নাটক রিভিউ

in hive-129948 •  2 months ago 

হেলো বন্ধুরা


সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আমি @ashik333 বাংলাদেশ থেকে বলছি চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে। আমার আজকের ব্লগে থাকছে একটি নাটক রিভিউ। আশা করি আপনাদের ভালো লাগবে।তাহলে চলুন শুরু করি আজকের ব্লগ।


গুরুত্বপূর্ণ তথ্য

নাটকরিভিউ
নামচরন রেখা
পরিচালকহুমায়ুন আহমেদ
লেখকহুমায়ুন আহমেদ
অভিনয়েরামেন্দু মজুমদার,শাওন,চেলেঞ্জার,এস আই টুটুল,ড এজাজুল ইসলাম,আরো অনেকে।
দেশবাংলাদেশ
ভাষাবাংলা
ডুরেশন২৭ মিনিট
রিলিজসঠিক জানা নেই

নাটক লিংক


কাহিনী সংক্ষেপ

1000063009.jpg

1000063011.jpg

নাটকের শুরুতে দেখা যায় পানি খাওয়া নিয়ে একটা প্রতিযোগিতা চলছে মজিদ নামের একটা ছেলে ৫০ গ্লাস পানি খাবে একজন বাজি ধরে ৫০০ টাকা ৪৮ গ্লাস খাওয়ার পরে তার অবস্থা খারাপ বাকি দুই গ্লাস খেতে পারছে না পেছন থেকে তার বাবা চলে আসেন এসে বলে মাত্র দুই গ্লাস আছে আর বিসমিল্লাহ বলে খেয়ে ফেল।এরপরে অনেক কষ্টে সে দুই গ্লাস খেয়ে ফেলে।


1000063012.jpg

1000063013.jpg

এর পরে সবাই বাদ্য-বাজনা বাজাতে বাজাতে স্লোগান দিতে দিতে বাসায় নিয়ে যায় মজিদ কে আর মজিদ এদিকে অতিরিক্ত পানি খাওয়ার ফলে বমি করছে।মজিদ এর বাবা পথে হাটতে হাটতে একজন আগন্তুক এর সাথে দেখা তিনি তেতুলিয়া থেকে রওনা হয়েছে দেশ ভ্রমনে পায়ে হেটে পুরো দেশ ঘুরে দেখবেন।

1000063014.jpg

1000063015.jpg

1000063016.jpg


মজিদের বাবা লোকটাকে তার বাসায় নিয়ে যান বিভিন্ন পদের রান্না করতে বলেন তাকে। তার ছেলে মজিদের বউ রাগ করে বাসা থেকে বাবার বাসায় চলে গেছে মজিদের বাবা আদেশ দেন দ্রুত যায়ে বউমাকে আনতে লোকটাকে দেখাবে মজিদ তখনি চলে যায় রাতের মধ্যে বউমা চলে আসে এদিকে লোকটা ঘুমিয়ে যায়।


সকালে উঠে খাওয়া দাওয়া শেষ করে লোকটা চলে যাবে মজিদের বাবা লোকটাক বলেন আমিও যাব আপনার সাথে সবাই নিষেধ করেন কিন্তু কারো কথা শুনবে না সে।শেষ অবদি সবাই রাজি এমনকি বাড়ির সবাই মিলে দেশ ভ্রমনে বেড়িয়ে পরেন।


নিজের মতামত

এই নাটকে কিছু ক্লিপ রিদয় ছুয়ে গেছে একদা পথিক এক গরিব লোকের বাসায় খেতে বসেন সেখানে একটি মাত্র ডিম ছিল লোকটাকেই খেতে দেয় আর বাচ্চা গুলোকে বলে আমরা তো ডিম খেয়েছি গতকাল।আমার কাছে নাটক টা অনেক সুন্দর লেগেছে মানুষের সাংসারিক জীবনের বেড়াজালে পরে নিজের মানশিক শান্তি কোথায় পাওয়া যায় সেটাই আমরা অনুসন্ধান করতে ভুলে যায়।প্রকৃতির মাঝে মানষিক শান্তি রয়েছে।



আমার পরিচয়

1000043956.jpg

আমি রাসেল আহমেদ, পেশায় একজন ছাত্র।পড়াশোনার পাশাপাশি ব্লগিং কে নিজের শখ এবং পেশা দুটই করে নিয়েছি।২০২০ সালের ডিসেম্বর এ আমি স্টিমিটে প্রবেশ করি এবং আমার বাংলা ব্লগের সূচনা লগ্ন থেকেই এখানে কাজ করছি।তাই বলা যায় আমি শুরু থেকেই এখানে আছি।আমি এডভেঞ্চার করতে বেশি ভালোবাসি।বিভিন্ন জায়গায় এডভেঞ্চার আমাকে নতুন ভাবে অনুপ্রাণিত করে এগিয়ে যাওয়ার জন্য।আমার শখ ওয়াইল্ড এবং ন্যাচার ফটোগ্রাফি করা।

🌷🌷 সমাপ্ত 🌷🌷

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

আগের দিনের এই সমস্ত নাটকগুলো আমার কাছে খুব ভালো লাগে ভাইয়া। আমি তো প্রায় মাঝেমধ্যে চেষ্টা করি এই জাতীয় নাটকগুলো দেখতে এবং আনন্দ পেতে। ঠিক তেমনি সুন্দর একটি নাটক আমাদের মাঝে উপস্থাপন করেছেন রিভিউ করে। খুবই ভালো লাগলো নাটকটার কিছু অংশ দেখতে পেরে।

আমার কাছের আগের দিনের নাটক গুলো অনেক বেশি ভালো লাগে।ধন্যবাদ আপনাকে।

এ নাটকটা আমি কয়েকবার দেখেছি। পুরাতন এ নাটক গুলো সামাজিক হওয়াই বেশ ভালো লাগে। আর এদিকে হুমায়ূন আহমেদের নাটক বলে কথা। এই নাটকের অভিনয় গুলো খুবই আনন্দদায়ক। এত সুন্দর নাটক টা রিভিউ করার জন্য ধন্যবাদ।

ঠিক বলেছেন ভাই।পুরাতন নাটক গুলো অনেক সুন্দর ছিল।ধন্যবাদ আপনাকে।