বাংলার অর্থনীতির ওপর গ্রামীণ কাঠামোর প্রভাব

in hive-129948 •  3 years ago 

received_1459337067798503.jpeg

received_278347670389229.jpeg
গ্রাম বাংলাদেশের প্রাণ। বাংলাদেশ নিম্ন মধ্যবিত্ত আয়ের দেশ। নিম্ন মধ্যবিত্ত আয়ের দেশের অর্থনীতি কৃষিকেন্দ্রিক হয়। কৃষি কেন্দ্র অর্থনীতি সচল রাখতে গ্রামীণ কাঠামোর ওপর নির্ভর করতে হয়। সুতরাং গ্রামকে কেন্দ্র করে সচল রয়েছে এ দেশের অর্থনৈতিক কাঠামো।

বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। এ দেশের অর্থনীতির উপর কৃষির প্রভাব অধিকাংশে নির্ভরশীল। তবে কৃষি ছাড়াও শিল্প,ব্যবসা ও কর্পোরেট খাতের ওপর ও এদেশের অর্থনীতি অনেকাংশে নির্ভরশীল। শিল্প ব্যবসা ও কর্পোরেট খাত সাধারণত শহরে কাঠামোর উপর নির্ভরশীল। অর্থাৎ এসব কাঠামো শহরকেন্দ্রিক ভাবে গড়ে ওঠে। কৃষি ছাড়া অনেক খাত এ দেশের অর্থনীতিকে সচল রাখলেও, কৃষি খাতই এদেশের অর্থনীতিকে প্রধানভাবে সচল রাখে। কৃষি খাতের মধ্যে ধান, আলু, পাট, আখ, গম ও ভুট্টা উল্লেখযোগ্য। বিভিন্ন গ্রামীণ অঞ্চল ভেদে বিভিন্ন রকম কৃষি ফসল চাষাবাদ হয়। ভৌগলিক কাঠামো অনুসারে গ্রামীণ কাঠামোর কিছু অঞ্চল নিম্নভূমি আবার কিছু অঞ্চল উচ্চভূমি পর্যায়ে পড়ে। নিম্ন ভূমির অঞ্চল বন্যার পানিতে সহজে প্লাবিত হয়। ফলে যেসব ফসলের জন্য অতিরিক্ত পানি প্রয়োজন হয় সেসব ফসল এসব অঞ্চলে ভালো হয়। নিম্ন ভূমির এসব অঞ্চলে পাট,আখ ও ভুট্টা ভালো জন্মে। অপরদিকে উচ্চ ভূমির অঞ্চল গুলোতে ধান, আলু, সরিষা ও গম ভালো জন্মে। কৃষির বিভিন্ন ফসল চাষাবাদ মাটির উপরও নির্ভর করে। বিভিন্ন ধরনের মাটিতে ভিন্ন ভিন্ন ফসল ভালো জন্মে।

এ দেশের অর্থনীতির প্রধান হাতিয়ার হল কৃষি। আর কৃষি কাঠামো কে সচল রাখতে প্রয়োজন মাটির বিভিন্নতা এবং বিস্তৃর্ণ জায়গা, যা শহরে কাঠামোতে সম্ভব নয়। সুতরাং বাংলার অর্থনীতির উপর কৃষি এবং গ্রামীণ কাঠামোর উল্লেখযোগ্য প্রভাব রয়েছে।

received_283207499810353.jpeg

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

পাট ধান সবজি এগুলো হচ্ছে গ্রামীণ অর্থনীতির মূল চালিকাশক্তি।

ধন্যবাদ আপনাকে।

গ্রামের বেশিরভাগ মানুষ কৃষি উপর নির্ভরশীল।বাংলাদেশর অর্থনৈতিক দিক সচল করতে কৃষির ভুমিকা অপরিসীম।

ধন্যবাদ ভাই আপনার মূল্যবান মন্তব্যের জন্য।