জীবনে আমরা ছোট ছোট জিনিস গুলো কে অতিক্রম করে যাই। এইসব ছোট বিষয় থেকে আমরা যেমন শিক্ষা গ্রহণ করতে পারি। তেমনি কিছু ছোট ছোট বিষয় যদি আমরা গুরুত্ব দেই তাহলে আমাদের জীবন হুমকি বেঁচে যায়।যেমন উদাহরণস্বরূপ বলতে গেলে ই বলতে পারি, যদি আমি কোন ছোট ছোট বিষয়ের খারাপ দিকটাই আগে বলবো, এমন ধূমপান যেটাকে আমরা কিছুই মনে করি না, প্রিতিনিয়ত আমরা ধূমপান করেই যাই। যেটা আমাদের প্রান নাশের কারন হয়ে দাঁড়ায়। তাই যদি আমাদের ছোট ছোট বিষত নিয়ে চিন্তা করি তাহলে আমাদের মানসিকতারও পরিবর্তন আসবে।
তাই আমি আজকে ছোট্ট একটি খুশি আপনাদের মাঝে তুলে ধরবোঃ
গতকাল সকাল দশটায় আমি সকালে খাওয়া-দাওয়া করতে ছিলাম তখন আমার বাড়ির পাশে একটি বৃদ্ধ লোক দেকলাম। সে একজন ভিক্ষুক। আমি আমার খাবারের থালা রাখলাম এবং তাকে বললাম আপনি এখানে বসেন। সে আমার কথায় চেয়ারে বসলো এবং তাকে যিজ্ঞাসা করলাম যে আপনাকে কি গরম লাগছে? তিনি আমাকে বিললো না বাবা। আমি তার ঘর্মাক্ত শরীর দেখেই বুঝতে পেরেছিলাম ওনাকে গরম লাগছে। তার সামনে ফ্যান দিলাম। তিনি ত্রিপ্তিসহকারে বসে ছিলো। মা ওনাকে খেতে দিয়ে গাভি থেকে দুধ দহ্নন করে নিয়ে আসলেন। ওনাকে দুধও খেতে দিলো। খাওয়ার পরে উনি প্রান খুলে আমাদের জন্য দোয়া করলেন। আমি এখান থেকে একটি শিক্ষা পেয়েছিলাম ছোট ছোট কাজের মাঝেও অনেক শিক্ষা এবং প্রসান্তি পাওয়া যায়। আমরা শুধু দালানকোঠা দিকেই তাকাই কিন্তু এমন অ অনেক মানুষ আছে যারা অল্পতেই অনেক খুসি হয়। এই মানুষগুলোর দিকে তাকাইলে জীবনের আসল অর্থ বোঝা যায়।
আসলেই এইটা সত্যি কথা। মাঝে মাঝে ছোট ছোট কাজের মধ্যে ভালোই প্রশান্তি পাওয়া যায়। ধন্যবাদ আপনার অভিজ্ঞতা শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit