প্রকৃতি কি ?

in hive-129948 •  2 years ago  (edited)

প্রকৃতি , প্রকৃতি কি ? প্রকৃতি একটি আপেক্ষিক বিষয় । যে যেভাবে ভাবে প্রকৃতি তার কাছে ঠিক সেভাবেই প্রতিপলিত হয় । তো চলুন জেনে নিই প্রকৃতি মূলত বিষয় টা কিসের উপর নির্ভর করে । প্রকৃতি বলতে মানব সৃষ্ট নয় এমন দৃশ্য এবং অদৃশ্য বিষয় কে নির্দেশ করে । সমগ্র সৃষ্টি কে মূলত প্রকৃতি বলা যেতে পারে । তো কেন আমরা আজ প্রকৃতি নিয়ে আলোচনা করছি ? এটার কারণ হলো প্রকৃতির আপেক্ষিকতা । সাধারণত আমার প্রকৃতি বলতে বুজি আমাদের চারপাশে যা কিছু আছে । আবার প্রকৃতি বলতে আমরা কোনো কিছুর তুলনা করা বা কোনো কিছুর বৈশিষ্ট কেও বুজিয়ে থাকি । যেমন : মানব প্রকৃতি । এখানে ব্যাক্তি কুলের যাবতীয় তত্ত্বের সন্ধান করা হয় । মূলত এখানে কিন্তু মানব কুল প্রকৃতিরই অন্তর্ভুক্ত । কিন্তু আমরা তাদের বৈশিষ্ট্য খুঁজতে তার সাথে প্রকৃতি শব্দ টি যুক্ত করি । প্রকৃতির আবার তিনটি দিক রয়েছে । প্রথমটি হলো ইতিবাচক দিক আর দ্বিতীয়টি হলো নেতিবাচক দিক আর তৃতীয় হলো নিরপেক্ষ । আমরা এতটুকু অন্তত জানি যে, প্রকৃতির সাথে ঠিক যেমন ব্যাবহার করা হয় প্রকৃতিও ঠিক আমাদের তার যথার্থ ব্যবহার ফিরিয়ে দেয় । অর্থাৎ প্রকৃতির সাথে আমরা ভালো কিছু করলে , তার ভালো প্রতিদান অবশ্যই প্রকৃতি আমাদের ফিরিয়ে দেবে। আর নেতিবাচক কিছু করলে ঠিক নেতিবাচক কিছুই আমদের দিবে । আর এটাও সত্য যে প্রকৃতি আমাদের কর্মের কারণে কখনো নিরপেক্ষ হয়ে থাকতে পারে না । প্রকৃতিকে আমরা যতটুকু না চিনতে পারি, ঠিক তার শত গুন প্রভাব বিস্তার করে প্রকৃতি আমাদের উপর । প্রকৃতি কে জানা বড়ই কঠিন কিন্তু অসম্ভব নয় ।
আমরা ইতিবাচক হলে প্রকৃতিও ইতিবাচক থাকবে , আর যদি তাও আমরা করতে না পারি অন্তত নিরপেক্ষ থাকার চেষ্টা করবো , কারণ প্রকৃতির নেতিবাচকতা খুবই বিধ্বংসী ।
Utsha Paul..

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!