''মা'' হ্যাঁ এই শব্দটাই আমরা সবার আগে বলতে শিখি, মা এই শব্দটার মধ্যে একটা অমৃতো আছে যে অমৃত মধুর থেকেও মিষ্টি।
আমরা বিদ্যালয় থেকে এসেই জেক সবার আগে খোঁজ করি তিনিই মা। মা হলো আমাদের প্রথম শব্দ, প্রথম ভালোবাসা।
আমাদের বাঁধা বিপত্তিতে সবার আগে যে এসে দাঁড়ায় সেই হলো মা।
মা আমাকে নিয়ে এসেছে এই জগতে
মা মানে সবকিছুর আবদার
মা মানে পড়তে না বসলে বোকুনি
মা মানে গভীর রাতে ভয় খেয়ে মা কে খোঁজা
মা মানেই খাবার নিয়ে আমাদের পিছনে ছুটে বেড়ানো
মা মানে প্রচন্ড রোদে দাঁড়িয়ে থেকে আমাদের ছায়া দেওয়া
মা মানেই এক অমূল্য সম্পত্তি যার কোনো ভাগ হয়না
আমি এটা বলেই শেষ করবো মা যার আছে তার কোনো কিছুর দরকার পরে না