সময়

in hive-129948 •  3 years ago 

IMG20210626220123.jpg

একজন মানুষের কাছে যেমন তার প্রত্যেকটি অঙ্গ-প্রত্যঙ্গ খুব গুরুত্বপূর্ণ ঠিক একজন চক্ষু ব্যধিতে ভোগা অসুস্থ মানুষের কাছে চশমাটাও অধিক গুরুত্বপূর্ণ।প্রত্যেকটা জিনিসের মূল্য ঠিক আমাদের অঙ্গ-প্রত্যঙ্গের মতই।চক্ষু ব্যধিতে ভোগা মানুষের কাছে চশমাটি চক্ষুদান করার মতো এই ক্রান্তিময়সময় মানুষের কাছে সময়ের মূল্য বেড়ে গিয়েছে।সময় অপচয় করা আমাদের কাছে ব্যাধিতে রূপান্তরিত হয়েছেকারণ কিছু কিছু জিনিস আমরা গুরুত্ব দেইনা। যেমন আজকে আমি চশমা কেই বা কেন বেছে নিলাম সময়ের সঙ্গে তুলনা করার জন্য।এর একটি গুরুত্ব আছে বটে..! একজন চক্ষু ব্যাধি মানুষের কাছে চশমাটা যদি না থাকে তাহলে দিন দিন তা জীবনের আয়ু কমে আসাবে এবং একজন মানুষ যদি তার সময়ের কর্ম থেকে দূরে সরে আসে তাহলে ঠিক চশমার মতোই তার জীবন হয়ে যাবে।

পৃথিবীতে সব কিছু মহীয়ান কোনোকিছুই ছোট নয় সব কিছুকে ছোট করে দেখতে দেখতে আমাদের কাছে সবকিছু ছোট হয়ে গেছে।চশমা দুই পায়ে হেঁটে চলে মানুষের সাথে।কিন্তু মানুষের অবহেলায় কারণে মানুষ সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারছে না।আচ্ছা মানুষের তাহলে কি সমস্যা মানুষকি সবকিছু মুখে বলতে পারে সময়কে ধরতে পারে না?আমাদের ভাবনার উৎসাস সিন্ধুতে আঘাত করছে এবং এ আঘাতে আঘাতে মানুষ এখন ফিরছে সময়ের কাছে সময় মানুষকে সুযোগ দেয়া সুযোগ করে নিতে হয় সময়ের সাথে সাথে।চশমার দুচোখ দিয়ে আমরা সবকিছু দেখতে পারি তখন এটার গুরুত্ব বেড়ে যায়। আমাদের সাদা দুচোখের গুরুত্ব এখনো বারাতে পারলাম না।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ভালো লিখেছেন আপনি। যাইহোক কথাগুলোতে অনেক যুক্তি ছিল ।ধন্যবাদ আপনার যুক্তিগুলো আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।