হেলো বন্ধুরা
সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আমি @ashik333 বাংলাদেশ থেকে বলছি চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে। আমার আজকের ব্লগে থাকছে একটি নাটক রিভিউ। আশা করি আপনাদের ভালো লাগবে।তাহলে চলুন শুরু করি আজকের ব্লগ।
★ গুরুত্বপূর্ণ তথ্য
নাটক | রিভিউ |
---|---|
নাম | চরন রেখা |
পরিচালক | হুমায়ুন আহমেদ |
লেখক | হুমায়ুন আহমেদ |
অভিনয়ে | রামেন্দু মজুমদার,শাওন,চেলেঞ্জার,এস আই টুটুল,ড এজাজুল ইসলাম,আরো অনেকে। |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
ডুরেশন | ২৭ মিনিট |
রিলিজ | সঠিক জানা নেই |
★ নাটক লিংক
★ কাহিনী সংক্ষেপ
নাটকের শুরুতে দেখা যায় পানি খাওয়া নিয়ে একটা প্রতিযোগিতা চলছে মজিদ নামের একটা ছেলে ৫০ গ্লাস পানি খাবে একজন বাজি ধরে ৫০০ টাকা ৪৮ গ্লাস খাওয়ার পরে তার অবস্থা খারাপ বাকি দুই গ্লাস খেতে পারছে না পেছন থেকে তার বাবা চলে আসেন এসে বলে মাত্র দুই গ্লাস আছে আর বিসমিল্লাহ বলে খেয়ে ফেল।এরপরে অনেক কষ্টে সে দুই গ্লাস খেয়ে ফেলে।
এর পরে সবাই বাদ্য-বাজনা বাজাতে বাজাতে স্লোগান দিতে দিতে বাসায় নিয়ে যায় মজিদ কে আর মজিদ এদিকে অতিরিক্ত পানি খাওয়ার ফলে বমি করছে।মজিদ এর বাবা পথে হাটতে হাটতে একজন আগন্তুক এর সাথে দেখা তিনি তেতুলিয়া থেকে রওনা হয়েছে দেশ ভ্রমনে পায়ে হেটে পুরো দেশ ঘুরে দেখবেন।
মজিদের বাবা লোকটাকে তার বাসায় নিয়ে যান বিভিন্ন পদের রান্না করতে বলেন তাকে। তার ছেলে মজিদের বউ রাগ করে বাসা থেকে বাবার বাসায় চলে গেছে মজিদের বাবা আদেশ দেন দ্রুত যায়ে বউমাকে আনতে লোকটাকে দেখাবে মজিদ তখনি চলে যায় রাতের মধ্যে বউমা চলে আসে এদিকে লোকটা ঘুমিয়ে যায়।
সকালে উঠে খাওয়া দাওয়া শেষ করে লোকটা চলে যাবে মজিদের বাবা লোকটাক বলেন আমিও যাব আপনার সাথে সবাই নিষেধ করেন কিন্তু কারো কথা শুনবে না সে।শেষ অবদি সবাই রাজি এমনকি বাড়ির সবাই মিলে দেশ ভ্রমনে বেড়িয়ে পরেন।
★ নিজের মতামত
এই নাটকে কিছু ক্লিপ রিদয় ছুয়ে গেছে একদা পথিক এক গরিব লোকের বাসায় খেতে বসেন সেখানে একটি মাত্র ডিম ছিল লোকটাকেই খেতে দেয় আর বাচ্চা গুলোকে বলে আমরা তো ডিম খেয়েছি গতকাল।আমার কাছে নাটক টা অনেক সুন্দর লেগেছে মানুষের সাংসারিক জীবনের বেড়াজালে পরে নিজের মানশিক শান্তি কোথায় পাওয়া যায় সেটাই আমরা অনুসন্ধান করতে ভুলে যায়।প্রকৃতির মাঝে মানষিক শান্তি রয়েছে।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আগের দিনের এই সমস্ত নাটকগুলো আমার কাছে খুব ভালো লাগে ভাইয়া। আমি তো প্রায় মাঝেমধ্যে চেষ্টা করি এই জাতীয় নাটকগুলো দেখতে এবং আনন্দ পেতে। ঠিক তেমনি সুন্দর একটি নাটক আমাদের মাঝে উপস্থাপন করেছেন রিভিউ করে। খুবই ভালো লাগলো নাটকটার কিছু অংশ দেখতে পেরে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার কাছের আগের দিনের নাটক গুলো অনেক বেশি ভালো লাগে।ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এ নাটকটা আমি কয়েকবার দেখেছি। পুরাতন এ নাটক গুলো সামাজিক হওয়াই বেশ ভালো লাগে। আর এদিকে হুমায়ূন আহমেদের নাটক বলে কথা। এই নাটকের অভিনয় গুলো খুবই আনন্দদায়ক। এত সুন্দর নাটক টা রিভিউ করার জন্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিক বলেছেন ভাই।পুরাতন নাটক গুলো অনেক সুন্দর ছিল।ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit