বাগেরহাট জেলা.....
সুন্দরবনে বাঘের বাস দাড়টানা ভৈরব পাশ সবুজ শ্যামলে ভরা নদী বাঁকে বসতো যে হাট তার নাম বাগের হাট,এক সময় বাগেরহাটের নাম ছিল খলিফাতাবাদ বা প্রতিনিধির শহর। খানজাহান আলী (রঃ) গৌড়ের সুলতানদের প্রতিনিধি হিসেবে এ অঞ্চল শাসন করতেন। কেউ কেউ মনে করেন, বরিশালের শাসক আঘা বাকের এর নামানুসারে বাগেরহাট হয়েছে। কেউবা বলেন, পাঠান জায়গীদার বাকির খাঁ এর নামানুসারে বাগেরহাট হয়েছে। আবার কারো মতে, বাঘ শব্দ হতে বাগেরহাট নাম হয়। জনশ্রুতি আছে খানজাহান আলী (রঃ) এর একটি বাগ(বাগান, ফার্সী শব্দ) বা বাগিচা ছিল। এ বাগ শব্দ হতে বাগেরহাট। কাো মতে, নদীর বাঁকে হাট বসতো বিধায় বাঁকেরহাট। বাঁকেরহাট হহতে বাগেরহাট।
বিখ্যাত খাবার
১.চিংড়ি২.সুপারি ৩.বিখ্যাত স্থান ৪.ষাট গম্বুজ মসজিদ ৫.খানজাহান আলীর (রহ.) মাজার ৬.সিঙ্গাইর মসজিদ ৭.বিবি বেগনী মসজিদ ৮.চুনখোলা মসজিদ ৯.পীর আলী মুহাম্মদ তাহেরের সমাধি ১০.এক গম্বুজ মসজিদ ১১.নয় গম্বুজ মসজিদ ১২.সাবেক ডাঙ্গা পুরাকীর্তি ১৩.রণবিজয়পুর মসজিদ ১৪.জিন্দাপীর মসজিদ ১৫.রেজা খোদা মসজিদ ১৬.খানজাহানের বসতভিটা ১৭.ঢিবি ১৮.কোদলা মঠ ১৯.ইংরেজ শাসনের বিরুদ্ধে বিদ্রোহী শহীদ কৃষক রহিমুল্লাহর বাড়ি ২০.মোরেলের স্মৃতিসৌধ ২১.১৮৬৩ সালে তৎকালীন এসডিও মংলা পোর্ট ২২.চিলা চার্চ ২৩.কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর সমাধি ২৪.প্রফুল্ল ঘোষের বসতবাড়ি ২৫.নীলসরোবর ২৬.জমিদার ক্ষিতিষ চন্দ্রের বসতবাড়ির ধ্বংসাবশেষ ২৭.শাহ আউলিয়াবাগ মাজার ২৮.হজরত খানজাহান আলীর (রহ.) সহচর পীর শাহ আউলিয়ার মাজার ২৯.নাটমন্দির ৩০.রামজয় দত্তের কাছারিবাড়ি ৩১.ব্রিটিশ সেনাদের পর্যবেক্ষণ টাওয়ার ৩২. কৃষ্ণমূর্তি ৩৩.গোপাল জিউর মন্দির,৩৪.লাউপালা ৩৫.যাত্রাপুর ৩৬.দুবলার চর ৩৭.কটকা ৩৮.কচিখালি ৩৯.সুন্দরবন
ইত্যাদি
এটা হচ্ছে ষাট গম্বুজ মসজিদ
এখানে আমরা শুক্রবারে নামাজ পড়তে গেছিলাম বন্ধুরা মিলে
এটা আমাদের জেলা আমাদের গ্রাম থেকে চার কিলোমিটার দূরে
এখানে দূর দূরান্ত থেকে লোক আসে
খুলনা বিভাগ
হযরত পীর খানজাহান আলীর (র.) স্মৃতি বিজড়িত ও ভৈরব-রূপসা বিধৌত পৌর শহর খুলনার ইতিহাস নানাভাবে ঐতিহ্য মন্ডিত, খুলনা নামকরণের উৎপত্তি সম্বন্ধে নানান মত রয়েছে। সবচেয়ে বেশি আলোচিত মতগুলো হলো : মৌজা ‘কিসমত খুলনা' খুলনা খুলনা; ধনপতি সাওদাগরের দ্বিতীয় স্ত্রী খুল্লনার নামে নির্মিত ‘খুল্লনেশ্বরী কালী মন্দির' থেকে খুলনা; ১৭৬৬ সালে ‘ফলমাউথ' জাহাজের নাবিকদের উদ্ধারকৃত রেকর্ডে লিখিত Culnea শব্দ থেকে খুলনা। ইংরেজ আমলের মানচিত্রে লিখিত Jessore.Culna শব্দ থেকে খুলনা,- কোনটি সত্য তা গবেষকরা নির্ধারণ করবেন,
ছবিটি তোলা ছিল খুলনা থেকে শ্বশুরবাড়ি এলাকার
@arfinroney
টাইপ: চৌর্যবৃত্তি।
এ ধরনের পোস্ট আমার বাংলা ব্লগ কমিউনিটি Allow করে না। নতুন ইউজার হওয়ার কারণে শুধুমাত্র আপনার পোস্ট Mute করা হচ্ছে। পরবর্তীতে আবার একই ধরনের কাজ করলে আপনার একাউন্ট কমিউনিটি থেকে ব্যান করা হবে।
কমিউনিটির নিয়মাবলী ভালোভাবে পড়ে নিন
https://steemit.com/hive-129948/@rme/last-updated-rules-of-amar-bangla-blog-community-16-aug-22
যে কোন বিষয়ে জানার প্রয়োজন হলে আমাদের সাথে Discord এ যোগাযোগ করুন।
Discord server link: https://discord.gg/ettSreN493
Source: https://m.facebook.com/?next=https%3A%2F%2Fm.facebook.com%2Fp%2F100064183323649%2F
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাইয়া বুঝানোর জন্য আমি এই প্ল্যাটফর্মে নতুন
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit