শহরের জীবন কাঠামো

in hive-129948 •  3 years ago 

received_1798267673708243.jpeg
গ্রাম বাংলাদেশের প্রাণ হলেও শহরগুলোতেও এদেশের অনেক মানুষ বসবাস করে। গ্রামীণ বেকারদের কর্মসংস্থানের সুযোগ করে দেয় শহরগুলো। সুতরাং গ্রামকে বেশি গুরুত্ব দেয়া হলেও এদেশের শহরে কাঠামো ফেলে দেওয়ার মতো না।

received_583930199450897.jpeg

এদেশের শহরের মানুষগুলো অনেক ব্যস্ত জীবন যাপন করে। তাদের বসে থাকা এবং গল্প করার সুযোগ খুবই কম। কর্ম ব্যস্ততার মধ্যে দিয়েই শহরের লোকজন দিন অতিবাহিত করে। সকালে ঘুম থেকে উঠে নাস্তা সেরে যে যার মত কর্মস্থলে চলে যায়। সারাদিন কর্মস্থল মধ্যে দিয়ে কাটিয়ে দেয়। আবার সন্তানদের শিক্ষা দীক্ষার ব্যাপারেও শহরের বাবাা- মা ব্যাপক সচেতন। উচ্চশিক্ষার জন্য সন্তানদের শহরের নামিদামি স্কুলে পাঠদান কার্যক্রম সম্পন্ন করেন। শহরের পরিবেশে নিরিবিলির কোনো ছাপ নেই। সারাদিন সারারাত রাস্তাঘাটে চলছে বিভিন্ন ধরনের যানবাহন। রাস্তাঘাট গুলোতে প্রচন্ড ভিড় লেগে থাকে সব সময়। শহরের লোকজনের ঘনবসতি খুব বেশি। এজন্য শহরের পরিবেশ দূষিত। শহরের লোকজন দের মধ্যে আন্তরিকতা ও খুব কম। লোকজন নিজেদের চার দেয়ালের মধ্যে বন্দি করে রেখেছে। লোকজন সাধারণত একই বিল্ডিং এর অন্যান্য পরিবারদের চেনে না। তবে উচ্চ শিক্ষা কার্যক্রমে কোনো ঘাটতি নেই শহর গুলোতে। স্কুল কলেজের সংখ্যা ও অগাধ পরিমাণ রয়েছে। উচ্চ শিক্ষার বিষয়ে অভিভাবকরাও খুব সচেতন থাকে। শহর গুলোতে উচ্চশিক্ষিত লোকজনের সংখ্যা অনেক বেশি।

গ্রামীণ সৌন্দর্য নির্ভর করে প্রকৃতির ওপর। আর শহরের সৌন্দর্য হলো কৃত্রিমতার। দালানকোঠা এবং বিভিন্ন ভাস্কর্য ও পার্কগুলো শহরের সৌন্দর্যের জন্য দায়ী। শিল্প ,ব্যবসা, শিক্ষা, প্রশাসন এবং বাণিজ্য সকল প্রতিষ্ঠানগুলো সাধারণত শহরকেন্দ্রিক গড়ে ওঠে। গ্রামীণ জীবন কাঠামো এবং শহরের জীবন কাঠামো পরস্পরের পরিপূরক।

received_537281097505116.jpeg

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনি ঠিকই বলেছেন ভাই। গ্রাম কে ছাড়া শহর কখন উন্নত হতে পারে না, ঠিক তেমনি শহরকে ছাড়া গ্রাম উন্নত হতে পারে না। একে অপরের পরিপূরক ধন্যবাদ ভাইয়া।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই। আপনার সুন্দর মন্তব্যের জন্য।

শহরের জীবন কাঠামো অনেক সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন আপনার লেখার মাধ্যমে। ধত সুন্দর কনটেন্ট আমাদের উপহার দেয়ার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই।

আপনাকে অনেক ধন্যবাদ পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য।আমার কাছে শহর জীবনটা বন্ধী মনে হয়।আমার মনে হয় না কেউ ইচ্ছকৃত ভাবে শহরকে বাসস্থান হিসেবে বেছে নেয়।আসলে শহরের মানুষ গুলো বাস্তবতার কারণেই শহরের বসস্থান তৈরি করে থাকে।

কর্ম ব্যস্ততার মধ্যে দিয়েই শহরের লোকজন দিন অতিবাহিত করে। সকালে ঘুম থেকে উঠে নাস্তা সেরে যে যার মত কর্মস্থলে চলে যায়।

কর্ম সংস্থান মানুষকে বেশি শহরমুখী করছে।অনেক সুন্দর লিখেছেন ভাই শুভ কামনা রইলো আপনার জন্য।

গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

গ্রাম এবং শহর একে অপরের পরিপূরক, যা সংগ্রাম ভাই ও বুঝিয়েছেন। পড়ে অনেক ভালো লাগলো। শুভেচ্ছা ও অভিনন্দন রইল।

ধন্যবাদ ভাই আপনার মূল্যবান মতামত এর জন্য।

এদেশের শহরের মানুষগুলো অনেক ব্যস্ত জীবন যাপন করে। তাদের বসে থাকা এবং গল্প করার সুযোগ খুবই কম। কর্ম ব্যস্ততার মধ্যে দিয়েই শহরের লোকজন দিন অতিবাহিত করে।

অনেক সুন্দর ভাবে শহরের অবকাঠামো নিয়ে আপনি আলোচনা করেছেন। সত্যি বলতে কি, শহরে কেউ কারো খোঁজ রাখে না। সবাই সবার প্রয়োজনে ব্যস্ত থাকেন।

আপনার পোস্টটি অনেক সুন্দর হয়েছে, যদি প্রত্যেকটি ছবি লোকেশন ও ক্যামেরা ডিটেলস দিতেন। তাহলে পোষ্ট টি আরো পূর্ণতা পেত। যাই হোক, আপনার জন্য শুভকামনা রইল। ভালোবাসা অবিরাম

উপদেশ মূলক মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।

আপনার শহরটা আমার খুবই ভালো লেগেছে।আমি আপনার শহরে একদিন ভ্রমণ করে আসবো।

আপনার পোষ্টটি মোটামুটি হয়েছে। আপনার প্রতি আমার কিছু পরামর্শ থাকবে। চেষ্টা করুন মারকডাউন এর ব্যবহার অতি দ্রুত শিখে নিতে। আর ছবিতে অবশ্যই what3words লোকেশন কোড ব্যবহার করবেন। ধন্যবাদ আপনাকে।

আসলে বেশির ভাগ জিনিসই জোরা ছাড়া, ভালো ভাবে চলতে পারে না। আপনে যদি আপনার আশে পাশের দিকটা লক্ষ্য করেন,তাহলে দেখতে পাবেন সব কিছুই জোরা অবস্থায় থাকতে চায়।ঠিক তেমনই শহরকে উন্নত হতে হলে গ্রামের অবশ্যই প্রয়োজন। তেমনই গ্রামকে উন্নত হতে হলে শহরকে প্রয়োজন। সুন্দর ছিল আজকের পোষ্টটা। শুভ কামনা রইল।