আসসালামুয়ালাইকুম কেমন আছেন সবাই ? আশাকরি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। বাংলা ভাষা প্রকাশ করার জন্য আমরা বাংলা ব্লগ কমিউনিটি একটি অন্যতম প্লাটফর্ম। সুন্দর একটা কমিউনিটি আমাদের উপহার দেওয়ার জন্য কমিউনিটির ফাউন্ডার, অন্যান্য এডমিন এবং মডারেটরদেরকে অনেক অনেক ধন্যবাদ। তাছাড়া কমিউনিটির এডমিন এবং মডারেটর অনেক হেল্পফুল।
লেভেলে ওয়ান থেকে আমার অর্জন :-
লেভেলে ওয়ান থেকে আমি যেসব বিষয় সম্পর্কে ধারণা পাই।
আমার বাংলা ব্লগ কমিউনিটিতে পোস্ট করার সময় অবশ্যই টাইটেল লিখতে হবে যা ২৫৫ ক্যারেক্টার এর বেশি হওয়া যাবে না। বডিতে ৬৫৫৩৬ ক্যারেক্টার লেখা যাবে। আনুমানিক ৬৫ কিলোবাইট সাইজের টেক্সট নির্ধিদায় লেখা যাবে।ছবি আপলোড করার সময় খেয়াল রাখতে হবে যেন ছবির সাইজ ১০ মেগাবাইট থেকে বড় না হয়।২৫০ শব্দের একটি লেখায় ৫টি বানান ভুল টলারেট করা হবে।
লেভেলে ওয়ানের লিখিত পরীক্ষার প্রশ্ন ও উত্তর নিম্নে দেওয়া হলো:-
১. কোন ধরনের এক্টিভিটিতে স্প্যামিং বলে গণ্য হবে?
উত্তর: স্প্যাম বলতে অপ্রাসঙ্গিক ও অবাঞ্চিত বিষয়কে বোঝায়। অপ্রাসঙ্গিক ও অবাঞ্চিত বিষয় যদি বারবার করা হয়ে থাকে তাহলে তাকে স্প্যামিং বলে। স্প্যানিং বিভিন্ন ধরনের হতে পারে । একটি পোস্ট বারবার ঘুরিয়ে পেঁচিয়ে করা এটি এক ধরনের স্প্যামিং। নিজের পোস্টে বিরক্তিকর কোন নির্দিষ্ট কিছু ব্যক্তিকে বারবার মেনশন দেওয়া এটি হচ্ছে স্প্যামিংয়ের সবচেয়ে খারাপ দিক। কমেন্টের মাধ্যমেও স্প্যামিং হতে পারে। যেমন: অন্য কারোর পোস্টে কমেন্ট করতে গিয়ে নিজের পোষ্টের লিংক দেওয়া এবং ভোট চাওয়া। অপ্রাসঙ্গিক ট্যাগ বারবার ব্যবহার করাও স্প্যামিং এর আওতায় পড়ে। যেমন: পোস্টের সাথে মিল রেখে কোন ট্যাগ ব্যবহার না করা।
২. ফটো কপিরাইট সম্পর্কে আপনি কি ধারনা অর্জন করেছেন?
উত্তর:যখন মানুষ তার নিজের মেধা দিয়ে কিছু তৈরি করে এবং যদি অন্য কেউ তার অনুমতি ছাড়া তা ব্যবহার করে তাহলে তা কপিরাইট এর আওতায় পড়ে। পোস্ট করার সময় বিভিন্ন ছবি ব্যবহার করতে হয় যদি ছবিগুলো ফটোকপিরাইট ফ্রি না হয় তাহলে তা ব্যবহার করা যাবে না।
৩. তিনটি ওয়েবসাইটের নাম বলুন যেখান থেকে কপিরাইট ফ্রি ফটো সংগ্রহ করা যায়?
উত্তর:তিনটি ওয়েবসাইটের নাম নিচে দেওয়া হলো:
১.https://pixabay.com
২.https://www.pexels.com
৩.https://www.freeimages.com
৪. পোস্ট করার সময় ট্যাগ কেন ব্যবহার করা হয় এবং কিসের ভিত্তিতে ট্যাগ নির্বাচন করতে হয়?
উত্তর: ট্যাগ হচ্ছে একটি কিওয়ার্ড। ট্যাগ ব্যবহার করার মাধ্যমে আমরা খুব সহজে কোন কনটেন্ট খুঁজে বের করতে পারি। পোষ্টের ভিত্তিতে ট্যাগ ব্যবহার করতে হয় অর্থাৎ যে বিষয় সম্পর্কে লিখবো সেই বিষয় সম্পর্কে ট্যাগ ব্যবহার করতে হবে। ট্যাগ ব্যবহারের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে বড় হাতের অক্ষর এবং নিউমেরিক্যাল সংখ্যা ব্যবহার করা যাবে না।
৫. আমার বাংলা ব্লক কমিউনিটিতে কি কি বিষয়ের উপর পোস্ট লেখা নিষিদ্ধ?
উত্তর: আমার বাংলা ব্লক কমিউনিটিতে বিভিন্ন ধরনের পোস্ট লেখা যাবে না ।যেমন-নারী বিদ্বেষ মূলক ও নারীদের সম্মানক্ষুন্ন এবং নারী নির্যাতনমূলক যেকোন পোস্ট, সামাজিক বৈষম্য সমর্থনমূলক পোস্ট, পশু -পাখি নির্যাতনমূলক পোস্ট, শিশু শ্রম সমর্থন পোস্ট, NSFW ট্যাগ ছাড়া অশ্লীল ভিডিও , শিশু পর্নোগ্রাফি ইত্যাদি।
৬. প্লাগারিজম সম্পর্কে আপনি কি জানেন?
উত্তর: প্লাগারিজম লেখার ক্ষেত্রে প্রযোজ্য। অন্যের কোন লেখাকে একেবারে নিজের বলে চালিয়ে দেয়া অথবা কিছুটা পরিবর্তন করে নিজের লেখা বলে চালিয়ে দেওয়াই হচ্ছে প্লাগারিজম। অন্যের লেখা থেকে উদ্বুদ্ধ হয়ে যদি নিজের ভাষায় লিখতে চাই তাহলে ৭০ শতাংশের বেশি লেখা নিজের হতে হবে এবং ৩০% লেখা অন্যের থেকে নিতে পারব তবে কিছু নিয়মনীতি অনুসরণ করে।
৭.re-write আর্টিকেল কাকে বলে?
উওর: বিভিন্ন জায়গা থেকে তথ্য কালেক্ট করে নিজের মতো করে গুছিয়ে লেখাকে re-write আর্টিকেল বলে।
৮.ব্লগ লেখার সময় re-write আর্টিকেলে কি কি উল্লেখ করতে হবে?
উত্তর: re-write এর ক্ষেত্রে ৭৫ শতাংশ নিজের লেখা হতে হবে এবং বাকিটুকু যে ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে তার উপযুক্ত সোর্স উল্লেখ করতে হবে। যেসব তথ্য কালেক্ট করেছি তা ইনভার্টেড কমার মধ্যে লিখতে হবে। কালেক্টর ফ্রি কপিরাইট ইমেজগুলোর সোর্স অবশ্যই উল্লেখ করতে হবে।
৯. একটি পোস্ট কখন ম্যাক্রো পোস্ট হিসেবে গণ্য করা হবে?
উওর:একটি ছবি এবং ১০০ ওয়ার্ডের কম যেকোনো ধরনের পোস্টকে ম্যাক্রো পোস্ট হিসেবে গণ্য করা হবে।
১০.প্রতি ২৪ ঘন্টায় একজন ব্লগার সবোর্চ্চ কতটি পোস্ট করতে পারবে ?[আমার বাংলা ব্লগ কমিউনিটিতে]
উত্তর: প্রতি ২৪ ঘন্টায় একজন ব্লগার সবোর্চ্চ তিনটি ব্লগ পোস্ট করতে পারবে[আমার বাংলা ব্লগ কমিউনিটিতে]।
@tipu curate
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Upvoted 👌 (Mana: 1/7) Get profit votes with @tipU :)
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক ভালো লাগলো ছোট বোন তোমার পরীক্ষার পোস্ট দেখে। বেশ ভালোভাবে লেভেল ওয়ান এর প্রশ্নগুলোর answer করতে পেরেছ। আশা করব এভাবেই প্রত্যেকটা লেভেল ভালোভাবে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হবে এবং ভেরিফাইড মেম্বার হয়ে আমাদের সাথে কাজ করবে। আজকে প্রথম দেখলাম পরিচিত মুলক পোস্ট আর রেফারার। পরিচয় জেনে বেশি ভালো লাগলো। বড় ভাই হিসেবে অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল।😍😍
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার পরীক্ষামূলক পোস্টটা দেখে ভালো লাগলো। আজকে আপনি আমাদের মাঝে লেভেল ওয়ান এর প্রশ্নপত্রের সুন্দর এনসার করেছেন। আপনার অ্যানসার দেখে বুঝলাম ভালোভাবেই আপনি অনেক কিছু শেখার চেষ্টা করেছেন। আপনি এই লেভেলের গুরুত্বপূর্ণ প্রশ্নের আনসার গুলো মাথায় রাখবেন যেন একবারে ভেরিফাইড হতে পারেন আমাদের মত করে। আপনার জন্য শুভকামনা রইল
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি দেখছি আজকে লেভেল ওয়ানের লিখিত পরীক্ষা দিয়েছেন। আপনি প্রতিটি প্রশ্নের উত্তর খুবই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লেখার চেষ্টা করেছেন।আর আপনার লিখিত পরীক্ষা দেখে মনে হচ্ছে আপনি লেভেল ওয়ানের বিষয় গুলো ভালো ভাবে বুঝতে পেরেছেন। আসলে লেভেল ওয়ান একজন ব্লগারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনার জন্য শুভকামনা রইল আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু আপনি আজকে আমাদের মাঝে খুবই সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন। লেভেল ওয়ান থেকে আপনি যা যা অর্জন করেছেন সে বিষয়ে খুবই সুন্দর পোস্ট লিখেছেন। আপনার জন্য শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit