আজকে আমি লিখব বাংলাদেশের বিলুপ্তপ্রায় ঐতিহাসিক তাঁত শিল্প সম্পর্কে যার সারা ছিল সম্পূর্ণ বাংলা মিলে।
যখন দেশে উন্নত মানের কোন যন্ত্র ছিল না তখন তাঁত শিল্পের মতো। অন্যান্য শিল্পই ছিল মানুষদের কর্মের একমাত্র অবলম্বন কিন্তু দিনের পরিবর্তনে তা বিলুপ্ত হয়ে গেছে।একটা সময় যখন মানুষ তাঁত শিল্পের কাজ করতো তখন দু'মুঠো ভাতের জন্য কারো কাছে যেতে হয়নি কিন্তু এখন যুগের পরিবর্তন যদিও হয়েছে তারপরও মানুষের পিছু থেকে অভাব এবং ব্যর্থতার গ্লানি যাচ্ছে না। আমরা যদি আমাদের পুরনো শিল্প তাঁত কে আবার ফিরে আনতে পারি তাহলে আমাদের সুদিন বয়ে আসবে।
তাঁত শিল্প কিঃ তাঁত হলো একটি যন্ত্রের নাম যা হস্তচালিত কিন্তু আধুনিকতার ছোঁয়ায় যন্ত্রটি হয়েছে এখন আধুনিক যন্ত্রে পরিবর্তিত।তাঁত দিয়ে এখন লুঙ্গি, গামছা এবং উন্নতমানের শাড়িও তৈরি হয় এবং শীতের সময় শীতের কাপড় তৈরি হয়।অর্থাৎ তাঁত শিল্পকে অবলম্বন করে একটা সময় গ্রামীণ মানুষেরা নিজেদের কাপড় নিজেরাই তৈরি করতেন কিন্তু এখন যদিও আধুনিকতার ছোঁয়া এসেছে তারপরও কাপড়ের চাহিদা টি আগের মত মেটেনি। তাই তাত শিল্পকে পূর্জীবিত করতে এবং গ্রামিন উন্নয়ন আনতে আমাদের মানসিকতার পরিবর্তন আনতে হবে। এখোনও গ্রামীণ মানুষদের অবস্থা খুব একটা স্বচ্ছল না।
নিম্নের ছবিটি বগুরা, ধুপচাচিয়া থেকে সংগ্রহ করা।
আমাদের দেশের এই ধ্বংসাত্বক অবস্থা থেকে উত্তলন করতে গেলে আমাদের সক্ষমতা অনুজায়ী পুরনো সেই শিল্পগুলোকে ফিরিয়ে আনার বিকল্প নেই।
যদিও সময়ের পরিক্রমায় সব কিছু পরিবর্তন হয়েছে তবে ঐতিহ্যকে উপস্থাপন করার জন্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit