প্রকৃতি , প্রকৃতি কি ? প্রকৃতি একটি আপেক্ষিক বিষয় । যে যেভাবে ভাবে প্রকৃতি তার কাছে ঠিক সেভাবেই প্রতিপলিত হয় । তো চলুন জেনে নিই প্রকৃতি মূলত বিষয় টা কিসের উপর নির্ভর করে । প্রকৃতি বলতে মানব সৃষ্ট নয় এমন দৃশ্য এবং অদৃশ্য বিষয় কে নির্দেশ করে । সমগ্র সৃষ্টি কে মূলত প্রকৃতি বলা যেতে পারে । তো কেন আমরা আজ প্রকৃতি নিয়ে আলোচনা করছি ? এটার কারণ হলো প্রকৃতির আপেক্ষিকতা । সাধারণত আমার প্রকৃতি বলতে বুজি আমাদের চারপাশে যা কিছু আছে । আবার প্রকৃতি বলতে আমরা কোনো কিছুর তুলনা করা বা কোনো কিছুর বৈশিষ্ট কেও বুজিয়ে থাকি । যেমন : মানব প্রকৃতি । এখানে ব্যাক্তি কুলের যাবতীয় তত্ত্বের সন্ধান করা হয় । মূলত এখানে কিন্তু মানব কুল প্রকৃতিরই অন্তর্ভুক্ত । কিন্তু আমরা তাদের বৈশিষ্ট্য খুঁজতে তার সাথে প্রকৃতি শব্দ টি যুক্ত করি । প্রকৃতির আবার তিনটি দিক রয়েছে । প্রথমটি হলো ইতিবাচক দিক আর দ্বিতীয়টি হলো নেতিবাচক দিক আর তৃতীয় হলো নিরপেক্ষ । আমরা এতটুকু অন্তত জানি যে, প্রকৃতির সাথে ঠিক যেমন ব্যাবহার করা হয় প্রকৃতিও ঠিক আমাদের তার যথার্থ ব্যবহার ফিরিয়ে দেয় । অর্থাৎ প্রকৃতির সাথে আমরা ভালো কিছু করলে , তার ভালো প্রতিদান অবশ্যই প্রকৃতি আমাদের ফিরিয়ে দেবে। আর নেতিবাচক কিছু করলে ঠিক নেতিবাচক কিছুই আমদের দিবে । আর এটাও সত্য যে প্রকৃতি আমাদের কর্মের কারণে কখনো নিরপেক্ষ হয়ে থাকতে পারে না । প্রকৃতিকে আমরা যতটুকু না চিনতে পারি, ঠিক তার শত গুন প্রভাব বিস্তার করে প্রকৃতি আমাদের উপর । প্রকৃতি কে জানা বড়ই কঠিন কিন্তু অসম্ভব নয় ।
আমরা ইতিবাচক হলে প্রকৃতিও ইতিবাচক থাকবে , আর যদি তাও আমরা করতে না পারি অন্তত নিরপেক্ষ থাকার চেষ্টা করবো , কারণ প্রকৃতির নেতিবাচকতা খুবই বিধ্বংসী ।
Utsha Paul..
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!