খারাপ অভিজ্ঞতা আসলেই খারাপ।

in hive-129948 •  2 years ago 

সাধারণ দিনের মতোই দিনটি শুরু হয়েছিলো। কিন্তু কে জানতো আমাদের এমন একটি তিক্ত অভিজ্ঞতা হতে চলেছে। দুইদিন আগে আমাদের ল্যাপটপটি একটু প্রবলেম দেখা দিচ্ছিলো। যাতে আমাদের গ্রাফিক্সের হাজারো ডিজাইন ছিলো। কাজের প্রচুর ডকুমেন্টস ছিলো।

কে জানতো সব নিমেষেই ধুলিশ্বাত হয়ে যাবে। হাজারো কষ্টের কাজগুলো, একটি কাজ এক ফোঁটা রক্তের মতো, সব নিমিষেই চোখের সামনে শেষ হয়ে গেলো।

বরাবরের মতো ল্যাপটপে সমস্যা দেখা দিলে নিয়ে গেলাম সমস্যা সমাধানের জন্য। তারপর সেখানে গিয়ে দেখলাম আমাদের লাপটপে একটু বেশিই সমস্যা হয়েছে। ভাবলাম হয়তোবা ঠিক হয়ে যাবে। কিন্তু যখন মেকারের সাথে কথা বললাম তখন সে আমদের স্বান্তনা দিলো যে আমাদের বিষয়টা হয়তোবা ঠিক হয়ে যাবে। এই স্বান্তনা নিয়েই সেদিন বাড়ি চলে আসলাম।

বরাবরের মতো পরেরদিন আবার গেলাম, তখন অনেক আশা নিয়েই গেছিলাম হয়তোবা। গিয়ে আমাদের পরিচিত ভাইয়ের সাথে কথা বললাম ল্যাপটপ সম্পর্কে। সে আমাদের জানালো আমাদের হার্ডডিক্সটা খুবই একটা জটিল সমস্যা দেখা দিয়েছে। আর আমাদের সকল প্রকার ডকুমেন্টস ওই হার্ডডিস্কের ভিতর ইনপুট ছিলো। ভাই বললো যে হার্ডডিস্কটা ব্রেক করতে হবে।

তখন ভাইকে বললাম "ভাই হার্ডডিস্ক ব্রেক করেন আর যাই করেন, আমাদের ডকুমেন্টস রেখে কি ব্রেক করা যাবে" তখন ভাই বললো আমি চেষ্টা করছি। আমরা তার কথায় আশাবাদী ছিলাম। কাজ চলাকালীন সে আমাদের জানালো যে আমাদের হার্ডডিস্ক এর দুইটা ড্রাইভ লক হয়ে গেছে। আর ওই দুইটা ড্রাইভে আমাদের গুরুত্বপূর্ণ জিনিসগুলো ছিলো। আমরা ভাইকে বললাম "দেখেন তো ওই লকটা ব্রেক করে কোনোভাবে আমাদের ডকুমেন্টস আনা যায় কি না " তার শত প্রচেষ্টায় একটা ডকুমেন্ট অনেক সময় পর রিকভারি করা গেলো। তারপর উনি বললো বাকি ডকুমেন্টস গুলো আনতে অনেক সময় লাগবে।

তাই আমরা বললাম "ভাইয়া আপনি এটা রেখে আপনার কাজ করেন, আমরা পরবর্তীতে এটা রিকভার করে নিবো" এসব কথা ভেবে ভাইকে বললাম "আপনি আমাদের ল্যাপটপে উইন্ডোজ করেন " কিন্তু তখন উনি জানালো এটা উইন্ডোজ করতে হলে হার্ডডিস্ক পুরোটাই ব্রেক করতে হবে। কারণ হার্ডডিস্ক পুরোপুরিভাবে ব্রেক করা ছাড়া কোনোভাবেই রিকভার করা সম্ভব ছিলো না। তখন উনি ভুলবশত রিকভার করার জন্য ক্লিক করলেন।

তখনই আমাদের যে বাকি ডকুমেন্ট টা ছিলো সেটা আমরা পেনড্রাইভ দিয়ে নিতে ভুলে গেছিলাম। এজন্য সেই সেই ডকুমেন্ট টাও আমাদের চোখের সামনে ধুলিশ্বাত হয়ে গেলো। আমি আর আমার ভাই খুব কষ্ট পেয়েছিলাম। কারণ তিল তিল করে গড়ে তোলা সম্রাজ্য আমাদের চোখের সামনে বিসর্জন দিয়ে দিলাম। কারণ শুধুমাত্র তারাই বুঝবে আমাদের উপলব্ধিটা যারা একজন গ্রাফিক্স ডিজাইনার এবং ওয়েব ডেভলপার এবং যারা মার্কেট প্লেসে ফ্রি ল্যাস্নিং করে।

তখন দু:খ ভারাক্রান্ত মনে ভাইকে জিজ্ঞেস করলাম আমাদের হার্ডডিস্ক কি রিকভার হবে? উনি বললো এটা সম্ভব নয়। এবং সেই একই সময় হার্ডডিস্কটা ঠিকই ব্রেক করা হলো কিন্তু উইন্ডোজ দেওয়ার জন্য ব্রেক করা হয়েছিলো কিন্তু সেই উইন্ডোজই তখন আর সাপোর্ট নিলো না ওই হার্ডডিক্সে।

তখন শুরু হলো আরেকটা প্রবলেম।যে উইন্ডোজ দেওয়ার জন্য হার্ডডিস্কটা ব্রেক করা হলো সেই উইন্ডোজটাই হার্ডডিস্ক এ নিলো না। এরপর শুরু হলো অন্য প্রবলেম হার্ডডিস্ক সাপোর্ট না নিলে তার বিপরীতে অবশ্যই ssd কিংবা m.2 লাগাতে হয়।

আর তখনই আমাদের কাছে কোনো টাকা ছিলো না। অনেক কষ্ট করে টাকাটা জোগাড় করলাম, তারপর ভাইকে m.2 লাগাতে বললাম কিন্তু অবশেষে সে আমাদের বললো আমাদের হার্ডডিস্কটি আর কোনো কাজ করবে না। তখন আমরা বললাম হার্ডডিস্ক এর যে একটা পার্টিশন করছেন সেটা তো কাজ করবেন। ভাই বললো হ্যাঁ। তখন একটা পার্টিশন করা হার্ডিডিক্স নিয়ে হতাশাগ্রস্ত মন নিয়ে চা এর দোকানে আড্ডা দিতে শুরু করলাম। চা খেতে খেতে আমরা একটা জিনিস নিয়ে ভাবছিলাম যে আমাদের সাথে বরাবরই এরকম হয়।

এটা নতুন কি। তাই এই নিয়ে আফসোস করে আমাদের দিনটাকে খারাপ না করে চা এর সাথে সময়কে উপভোগ করা উচিত।

20230316_215220.jpg

20230316_215418.jpg

20230316_215429.jpg

20230316_215541.jpg

20230316_215528.jpg

20230316_215456.jpg

20230316_215613.jpg

20230316_215248.jpg

20230316_215400.jpg

20230316_215408.jpg

ধন্যবাদ সবাইকে আমার লেখাটা পড়ার জন্য।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

বেশ দুঃখজনক একটা বিষয় ছিল বেশ খারাপই একটি দিনের বিষয় শেয়ার করলেন আপনি। এটা দেখে ভালো লাগলো যে আপনারা এত প্যারা না নিয়ে দিনটাকে ভালো করার জন্য শেষে চা খাওয়ার জন্য গিয়েছিলেন। এবং চা খাওয়ার মুহূর্তটি বেশ ভালই উপভোগ করেছেন। আসলে এই কথাটি কিন্তু একেবারেই সত্যি খারাপ অভিজ্ঞতা আসলেই খারাপ। এরকম একটা খারাপ অভিজ্ঞতা পোস্ট পড়ে খুবই খারাপ লেগেছে আমার কাছে।

আসলেই আমারা সবসময়ই চেষ্টা করি হাজারো খারাপ সময়ের মধ্যে ভালো থাকার। করণ জীবন একটাই অত দুঃখ করলে সুখ ভোগ করব কখন।

আপনার খারাপ অভিজ্ঞতা পোস্ট পড়ে সত্যি ভীষণ খারাপ লেগেছে। এই বিষয় নিয়ে বেশিক্ষণ মন খারাপ করা উচিত না জীবনটাকে একটু ভালো করে উপভোগ করলেই হয়। আসলে একেবারে দুঃখজনক ছিল আপনার বিষয়টি। আপনার মুহূর্ত টি তাহলে বেশ ভালোই কেটেছে চা খাওয়ার। এরকম সময় যদি খুশি থাকা যায় তাহলে কিন্তু মনটাও ভালো থাকে। যাইহোক এই বিষয়টা নিয়ে আর মন খারাপ করে থাকবেন না। সবার মাঝে ভাগ করে নিয়েছেন দেখে ভীষণ খুশি হলাম।

আমাদের সাথে বরাবরই এরকম হয় । তাই পরিস্থিতিকে মানিয়ে নিতে শিখেছি। পরিস্থিতি যাই হোক আমরা হেসেই যাব।