নিজ কাজেই সকল শান্তি নিহিত

in hive-129948 •  3 years ago 

FB_IMG_1630778500018.jpg
কর্ম মানুষকে সকল প্রকার হতাশা ও দুঃখ কষ্ট থেকে দূর করে। কত এবং দুঃখ-কষ্টের মূল কারণ হলো একাকীত্ব।যাদের কোন কর্ম নেই তারা একাকিত্বে ভোগে। এই করোনাভাইরাস এর সময় এসেছে সবাই তা হাড়ে হাড়ে টের পাচ্ছে। আগে সবাই ছুটি ছুটি করত। অর্থাৎ সবাই ছুটির পাগল ছিল।

অবসর সময়গুলো সবাইকে রিফ্রেশমেন্ট প্রদান করে। কিন্তু এই অবসর সময় যদি অনেকদিন ধরে চলতে থাকে তাহলে তেমন একটা ভালো লাগে না। অবসরের মধ্যে অনেক সময় একঘেয়েমিতা চলে আসে। এজন্য সবার উচিত নিজ কর্মের মধ্যে শান্তি খোঁজে নেয়া। নিজ কর্মের মধ্যে শান্তি খুঁজে নিলে, কখনো একাকিত্বে ভুগতে হয় না। স্পর্শ করতে পারে না সকল হতাশা, দুঃখ ও দুর্দশা, মুছে যায় সকল গ্লানি। সব সময় কাজের মধ্যেই থাকা উচিত। একজন ছাত্রের উচিত সবসময় পড়াশোনার মধ্যে থাকা, তেমনি ভাবে একজন নিদৃষ্ট পেশার মানুষের ওই পেশার মধ্যে থাকা উচিত। অবসর সময় গুলো অল্প সময়ের জন্য ভালো লাগে। দীর্ঘসময়ের জন্য অবসর জিনিসটা একেবারেই বেমানান। সুতরাং নিজ কর্ম বা কাজকেই জীবনের মূল চালিকাশক্তি কিংবা মূলমন্ত্র হিসাবে গ্রহণ করা উচিত।

FB_IMG_1630778570626.jpg

নিজ কর্মই মানুষের পরম ধর্ম মেনে সবার উচিত কাজকে ভালোবাসা।কাজকে ভালবাসতে পারলে সুখে,শান্তিতে বসবাস করা যায়,দুঃখ-দুর্দশা থেকেও দূরে থাকা সম্ভব হয়।সুতরাং সবার উচিত নিজের পেশাকে সন্মান এর চোখে দেখা।কোনো কাজকেই ছোট মনে না করা।

received_3594356443973111.jpeg

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আমি মনে করি কাজ হচ্ছে পুরুষের একটি অলংকার মহিলারা যেরকম অলংকার ছাড়া তাদের সৌন্দর্য প্রকাশ করতে পারে না তেমনি একজন পুরুষ কাজ ছাড়া নিজেকে উন্নতির শিখরে নিয়ে যেতে পারে না। ধন্যবাদ ভাই আপনাকে এরকম সময় উপযোগী একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।

অনেক সুন্দর লিখেছেন ভাই আপনার জন্য শুভকামনা রইলো

ধন্যবাদ আপনাকে।