পঞ্চগড় ভ্রমণ -২🚀

in hive-129948 •  26 days ago 

হেলো বন্ধুরা

IMG20241130060928.jpg


সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আমি @ashik333 বাংলাদেশ থেকে বলছি চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে আমার আজকের ব্লগে থাকছে একটি ভ্রমন পোস্ট আশা করি আপনাদের ভালো লাগবে চলুন তাহলে শুরু করি আজকের ব্লগটা।


বন্ধুরা আমি পোরাদহ স্টেশন থেকে দিনাজপুর এর উদেশ্য করে উঠি প্রায় ৫ ঘন্টা জার্নি করতে হবে আমাকে।ট্রেনের মধ্যে রাত ২ টার দিকে এক মজার ঘটনা ঘটে।আমাদের পাশের বগিতে দেখি হিজরা অনারা ট্রেনে উঠে টাকা তুলছে।তো আমি ওনাদের কন্ঠ শুনে আমার হাতে চাদর ছিল চাদর দিয়ে একদম জরিয়ে শুয়ে আছি চেয়ারে।আর শুনতেছি তারা আমাদের বগিতে টাকা তুলতে শুরু করেছে।

IMG20241130055654.jpg

IMG20241130060523.jpg


আমি ঘুমের ভান করে বসে আছি।আমার কাছে একজন এসে দেখি চাদর টানা টানি করছে এরপরে আমি দেখলাম এদের সাথে বেশি কথা বললে নিজের ইজ্জত শেষ করে দিবে এরা।কিছু না বলে পকেট থেকে ১০ টাকা বের করে দিয়ে দিলাম এরপরে তারা চলে যায়।আসলে তাদের এটা দোষ না আমাদের দেশে ব্যাবস্থা তাদের কে কাজে লাগাতে পারে না। তো এদিকে আমি ট্রেনে ঘুমিয়ে গেছি।


IMG20241130061224.jpg

IMG20241130061302.jpg
পার্বতিপুর স্টেশনে আসলাম তখন ৬ টার একটু বেশি বাজে সেখানে নেমে প্রথমে আমি শহিদ ভাইকে কল করি এরপরে সে বলে যে এই স্টেশন থেকে ট্রেনে করে শ্যামপুর স্টেশনে আসতে।আমি এক চা দোকানিকে জিগায় যে এটা কথা শ্যামপুর যাবে তো উনি বললো হ্যা এখুনি যাবে।আমি আর দেরি না করে ওনার থেকে এক কাপ চা নিয়ে ট্রেনে উঠে পরলাম। এর কিছু সময় পরেই ট্রেন ছেড়ে দেয়।

IMG20241130061229.jpg

IMG20241130061412.jpg


আমি বাতাসে তখন কাপছি এরপরে চাদর পেচিয়ে বসে আছি।এভাবে যেতে থাকলাম........



আমার পরিচয়

1000043956.jpg

আমি রাসেল আহমেদ, পেশায় একজন ছাত্র।পড়াশোনার পাশাপাশি ব্লগিং কে নিজের শখ এবং পেশা দুটই করে নিয়েছি।২০২০ সালের ডিসেম্বর এ আমি স্টিমিটে প্রবেশ করি এবং আমার বাংলা ব্লগের সূচনা লগ্ন থেকেই এখানে কাজ করছি।তাই বলা যায় আমি শুরু থেকেই এখানে আছি।আমি এডভেঞ্চার করতে বেশি ভালোবাসি।বিভিন্ন জায়গায় এডভেঞ্চার আমাকে নতুন ভাবে অনুপ্রাণিত করে এগিয়ে যাওয়ার জন্য।আমার শখ ওয়াইল্ড এবং ন্যাচার ফটোগ্রাফি করা।

🌷🌷 সমাপ্ত 🌷🌷

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

দশ টাকা বাঁচানোর জন্য কতটা নাটক। কিন্তু এরপরও বাঁচাতে পারলেন না হা হা হা। আপনার এই পর্বের পূরোটা সময় কেটেছে ট্রেনের মধ্যে। বেশ লাগল আপনার পোস্ট টা ভাই। ধন্যবাদ আমাদের সাথে পোস্ট টা শেয়ার করে নেওয়ার জন্য।

মাঝে মধ্যে নাটক করার দরকার আছে হিহি। ধন্যবাদ।