গান কভার):- ওরে নীল দরিয়া। cover by-@asadul-islam

in hive-129948 •  8 months ago 
💞 আসসালামু-আলাইকুম 💞
"সবাইকে নতুন ব্লগে স্বাগতম"

Purple Minimalist Modern Music Instagram Post_20240422_090327_0000.png

"ছবিটি কেনভা এপস দিয়ে তৈরি"

শুভ সকাল

আমার বাংলা ব্লগ পরিবার। আপনারা সবাই কেমন আছেন? আশাকরি সবাই আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো ও সুস্থ আছি। প্রতিদিনের মতো আজকেও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের সাথে আবারও একটি গান কভার শেয়ার করবো):-ওরে নীল দরিয়া। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।

আসলে বন্ধুরা অনেক দিন পর আজকে আবারও আপনাদের মাঝে একটি গানের কভার নিয়ে চলে আসলাম। আসলে গান গাইতে আমার সবসময় অনেক বেশি ভালো লাগে। তাই চেষ্টা করি নিজের পছন্দের সুন্দর গান গুলো কভার করে আপনাদের মাঝে ভাগাভাগি করে নিতে। আজকের গানটি আমার অনেক পছন্দের একটি গান। আসলে গান হচ্ছে মনের খোরাক অনেক সময় মন খারাপ থাকলে একা একা আন মনেও গুন গুন করে গান গেয়ে থাকি।

তবে একটা মজার বিষয় হচ্ছে গান গাওয়ার সময় গানের লাইন গুলো অনেক সময় আগে পরে হয়ে যায়। বুঝতেই পারছেন প্রোফেশনাল গায়ক নয়। যাই হোক তারপর ও চেষ্টা করি নিজের সর্বোচ্চ দিয়ে গানটি কভার করার জন্য। যাই হোক আর কথা না বাড়িয়ে চলুন গান কভারটি শুনে আশা যাক। নিচে গানের ভিডিও লিংক শেয়ার করলাম।

গানটির কিছু তথ্য

  • গান :- ওরে নীল দরিয়া।
  • শিল্পী:- আব্দুল জব্বার।
  • গীতিকার:- মুকুল চৌধুরী।
  • সুরকার:- আলম খান।
  • কভার:- @asadul-islam
  • ভাষা:- বাংলা।
  • দেশ:- বাংলাদেশ।

ভিডিও

"ভিডিও লিংক ইউটিউব"

গানের লিরিক্স:-

ওরে নীল দরিয়া
আমায় দেরে দে ছাড়িয়া
বন্দী হইয়া মনোয়া পাখি, হায়রে
কান্দে রইয়া রইয়া।

কাছের মানুষ দুরে থুইয়া,
মরি আমি ধড়-ফড়াইয়া,রে
দারুণ জ্বালা দিবানিশি
অন্তরে অন্তরে
আমার এত সাধের মন বধূয়া
হায়রে কি জানি কি করে

ওরে সাম্পানের নাইয়া,
আমায় দেরে দে ভিড়াইয়া
বন্দী হইয়া মনোয়া পাখি, হায়রে
কান্দে রইয়া রইয়া
ওরে সাম্পানের নাইয়া

হইয়া আমি দেশান্তরী
দেশ-বিদেশে ভিড়াই তরী,রে
নোঙর ফেলি ঘাঁটে ঘাঁটে
বন্দরে বন্দরে
আমার মনের নোঙর পইড়া রইছে হায়রে
সারেঙ বাড়ির ঘরে

এই না পথ ধইরা
আমি কত যে গেছি চইলা
একলা ঘরে মন বধূয়া আমার
আমার রইছে পন্থ চাইয়া

"গানের লিরিক্স লিংক"

এই ছিলো আমার আজকের আয়োজন। আশাকরি আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিলাম। আবারও খুব শীঘ্রই নতুন কোনো পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হবো। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সবসময় এই কামনাই করি।

পোস্টের-বিবরণ

বিভাগ:-মিউজিক।
ডিভাইজ:-one plus 6t
বিষয়:-ওরে নীল দরিয়া।
লোকেশন:-ঢাকা বাংলাদেশ।
কভার:-@asadul-islam
❤️আমার পরিচয়❤️

1700215247961.jpg

আমি আসাদুল ইসলাম। আমার স্টিমিট একাউন্ট হচ্ছে @asadul-islam. আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি বর্তমান চাকরির পাশাপাশি স্টিমিট প্লাটফর্মে কাজ করছি। নিজের সৃজনশীলতাকে তুলে ধরার জন্য। আমি বর্তমান ঢাকা উত্তরাতে পরিবার নিয়ে বসবাস করছি। আমি বিবাহিত আমার দু'টো ছোট ছোট মেয়ে আছে। নিজের সাধ্যমত কাজ করার চেষ্টা করছি। আশাকরি এভাবেই আমার বাংলা ব্লগ পরিবারের সাথে কাজ করে যাবো ইনশাআল্লাহ। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আল্লাহ হাফেজ ❣️

standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

banner-abbVD.png


আমাদের উইটনেসকে সাপোর্ট করুন

"Please support Bangla Witness"

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png

https://steemitwallet.com/~witnesses



VOTE @bangla.witness as witness

Amar_Bangla_Blog_logo.jpg

💞"আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ"💞
q

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ভাই আপনি আজকে আমাদের মাঝে বেশ দারুন একটি গান কভার শেয়ার করেছেন। আপনার মিষ্টি কন্ঠে গানটি শুনতে পেয়ে সত্যি আমার কাছে বেশ ভালো লেগেছে। প্রতিটি লাইনের রিলিক্স আপনি বেশ দারুণভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ ভাই এত সুন্দর একটি গান কভার করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

image.png

ওরে নীল দরিয়া গানটি খুবই জনপ্রিয় গান। আর এই গানটি আমি অনেকবার শুনেছি আজকে আপনার কন্ঠে শুনতে পেয়ে খুবই ভালো লাগলো। সত্যিই আপনার কন্ঠে গানটি অসাধারণ লেগেছে।

ঠিক বলেছেন এই গানটি একসময় অনেক জনপ্রিয় ছিলো। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

ভাই অসাধারণ একটি গানের কভার করলেন। এই গানটি সেই ছোটবেলা থেকে আমার ভীষণ পছন্দেৱ একটি গান। গানটি আপনার মধুর কন্ঠে খুবই সুন্দর করে তুলে গেয়েছেন। যা শুনে আমি মুগ্ধ হয়ে গেছি। আপনার গান কভারটি শুনে মনে হচ্ছে আপনার অনেক আগের থেকে গান করাৱ চর্চা আছে। আশা করি এই চর্চাটি ধরে রাখার চেষ্টা করবেন। ধন্যবাদ ভাই আপনাকে অনেক। এত সুন্দর একটি গান মধুর কন্ঠে আমাদের সাথে শেয়ার করার জন্য।

আমার কন্ঠে গান শুনে আপনি মুগ্ধ হয়ে গিয়েছেন জেনে খুশি হলাম। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

এত সুন্দর একটা গানের কভার করলেন দেখেই তো খুব ভালো লাগলো। গান দেখলেই শোনার জন্য চলে আসি। আপনারা এত সুন্দর গান কভার করেন যেগুলো না শুনে পারি না। খালি গলায় গাওয়া গানগুলো একটু বেশি সুন্দর হয়। আজ আপনি যে গানের কভার করেছেন এই গানটা আমি কয়েকবার শুনেছি। তবে আমার কাছে তো বেশি ভালো লেগেছে আপনার খালি গলায় পুরো গানটা শুনতে। গান শুনলে মনটা নিমিষেই ভালো হয়ে যায়। আপনার কন্ঠে গানটা শুনেও আমার কাছে তেমনি খুব ভালো লেগেছে।

জি আপু খালি গলায় গান শুনতে আমার কাছেও ভীষণ ভালো লাগে। ধন্যবাদ এতো সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য।

চমৎকার গান কভার করেছেন। আপনার গানটা শুনতে খুবই ভালো লাগলো আমার। মাঝে মাঝে গান পরিবেশন করলে মন ভালো থাকে। তাই আমিও গান কভার করার চেষ্টা করে থাকি। আশা করব এভাবে আপনি আমাদের মাঝে গান পরিবেশন করবেন।

চেষ্টা করি সুন্দর ভাবে গান কভার করার জন্য। ধন্যবাদ চমৎকার মন্তব্য করে উৎসাহিত করার জন্য।

ওরে নীল দরিয়া গানটি আমার খুবই প্রিয় । অনেকদিন পর আপনার কন্ঠে গান টা শুনতে পেলাম । আগের মত তেমন গান শোনা হয় না ভালো লাগলো ।আমাদের কমিউনিটিতে অনেকেই সুন্দর সুন্দর গান গেয়ে আমাদের মাঝে শেয়ার করে থাকে । আপনার কন্ঠে গানটি ভালই লেগেছে। আরো সুন্দর সুন্দর গান গেয়ে আমাদের সাথে শেয়ার করবেন সেটাই প্রত্যাশা করি ।

চেষ্টা করবো মাঝে মাঝে গান কভার শেয়ার করার জন্য।

আপনি অত্যন্ত সুন্দর একটা গান কভার করেছেন। শুনে আমার ভীষণ ভালো লাগলো। শুরু থেকে শেষ পর্যন্ত দারুন ভাবে আপনি পরিবেশনা করেছেন। আসলে আপনার এই পোস্ট গুলি আমার অনেক ভালো লাগে। শুভেচ্ছা রইল আপনার জন্য।

আপনার কন্ঠে এই গানের কভার শুনে মনটা ভরে গেছে, ওরে নীল দরিয়া আমার অনেক পছন্দের গান। আমি মাঝে মধ্যে এই গান শুনতাম। শিল্পী আব্দুল জব্বার এর গান গুলো খুবই চমৎকার লাগে আমার কাছে। আপনি খুব সুন্দর ভাবে গুছিয়ে কভার করেছেন। আপনার জন্য শুভকামনা রইল ভাই।

আসলে কিছু কিছু গান রয়েছে, যে গানের জনপ্রিয়তা সারা জীবনই থাকে। ওরে নীল দরিয়ায় এই গানটি আগের জনপ্রিয় ছিল এখন রয়েছে। এখনো শুনলে খুবই ভালো লাগে। আপনার কন্ঠ শুনে যেন অনেক ভালো লাগলো।

Upvoted! Thank you for supporting witness @jswit.

ওরে নীল দরিয়া আব্দুল জব্বারের গাওয়া এই গানটি আমার কাছে খুবই ভালো লাগে। আর তাই আমিও একদিন এই গানটি কভার করেছিলাম। অনেকদিন পর আপনার কন্ঠে গানটি শুনে ভীষণ ভালো লাগলো। খুব চমৎকারভাবে গানটি কভার করেছেন ভাই, এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।

আজ খুবই সুন্দর একটা গান শুনলাম তাও আবার আপনার খালি গলায়। সুন্দর কন্ঠে সুন্দর গানগুলো যতই শুনি ততই খুব ভালো লাগে। আমি গান শুনতে অনেক বেশি পছন্দ করি। আমি যখনই সময় পাই তখন এই গান শুনে থাকি। আবার কাজ করার পাশাপাশি ও গান শোনা হয় আমার অনেক বেশি। আপনি আজ যে গানটার কভার করেছেন, এটা তো বেশিরভাগ সময় শোনা হয়ে থাকে আমার। গানের সুরটা নিজের মতো করে দিয়েছেন। আর কভারটা অনেক সুন্দরভাবে করেছেন। সত্যি দারুণ ছিল পুরো গানের কভার।

আপনার গান কভার আগে ও শুনেছি। আপনি অনেক সুন্দর গান কভার করেন। আজ অনেক প্রিয় একটি গান কভার করে আমাদের মাঝে শেয়ার করেছেন। সত্যি অনেক দিন পরে শোনতে পেরে অনেক ভালো লাগলো।ধন্যবাদ আপনাকে।

আপনি আজকে খুবই চমৎকার একটি গান কভার করেছেন। এই গানটি আমার ভীষণ ভালো লাগে। আপনার কন্ঠে খুবই দারুণ লেগেছে আমার কাছে। গানটি প্রথম থেকে শেষ পর্যন্ত এত চমৎকারভাবে কভার করে আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

বাংলা ভাষার সেরা গানগুলোর যদি তালিকা করা হয় তাহলে এই গানটা উপরের দিকেই থাকবে। গানটা আমার অনেক পছন্দের। মাঝে মাঝে যখন খুব খারাপ লাগে তখন এই গানটা শুনি। গানটা দারুণ কভার করেছেন ভাই। আপনার কন্ঠেও যেন ছেড়ে দেওয়া শান্ত একটা ভাব ছিল যা চমৎকার। দারুণ কভার করেছেন ভাই। ধন্যবাদ আপনাকে।।

গানটা আগে পুরোটা শুনেছি ভাইয়া এরপর মন্তব্য করছি। কারণ আমার খুবই পছন্দের গান। খুব শোনা হয়।অনেক ভালো গেয়েছেন ভাইয়া। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর একটা গান কভার করে আমাদের সাথে শেয়ার করার জন্য।

ভাইয়া আপনার কন্ঠে গান শুনতে আমার কাছে অনেক ভালো লাগে। আপনি বেশ চমৎকার একটি গান কভার করেছেন। এই গানটি আমার কাছে সব সময় ভালো লাগে। এই গান যত শুনি ততই যেন আরো বেশি ভালো লাগে। ধন্যবাদ এত সুন্দর গান কভার করার জন্য।

ভাইয়া এই গানটি আমারও খুব পছন্দের। আজকে আপনি খুব সুন্দর একটি পুরনো গান আমাদের মাঝে কভার করেছেন। এই গানটি শুনতে আমার কাছে অনেক অনেক ভালো লাগে। তবে আপনি বেশ চমৎকার ভাবে গানটি গেয়েছেন। মন খারাপ থাকলে গান শুনলে মন ভালো হয়ে যায়।আব্দুল জব্বার সাহেবের গানটি গেয়ে আমাদের মাঝে কভার করার জন্য ধন্যবাদ আপনাকে।

আপনার কাছ থেকে এরকম সুন্দর একটি গানের কভার শুনতে পেরে খুব ভালো লাগলো। খুব সুন্দর ভাবে আপনি এই গানের কভার করেছেন৷ আপনার কন্ঠে এই গানটি শুনে খুবই খুশি হলাম৷ এই প্রথম আমি আপনার গান শুনেছি৷ আর কখনো আপনার কন্ঠে গান শুনিনি৷ আশা করি ভবিষ্যতে আরো অনেক সুন্দর সুন্দর গান শুনতে পাবো৷

অসাধারণ একটি গান শেয়ার করেছেন ভাই। সত্যি বলতে গান আমি নিজেও অনেক পছন্দ করি। আর এই গানটি আমার খুব প্রিয়। তবে আমার শখ রয়েছে এই গানটি কাভার করে আপনাদের মাঝে শেয়ার করার জন্য। যাইহোক বেশ ভালো ছিল ধন্যবাদ।