল। কলেজ জীবনের বন্ধুদের সঙ্গে এই আড্ডা গুলো যেন আবার বন্ধ হয়ে না যায়।

FB_IMG_1631464509611.jpg

FB_IMG_1631464552313.jpg

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

অনেক সুন্দর হয়েছে আপনার পোস্টটি, এবং সুন্দরভাবে উপস্থাপন করেছেন। যাই হোক আমাদের মাঝে পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে আন্তরিক ভাবে ধন্যবাদ।

আপনার কলেজ যাত্রা শুভ হোক। আশা করি এখন থেকে নিয়মিত ক্লাস হবে এবং শিক্ষা কার্যক্রম নিয়মিত চলবে। দীর্ঘদিন বন্ধে যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে উঠতে পারবেন খুব তাড়াতাড়ি। শুভকামনা রইল

মনের আনন্দে যেন আকাশে বাতাসে।খুশিতে এক ঘন্টা আগেই রওনা দিয়েছেন বাহ্ দারুন ব্যাপার।

ঢিলেঢালা কলেজ ড্রেসগুলো কেমন যেন ফ্রি হয়ে গেছে।

বুঝলাম না কথাটা।

অনেক সুন্দর সময় অতিবাহিত করেছেন আপনি।আপনার জন্য শুভকামনা রইলো।