||কাগজের তৈরি নকশা||

in hive-129948 •  3 days ago 
🌸 আসসালামুআলাইকুম/আদাব🌸

কেমন আছেন সবাই আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল বাংলাদেশী এবং ইন্ডিয়ান বন্ধু -বান্ধবীগণ?আশা করি সবাই ভালো আছেন।সুস্থ আছেন।আপনাদের দোয়া আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আজ আপনাদের মাঝে একটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম।ব্লগটি হলো কাগজ দিয়ে তৈরি কাগজের নকশা।কাগজের তৈরি যেকোনো ধরনের নকশা দেখতে অনেক সুন্দর লাগে।এই ধরনের নকশা তৈরির সময় কাটিং এ কোন ধরনের ভুল হলে নকশা সম্পূর্ণ নষ্ট হয়ে যায় এজন্য কাটিং করার সময় খেয়াল রেখে কাটিং করতে হবে।চলুন দেখে নেওয়া যাক কাগজের তৈরি নকশা তৈরির প্রক্রিয়া -

কাগজের নকশা


1000022720.jpg


প্রয়োজনীয় উপকরণ


1000022694.jpg

  • রঙিন কাগজ
  • কেঁচি
  • পেন্সিল

ধাপ-১

প্রথমে কাগজ চতুর্ভুজ আকৃতি করে কেটে নিয়েছি।এবার কাগজের মাঝ বরাবর কোনাকুনি দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর দুইবার ভাঁজ করে নিতে হবে।

1000022698.jpg

1000022697.jpg

1000022696.jpg

ধাপ-২

এবার আবার ভাঁজ করে নিয়েছি মাঝ বরাবর। তারপর একইভাবে আরো দুইবার ভাঁজ করে নিয়েছি।

1000022701.jpg

1000022702.jpg

1000022704.jpg

ধাপ-৩

এবার শেষ ভাঁজ দেওয়ার পর বাড়তি অংশ কেটে নিয়েছি। তারপর পেন্সিল দিয়ে ডিজাইন করে এঁকে নিয়েছি।

1000022706.jpg

1000022709.jpg

ধাপ-৪

তারপর ডিজাইন করা অংশ কেটে নিয়েছি।

1000022711.jpg

1000022713.jpg

1000022716.jpg

ধাপ-৫

এবার একটি একটি করে ভাঁজ খুলে আমার কাঙ্খিত নকশাটি পেয়েছি।

1000022723.jpg

1000022720.jpg

1000022719.jpg

1000022719.jpg

ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি পড়ার জন্য।আজ এ পর্যন্তই বন্ধুরা। শীঘ্রই আবার নতুন কোন ব্লগ নিয়ে হাজির হবো আপনার মাঝে। সেই পর্যন্ত আপনার ভালো থাকুন সুস্থ থাকুন।

ডাই ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ডিভাইসঅপো এ ফাইভ সেভেন
ফটোগ্রাফার এবং প্রস্তুতকারক@arpita007
ইংরেজি তারিখ১৮-০১-২০২৫

🌸আমার সংক্ষিপ্ত পরিচিতি 🌸

আমি অর্পিতা নওশীন তিশা।আমার জাতীয়তা বাংলাদেশী।আমি বর্তমান অনার্স প্রথম বর্ষে পড়াশোনা করছি।আমার বাংলা ব্লগ কমিউনিটির সাথে কয়েক মাস পূর্বে যুক্ত হয়েছি।আমার অবসর সময়ে নাটক, মুভি দেখতে ভালো লাগে তাছাড়া বিভিন্ন সৃজনশীল কাজকর্ম করতে ভালো লাগে।


Post by-@arpita007
Date-18th January 2025


Amar_Bangla_Blog_logo.jpg

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

VOTE @bangla.witness as witness


witness_vote.png

🌸 আল্লাহ হাফেজ 🌸

Posted using SteemPro Mobile

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

অনেক সুন্দর একটি কাগজের নকশা তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার এই কাগজের নকশা তৈরিতে কাগজটি ভাজ করে সুন্দরভাবে কেটে নেওয়াটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে।

সুন্দর মন্তব্যে‌ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

image.png

কাগজের তৈরি নকশা গুলো দেখতে আসলেই অনেক ভালো লাগে ।কিন্তু নকশা করার সময় ভাজ একটু খেয়াল ভাবে করতে হবে একটা ওলট-পালট হয়ে গেলে নকশাটা আর মেলানো যাবে না। ধন্যবাদ এত সুন্দর নকশা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

ধন্যবাদ আপু।

আপু আপনি সাদা কাগজ কেটে খুব সুন্দর একটি নকশা বানিয়েছেন। আপনার এই নকশা খুব ভালো লেগেছে। তবে আরও ইউনিক কিছু করার চেষ্টা করবেন। কাগজ কেটে এভাবে নকশা বানালে আমার কাছে অনেক ভালো লাগে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর একটি নকশা আমাদের সাথে শেয়ার করার জন্য।

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

কাগজের ভাজে কাগজ কেটে চমৎকার নকশা তৈরি করেছেন দেখতে খুবই সুন্দর লাগছে। এই পোস্টের মাধ্যমে কাগজগুলো কিভাবে ভাঁজ করেছেন আর কিভাবে কেটেছেন সেটা পর্যায়ক্রমে তুলে ধরেছেন আপনার জন্য শুভকামনা রইল।

ধন্যবাদ ভাইয়া।

কাগজ দিয়ে আপনি চমৎকার একটি নকশা তৈরি করেছেন। আপনার নকশা ডিজাইনটি অনেক সুন্দর হয়েছে। আপনি অনেক সুন্দর করে সময় দিয়ে ধৈর্য ধরে তৈরি করেছেন তা আপনার আর্টটি দেখেই বোঝা যাচ্ছে। আপনি ধাপে ধাপে উপস্থাপন করেছেন দেখে বেশি ভালো লাগলো। ধন্যবাদ আপু এতো সুন্দর একটি আর্ট পোস্ট শেয়ার করার জন্য।

সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

অনেক দারুন একটি কাগজের নকশা বানিয়ে আজ আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে সবাই দক্ষতা নিয়ে পৃথিবীতে জন্মায় না। পৃথিবীতে আসার পর মানুষের একটু একটু করে দক্ষতা তৈরি হয়। আজ আপনার কাগজের নকশাটি রেডি করার পুরো প্রসেসটি দেখে বোঝা যাচ্ছে আপনি খুব আগ্রহ নিয়ে নকশাটি কেটেছেন।

ধন্যবাদ আপু।

1000022728.jpg

1000022727.jpg

1000022726.jpg

1000022725.jpg

1000022724.jpg

এ ধরনের কাগজের তৈরি নকশা গুলো দেখতে খুবই সুন্দর লাগে। আপনিও খুব সুন্দর একটি কাগজের নকশা তৈরি করেছেন আপু। যেটা দেখতে খুবই ভালো লাগছে। ধন্যবাদ সুন্দর একটি ডাই পোস্ট শেয়ার করার জন্য।

ধন্যবাদ আপু।

ওয়াও আপনি কাগজ কেটে খুব সুন্দর একটি নকশা ডিজাইন আমাদের মাঝে শেয়ার করছেন।আমিও এক সময় কাগজ কেটে নকশা ডিজাইন তৈরি করতাম। যাইহোক সুন্দর ভাবে ধাপে ধাপে পুরো পোস্ট টি আমাদের মাঝে শেয়ার করছেন। ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

কাগজের নকশা গুলো আমার কাছে খুব ভালো লাগে। আজকে আপনি রঙিন কাগজ দিয়ে চমৎকার নকশা তৈরি করেছেন। আগে বিভিন্ন অনুষ্ঠানে কাগজের এই নকশাগুলো অনেক দেখা যেতো। ধন্যবাদ এত সুন্দর করে কাগজের নকশা তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

সুন্দর মন্তব্যে করার পাশাপাশি আমাকে আরো বেশি কাজে অনুপ্রাণিত করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

কাগজের তৈরি নকশা করেছেন দেখতে খুব সুন্দর লাগছে। আপনার পেপার কাটিং ডিজাইন খুবই দুর্দান্ত হয়েছে। কাগজ কেটে খুব সুন্দর ভাবে ফুল তৈরি করেছেন আপনি । আসলে কাগজ কেটে এই ধরনের ফুল বা, ডিজাইন তৈরি করতে বেশ সময় এবং দক্ষতার প্রয়োজন হয়ে থাকে। কাগজের ফুল দেখে খুব ভালো লাগলো। এত সুন্দর কাগজের ফুল তৈরি করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

সুন্দর মন্তব্যে করার পাশাপাশি আমাকে কাজে উৎসাহিত করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

কাগজ কেটে নকশা তৈরি করতে আমার অনেক ভালো লাগে আমি মাঝে মাঝেই কাগজ কেটে নকশা তৈরি করে পোস্ট করে থাকি। কাগজ দিয়ে নকশা তৈরি করাটা একেবারে সহজ নয় একটু ভুল হলেই সব কাজ বৃথা যেতে পারে। আপনি অনেক সুন্দর করে কাগজের নকশা তৈরি করেছেন দেখে অনেক ভালো লাগলো ধন্যবাদ আপু।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

কাগজের তৈরি নকশা গুলো দেখতে বেশ ভালোই লাগে। অনেকদিন আগে আমি একটা নকশা তৈরি করেছিলাম। আপনি কাগজ কেটে দারুণভাবে নকশা তৈরি করেছেন আপু। বেশ ভালো লাগলো নকশাটি দেখে। এতো চমৎকার একটি নকশা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

সুন্দর মন্তব্যে করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।