জনপ্রিয় খেলা ফুটবল

in hive-129948 •  3 years ago 

received_986273655494112.jpeg

received_221093989781822.jpeg

received_252009989821419.jpeg

বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি হলেও, বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে জনপ্রিয় যে খেলাটি তা হলো ফুটবল। যদিও ফুটবল খেলায় বাংলাদেশ কেমন একটা উন্নত অবস্থানে নেই, ক্রিকেটের যতটা শক্তিশালী অবস্থান করে নিয়েছে। তবুও গ্রাম-গঞ্জ থেকে শুরু করে শহরাঞ্চলে ফুটবল খেলা সবচেয়ে বেশি জনপ্রিয়।

গ্রামগঞ্জের এমন কোনো লোকজন নেই যারা ফুটবল খেলা বোঝেনা। ফুটবল খেলার ব্যাপক জনপ্রিয়তার বেশ কিছু কারণ রয়েছে। তন্মধ্যে প্রধান একটি কারণ হলো এ খেলার সরঞ্জাম গুলো খুব সহজলভ্য। যার ফলে এ খেলার জনপ্রিয়তা সব জায়গায় আকাশচুম্বী ।ফুটবল খেলা সবাই সহজে বোঝার কারণে এই খেলার প্রতি সবার আলাদা একটা ঝোঁক কাজ করে। ফলে গ্রামীণ ফুটবল খেলা গুলোতে দর্শক বেশি হয়। সবাই এই খেলাটি ভালই উপভোগ করে। গ্রাম গঞ্জের সাধারণত বিভিন্ন গ্রামের মধ্যে ফুটবল ম্যাচ আয়োজিত হয়। আবার অনেক সময় একই গ্রামের বিবাহিত এবং অবিবাহিতদের মধ্যেও এই জনপ্রিয় খেলাটি সম্পন্ন হয়। প্রতিটি দলে১১ জন করে মোট ২২ জন এর দুটি দলের মধ্যে এ খেলাটি সম্পন্ন হয়। দুই অর্ধে ৪৫ মিনিট করে এবং মাঝে ১০ থেকে ১৫ মিনিট বিরতির মাধ্যমে এই খেলাটি আয়োজিত হয়। ফুটবল খেলার বিজয়ী এবং পরাজিত দল নির্ধারিত হয় গোল এর মাধ্যমে। নির্ধারিত সময়ের মধ্যে যে দল বেশি গোল করতে পারবে ওই দল বিজয়ী হয়। খেলা শেষে দল বিজয়ী দলকে পুরস্কৃত করা হয়।

দর্শক সংখ্যার দিক দিয়ে ফুটবলের মতো জনপ্রিয় ২য় খেলা আর হয় না। এ খেলার মাধ্যমে দর্শকরা ব্যাপক বিনোদিত হয়। ফুটবল খেললে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। আর প্রতিদিন নিয়মিত খেলাধুলা করলে দেহের শক্তি এবং কার্যক্ষমতা বহুগুণে বেড়ে যায়। জনপ্রিয় এই খেলাটির ঐতিহ্য ধরে রাখতে ঘনঘন ফুটবল ম্যাচ আয়োজন করা উচিত।

received_1484069611959274.jpeg

received_1029111004561699.jpeg

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

মান্না দে তার একটি গানে বলেছিলেন *সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল **।
কথাটা উনি যথার্থই বলেছিলেন। বাঙালি ফুটবলের পাগল বলা যায়। বিশেষ করে গ্রামগঞ্জে এই খেলার কোনো বয়সের সীমা থাকে না। সকল বয়স এবং পেশার মানুষ অংশগ্রহণ করে। খুব ভালো লিখেছেন ভাই।

ফুট বল আমার সব থেকে প্রিয় খেলা।ফুটবল খেলা আমি খুব ভালোবাসি।

মাঠে প্রচন্ড রোদ দেখা যাচ্ছে।খেলাটি কি দুপুর বেলা হয়েছে নাকি?

খুব সুন্দর উপস্থাপন করেছেন ধন্যবাদ আপনাকে।