||ইফতারের মজাদার খাবারের ফটোগ্রাফি||

in hive-129948 •  2 days ago 
❤️আসসালামুআলাইকুম/আদাব❤️

আমি@arpita007 বাংলাদেশ থেকে।কেমন আছেন আমার বাংলা ব্লগের সকল ইন্ডিয়ান এবং বাংলাদেশী বন্ধুরা?আশা করছি সবাই অনেক ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়।বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও ফিরে এসেছি আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে। ব্লগটি হচ্ছে ইফতারের মজাদার খাবারের ফটোগ্রাফি। আশা করি আপনাদের সবার কাছে পোস্টটি অনেক ভালো লাগবে ।

রমজান মাস অত্যন্ত ফজিলত এর একটি মাস। ইবাদতে বন্দেগী থাকার মাধ্যমে মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টি লাভের আশায় ধর্মপ্রাণ মুসলিমরা রোজা পালন করে থাকে। সেহেরি থেকে ইফতার পর্যন্ত আল্লাহ তায়ালার সন্তুষ্টির লাভের আশায় মুসল্লিগণ পানাহার থেকে বিরত থাকে এবং আল্লাহ তায়ালার ইবাদত করেন।


1000025440.jpg


উপরের ছবিটির খাবার হচ্ছে পিঁয়াজু।ইফতারিতে পিঁয়াজু ছাড়া মনে হয় ইফতারি অসম্পূর্ণ।

1000025387.jpg


জিলাপি পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না।ইফতারিতে মুড়ি মাখার সঙ্গে জিলাপি খেতে দারুন লাগে।জিলাপি আমার অনেক পছন্দের একটি খাবার।তবে এই জিলাপিগুলো রোজার সময় ই বানানো হয় অন্য সময় তেমন একটা পাওয়া যায় না।

1000025415.jpg


উপরের ছবিটির খাবার হচ্ছে ছোলা ভুনা। ইফতারিতে মুড়ি মাখার ক্ষেত্রে ছোলা ভুনা ছাড়া যেন চলেই না।শসা কুচির সঙ্গে ছোলা ভুনা খেতে ও বেশ মজা লাগে।

1000025423.jpg


উপরের ছবিটির খাবার হচ্ছে আলুর চপ আর বেগুনির চপ।মুড়ি মাখার সঙ্গে গরম গরম আলুর চপ আর বেগুনির চপ খেতে বেশ দারুন লাগে।তবে আমার কাছে আলুর চপ থেকে বেশি পছন্দ বেগুনের চপ।

1000025401.jpg


ইফতারিতে ফার্স্টফুড খাবারের পাশাপাশি স্বাস্থ্যকর খাবার থাকা উচিত।তবে আমি ইফতারিতে ফার্স্টফুড খেতেই বেশি পছন্দ করি। উপরের ছবিটিতে ফলের মধ্যে রয়েছে কুল বরই, খেজুর আর আঙ্গুর। ইফতারিতে খেজুর খাওয়া সুন্নত।

ধন্যবাদ সবাইকে আমার ব্লগটি পড়ার জন্য।আমার আজকের ইফতারের মজাদার খাবারের ফটোগ্রাফি ব্লগটি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানতে ভুলবেন না কিন্তু বন্ধুরা । আবার নতুন কোনো ব্লগ নিয়ে খুব শীঘ্রই আপনাদের মাঝে উপস্থিত হবো।


ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ডিভাইসঅপো এ ফাইভ সেভেন
ফটোগ্রাফার@arpita007

❤️আমার সংক্ষিপ্ত পরিচিতি❤️
আমি অর্পিতা নওশিন তিশা।আমার জাতীয়তা বাংলাদেশী।আমি বর্তমান অনার্স দ্বিতীয় বর্ষে পড়াশুনা করছি।আমার বাংলা ব্লগ কমিউনিটির সাথে কয়েক মাস পূর্বে যুক্ত হয়েছি।বাংলা ভাষায় লিখতে, পড়তে এবং নতুন নতুন বিষয়ে জ্ঞান অর্জন করতে আমার ভালো লাগে।এছাড়াও ফটোগ্রাফি এবং আর্ট করতে অনেক ভালো লাগে।অবসর সময়ে গান শুনতে এবং বাংলা নাটক দেখতে পছন্দ করি। এছাড়াও হিন্দি ডাবিং করা নাটক দেখতে ও পছন্দ করি।

Post by-@arpita007
Date-04th March,2025


Amar_Bangla_Blog_logo.jpg

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

VOTE @bangla.witness as witness


witness_vote.png

Posted using SteemPro Mobile

❤️আল্লাহ হাফেজ❤️

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png

1000025454.jpg

1000025453.jpg

1000025452.jpg

1000025451.jpg

ইফতারে তৈরি করা এক একটি লোভনীয় পদের ছবি দিয়ে আপনি আমাদের খিদে বাড়িয়ে দিয়েছেন। বিশেষ করে পেঁয়াজের বড়া এবং জিলিপি দেখে খাবার লোভ আরো বেড়ে গেল। শুধুমাত্র নিজেরা না খেয়ে এমন সুন্দর ছবির মাধ্যমে আমাদেরকেও যে দিয়েছেন তার জন্য অনেক ধন্যবাদ আপু।

রমজান মাসে ইফতারের সময় বিভিন্ন রকম ভাজাপোড়া খাবার থাকে। আর মূলত সবাই ভাজাপোড়া খাবারগুলো খেতে বেশি পছন্দ করে। যদিও এটা খাওয়া স্বাস্থ্যের জন্য অনেক বেশি ঝুঁকিপূর্ণ। তবে ফলমূল, ডেজার্ট আইটেমগুলো থাকলে খুব বেশি মন্দ হয় না। আপনার আজকের ইফতারির ফটোগ্রাফি গুলো দেখে খুব ভালো লাগলো আপু।

এতোদিন কেবল শুনেই এসেছি যে ইফতারের সময় প্রচুর লোভনীয় পদ থাকে৷ আজ আপনার পোস্টে তার নমুনা দেখলাম। তবে দীর্ঘ সময় খালিপেটে থাকার পর আমার মনেহয় ফাস্টফুডের থেকে ফলাহারই বেশি স্বাস্থ্যসম্মত। তবে অবশ্যই যে যার রুচি অনুযায়ী খাবে। কারণ সারাদিন পর পছন্দের খাবার না পেলে কিভাবে মন ভরে?

আজ আপনি আমাদের মাঝে ইফতারের জন্য বিভিন্ন ধরনের খাবারের ফটোগ্রাফি শেয়ার করেছেন। আসলে এই ধরনের খাবার খেতে আমার ভীষণ ভালো লাগে যদিও বেশি খেলে গ্যাস হয়ে যায়। এত সুন্দর একটা খাবারের ফটোগ্রাফি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আপনি দেখছি ইফতারের কিছু মজার খাবারের ফটোগ্রাফি করেছেন। আসলে রমজান মাস আসলে ইফতারের সময় অনেক কিছু খাওয়া হয়। তবে আপনার খাবারের ফটোগ্রাফি গুলো দেখে বেশ ভালো লাগলো। ধন্যবাদ ইফতারের খাবার ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

রমজান মাস রানিং। এই মুহূর্তে আমরা সবাই কম বেশি রোজার জন্য ইফতারির আয়োজন করছি। ইফতার সাজাতে ভালো লাগে সবার। বিভিন্ন ঝাল মিষ্টি জাতীয় খাবারের তালিকার মধ্য দিয়ে আমাদের এই ইফতারি আয়োজন। আপনিও খুব সুন্দরভাবে ইফতারি আয়োজন করেছেন দেখে ভালো লাগলো। যেখানে ফল থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের খাবার রয়েছে।

ওয়াও আজকে আপনি দেখতে ইফতারের মজাদার খাবারের ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার শেয়ার করা প্রতিটি খাবারের ফটোগ্ৰাফি অনেক লোভনীয় হয়েছে। আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে সোলা ভুনার রেসিপিটি। এছাড়াও বাকি সব কিছু ঠিক ঠাক ছিল।

ইফতারের সময় মজাদার খাবার খাওয়া হয়। আমি তো আবার ভাজাপোড়া খুব পছন্দ করি। আমিও প্রায় প্রতিদিন আপনাদের মত ইফতার খাই। আমি কলেজ থেকে আসার সময় প্রায় দিন ইফতার কিনে নিয়ে আসি। আপনাদের এই রোজার সময় টা বিভিন্ন ধরনের ভাজাপোড়া বিক্রি হয়ে থাকে। ইফতারের এই আইটেমগুলো খেতে সত্যি ভারি মজা। আইটেমগুলো আমাদের সাথে শেয়ার করে নিয়েছেন দেখে ভালো লাগলো আপু।