ধান ক্ষেতের পরিচর্যা

in hive-129948 •  3 years ago 

FB_IMG_1633067825185.jpg

received_512082056834109.jpeg

received_263507612163082.jpeg

বর্তমানে দেশের কৃষি জাত দ্রব্য গুলোর মধ্যে ধান অন্যতম। দেশের অন্যান্য কৃষিজও পণ্যগুলোর মধ্যে ধানই সবচেয়ে বেশি উৎপন্ন হয়। বর্তমানে দেশে সব অঞ্চলে বছরে দুবার ধান উৎপন্ন করা হয়। ইরি এবং আমন ধান উৎপাদনের জন্য এ দুটো সময় নির্ধারিত রয়েছে।

ধান উৎপন্ন করতে কৃষকদের অনেকগুলো ধাপ অতিক্রম করতে হয়। শুধু ধানের চারা লেগে দিলাম আর ধান থেকে ফসল উৎপন্ন হয়ে গেল এমন বিষয় না। ধান গাছের চারা রোপন করার আগে প্রথমে বীজ থেকে বেচন ধান উৎপন্ন করে নিতে হয়। এরপর ওই ধান গাছ গুলো তুলে অন্য জমিতে রোপণ করতে হয়। অন্য জমিতে ধান গাছ লাগানোর আগে টিলার দিয়ে জমি প্রস্তুত করে নিতে হয়। জমি প্রস্তুত করে নিয়ে ওই প্রস্তুতকৃত জমিতে ধান গাছের চারা রোপণ করতে হয়। ধান গাছ যখন ছোট থাকে তখন ধান গাছের আগাছা নিধন করতে হয়। এরপর সার প্রয়োগ পানি দেওয়া থেকে শুরু করে আরো অনেক কাজ তো রয়েছেই। আবার ধান পাকার পর সোনালী রূপ ধারণ করলে উপযুক্ত সময়ে ধান কাটতে হয়। সেই ধান আবার মাড়াই করে বিক্রির জন্য উপযুক্ত করা হয়। আর ধান উৎপন্ন করতে কৃষকদের অবদান অপরিহার্য।

কৃষকদের পরম যত্নে উৎপন্ন হয় কৃষিজাত পণ্য গুলো। আর যেগুলোর মাধ্যমে আমরা আমাদের পেটের ক্ষুধা নিবারণ করতে পারি। সুতরাং কৃষকদের শ্রমের কথা মাথায় বিবেচনায় রেখে আমাদের খাদ্য গ্রহণের প্রতি সচেতন হতে হবে। কোনভাবেই খাবার অপচয় করা যাবে না। খাবার বেঁচে গেলে গরিব দুঃখীদের মাঝে বিতরন করতে হবে।

FB_IMG_1633067821781.jpg

received_341825814289019.jpeg

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ধান আমাদের জীবন নির্বাহ করার জন্য গুরুত্বপূর্ণ একটি খাদ্য। সুতরাং সর্বোপরি আমাদের অবশ্যই ধানের পরিচর্যা এবং এর সঠিক রক্ষণাবেক্ষণ প্রয়োজন।
ফটোগ্রাফি গুলো অতি চমৎকার ছিল

ধন্যবাদ আপনাকে

আমাদের এই উপমহাদেশে একমাত্র কৃষি প্রধান ফসল বলতে আমরা ধানকে বুঝি। আমাদের বাংলাদেশের প্রায় প্রতিটি জেলায় জেলায় কৃষকরা অত্যধিক মাত্রায় ধান রোপন করেন। শুধু ধান রোপন করলেই যে ধান হয় তা কিন্তু নয়। ধান উৎপাদন করতে হলে কিছু জটিল ও নিয়ম অনুসরণ করতে হয়। তার মধ্যে ধানক্ষেতের পরিচর্যা অন্যতম।

আপনি অনেক সুন্দরভাবে আজকের এই পোস্টটি সাজিয়েছেন। প্রত্যেকটি ফটোগ্রাফিও খুব চমৎকার ছিল। এককথায় অনবদ্য। আপনার জন্য শুভকামনা রইল। ভালোবাসা অবিরাম। আর হ্যাঁ পোস্টটিতে টেস্ট জাস্টিফাই ক্যামেরা ডিটেলস ও লোকেশন কোড ব্যবহার করলে পোষ্টের সৌন্দর্য ভ্যালু অনেক গুণে বেড়ে যাবে।

গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

বাংলাদেশ কৃষি প্রধান দেশ। তাই আমাদের প্রত্যেকের করণীয় ধানক্ষেতের পরিচর্যা করার। যাইহোক আপনার পোস্টি অনেক সুন্দর হয়েছে তাই আপনাকে আন্তরিক ভাবে ধন্যবাদ।

আপনাকেও ধন্যবাদ ভাই।

আপনার পোস্টটি ভালো ছিল। ধান চাষের ধাপগুলি ভালোভাবে উপস্থাপন করেছেন।ধন্যবাদ আপনাকে।

ধন্যবাদ আপনাকে।