||কয়েকটি ফুলের ফটোগ্রাফি||

in hive-129948 •  23 hours ago 
❤️আসসালামুআলাইকুম/আদাব❤️

আমি@arpita007 বাংলাদেশ থেকে।কেমন আছেন আমার বাংলা ব্লগের সকল ইন্ডিয়ান এবং বাংলাদেশী বন্ধুরা?আশা করছি সবাই অনেক ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়।বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও ফিরে এসেছি আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে।

❤️ ফুল ❤️

আমি আজকে আপনাদের মাঝে কয়েকটি ফুলের ফটোগ্রাফি ব্লগ নিয়ে হাজির হয়েছি বন্ধুরা। ফটোগ্রাফি গুলো আমি জোহান ড্রীম ভ্যালী পার্ক থেকে করেছিলাম।যেকোনো ফুল দেখলেই এখন ফটোগ্রাফি করে নিই আপনাদের সাথে শেয়ার করার জন্য।প্রতিনিয়ত এক ধরনের ব্লগ লিখলে কেমন একঘেয়েমি চলে আসে।তাই আপনাদের মাঝে আজ ফটোগ্রাফি পোস্ট শেয়ার করছি।আমাদের সবারই পছন্দের তালিকায় প্রথমের দিকে রয়েছে এই ফুল।ফুল আমাদের মন পরিবর্তনেও অনেকটা সাহায্য করে।

1000023634.jpg


Divice: Oppo A57
Location


1000023635.jpg


Divice: Oppo A57
Location


প্রথম দুইটি ফটোগ্রাফি ডায়ান্থাস ফুলের।এই ফুল দুইটি আমার বেশ ভালো লেগেছিল।বিশেষ করে ফুলের কালার টা দারুন ছিল।প্রথম ফুলগুলোর কালার অনেকটা মেরুন রঙের হওয়ায় দেখতে বেশি সুন্দর লাগছিল। দ্বিতীয় ফুলগুলো ও গোলাপী রঙের ছিল এজন্য আকর্ষণীয় লাগছিল।আমি পার্ক থেকে তুলেছিলাম ফটোগ্রাফি দুইটি।

1000023638.jpg


Divice: Oppo A57
Location


এই ফুলটির নাম জিনিয়া ফুল। ফুলগুলো বেশ কিউট লাগছিল তাই ফটোগ্রাফি করেছিলাম।

1000023641.jpg


Divice: Oppo A57
Location


ফুলটির নাম হলো পাত্র গাঁদা ফুল। হলুদ ও কমলা রঙের ফুলগুলো দেখতে বেশ অনেক সুন্দর লাগছিলো।

1000023650.jpg


Divice: Oppo A57
Location


ফুলটির নাম হলো সালভিয়া স্প্লেন্ডেন্স। ফুলটির নাম গুগল লেন্স থেকে পেয়েছি। ফুলটির বাংলা নাম বন্ধুরা আপনারা কেউ জানলে কমেন্ট এ জানাবেন। লাল রঙের ফুলগুলো দেখতে বেশ অনেক সুন্দর লাগছিলো।।

1000023663.jpg


Divice: Oppo A57
Location


ফুলটির নাম হলো স্ন্যাপড্রাগন ফুল। লাল,গোলাপি,হলুদ ও সাদা রঙের ফুলগুলো দেখতে বেশ অনেক সুন্দর লাগছিলো।

1000023619.jpg


Divice: Oppo A57
Location


সর্বশেষ ফুলটি সার্ফিনিয়া পেটুনিয়া।এই ফুলগুলোর ফটোগ্রাফি পার্কের বাগান থেকে নিয়েছিলাম।বেশিরভাগ লাল,গোলাপি ও বেগুনি রঙের ফুল যেটা দেখতে খুবই সুন্দর লাগছিল।আমার অনেক ভালো লেগেছিল ফুলগুলো তাই ফটোগ্রাফিগুলো করেছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য।

ধন্যবাদ সবাইকে আমার ব্লগটি পড়ার জন্য।আমার আজকের ফটোগ্রাফি ব্লগটি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানতে ভুলবেন না কিন্তু বন্ধুরা । আবার নতুন কোনো ব্লগ নিয়ে খুব শীঘ্রই আপনাদের মাঝে উপস্থিত হবো।


ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ডিভাইসঅপো এ ফাইভ সেভেন
ফটোগ্রাফার@arpita007

❤️আমার সংক্ষিপ্ত পরিচিতি❤️
আমি অর্পিতা নওশিন তিশা।আমার জাতীয়তা বাংলাদেশী।আমি বর্তমান অনার্স প্রথম বর্ষে পড়াশুনা করছি।আমার বাংলা ব্লগ কমিউনিটির সাথে কয়েক মাস পূর্বে যুক্ত হয়েছি।বাংলা ভাষায় লিখতে, পড়তে এবং নতুন নতুন বিষয়ে জ্ঞান অর্জন করতে আমার ভালো লাগে।এছাড়াও ফটোগ্রাফি এবং আর্ট করতে অনেক ভালো লাগে।অবসর সময়ে গান শুনতে এবং বাংলা নাটক দেখতে পছন্দ করি। এছাড়াও হিন্দি ডাবিং করা নাটক দেখতে ও পছন্দ করি।

Post by-@arpita007
Date-26th January,2025


Amar_Bangla_Blog_logo.jpg

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

VOTE @bangla.witness as witness


witness_vote.png

Posted using SteemPro Mobile

❤️আল্লাহ হাফেজ❤️

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

দারুন সব ফুলের ফটোগ্রাফি শেয়ার করলেন আপনি। ভীষণ ভালো লেগেছে এই ধরনের ফটোগ্রাফি গুলো দেখে। আপনাদের সুন্দর ফটোগ্রাফি করতে পারেন। বিশেষ করে আপনার ফটোগ্রাফি করার দক্ষতা খুব সুন্দর। অনেক ধন্যবাদ সুন্দর ফটোগ্রাফি গুলো দেখার সুযোগ করে দেওয়ার জন্য।

সুন্দর মন্তব্যে করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

1000023723.jpg

1000023722.jpg

1000023721.jpg

1000023720.jpg

আজ আপনি এত সুন্দর এবং মনোমুগ্ধকর দেখতে ফুলের ফটোগ্রাফি করেছেন দেখে তো এক নজরে তাকিয়ে ছিলাম। ধৈর্য ধরে এরকম ভাবে ফুলের ফটোগ্রাফি করা হলে বেশি সুন্দর হয়। আর অনেক সুন্দর ভাবেই ফুটে ওঠে। আপনি অনেক সুন্দর করেই ফটোগ্রাফি করতে পারেন। এভাবে চেষ্টা করলে আরো সুন্দর সুন্দর ফটোগ্রাফি করতে পারবেন পরবর্তীতে।

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

আপনি আপনার সবগুলো ফটোগ্রাফি অনেক বেশি সুন্দর ভাবে করেছেন। আমি তো প্রতিটা ফটোগ্রাফি দেখে অনেক মুগ্ধ হলাম। ফুলের ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লাগে। আপনার সবগুলো ফুলের সৌন্দর্য সত্যি অনেক দারুন ছিল। আমার কাছে আপনার তোলা ডায়ান্থাস ফুলের ফটোগ্রাফি বেশি ভালো লেগেছে দেখতে।

আপনার কাছে আমার তোলা ফটোগ্রাফিগুলো ভালো লেগেছে জেনে অনেক বেশি খুশি হলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

আপনার প্রতিটি ফটোগ্ৰাফি দেখে আপনার ফটোগ্ৰাফির প্রেমে পড়ে গেলাম আপু। আপনি অনেক সুন্দর সুন্দর কয়েকটি ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। আজকে আপনার মাধ্যমে নতুন সালভিয়া স্প্লেন্ডেন্স ফুলের সাথে পরিচিত হতে পারলাম। আপনি আপনার ফটোগ্রাফির পাশাপাশি দারুন বর্ণনাও দিয়েছেন দেখছি সব মিলিয়ে দারুন হয়েছে আপু।

ধন্যবাদ ভাইয়া।

সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি ধারণ করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। শীতকালীন ফুলগুলো দেখলেই যেন মনটা ভরে যায়। বিশেষ করে জিনিয়া ফুলের ফটোগ্রাফি এবং পিটুনিয়া ফুলের ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লেগেছে।

আপনার কাছে আমার তোলা ফুলের ফটোগ্রাফিগুলো ভালো লেগেছে জেনে অনেক বেশি ভালো লাগলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

আজকে আপনি আমাদের মাঝে অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি নিয়ে উপস্থিত হয়েছেন দেখে বেশ ভালো লেগেছে। চমৎকার ছিল আপনার এই ফুলের ফটোগ্রাফি গুলো। ফুলগুলো দেখে আমি মুগ্ধ।

সুন্দর মন্তব্যে করার পাশাপাশি আমাকে আরো বেশি কাজে উৎসাহিত করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া ‌

জোহান ড্রিম ভ্যালি পার্ক থেকে আপনি দারুণ কিছু ফুলের ফটোগ্রাফি ক্যাপচার করেছিলেন সেগুলো আমাদের সাথে শেয়ার করে নিয়েছেন দেখে ভালো লাগলো। এই পার্কের এক অংশ জুড়ে অনেক ধরনের ফুলের গাছ রয়েছে যেগুলো সেখানকার দর্শনার্থীদের মুগ্ধ করে। আমি এই পার্কে আগের বছর গিয়েছিলাম। আপনার ফটোগ্রাফি গুলো চমৎকার হয়েছে আপু। বিস্তারিত বর্ণনা সহকারে ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ।

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।

আপনি অনেক সুন্দর সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার এই ফুলের ফটোগ্রাফি গুলো অনেক চমৎকার ছিল। সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি আমাদের দেখানোর জন্য ধন্যবাদ।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

খুবই সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি করেছেন। এই ফটোগ্রাফি গুলো দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। আসলে ফটোগ্রাফির সাথে বর্ণনা দিয়েছেন অসাধারণ।

ধন্যবাদ ভাইয়া।

আপু আপনি জোহান ড্রীম ভ্যালী পার্ক থেকে বেশ চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। ঠিক বলেছেন আপু সবসময় এক ধরনের পোস্ট করতে একঘেয়েমি লাগে। সেজন্য আমিও সবসময় পোস্টের ভিন্নতা আনার জন্য। যাই হোক আপনার আজকের ফটোগ্রাফি গুলো খুব সুন্দর হয়েছে। পার্কের ভিতরে বিভিন্ন ধরনের ফুল দিয়ে সাজানো থাকলে পার্কের সৌন্দর্য বৃদ্ধি পায়। ধন্যবাদ আপু এত সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

সুন্দর মন্তব্যে করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

অনেক সুন্দর সুন্দর রঙ্গিন ফুলের চমৎকার ফটোগ্রাফি করে অনেক সুন্দর একটি ফটোগ্রাফির পোস্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার ফটোগ্রাফির পোস্টটি পড়ে সত্যি আমি মুগ্ধ হয়ে গেছি। একই সাথে ডায়ান্থাস ফুলের ফটোগ্রাফিটি দেখতে চোখ ধাঁধানো খুব সুন্দর লাগছে।

আপনার কাছে আমার তোলা ফুলের ফটোগ্রাফিগুলো ভালো লেগেছে জেনে অনেক বেশি খুশি হলাম। সুন্দর মন্তব্যে করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

আপু আপনি ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন দেখতে খুবই ভালো লাগছে। ফুলের ফটোগ্রাফি সব সময় আমি অনেক বেশি পছন্দ করি। পিটুনিয়া ফুল ভীষণ ভালো লাগে আমার কাছে। প্রতিটি ফটোগ্রাফি আমাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য আপনাকে ধন্যবাদ।