হেলো বন্ধুরা
সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আমি @ashik333 বাংলাদেশ থেকে বলছি চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে আমার আজকের ব্লগে থাকছে একটি ভ্রমন পোস্ট আশা করি আপনাদের ভালো লাগবে চলুন তাহলে শুরু করি আজকের ব্লগটা।
বন্ধুরা আমি পোরাদহ স্টেশন থেকে দিনাজপুর এর উদেশ্য করে উঠি প্রায় ৫ ঘন্টা জার্নি করতে হবে আমাকে।ট্রেনের মধ্যে রাত ২ টার দিকে এক মজার ঘটনা ঘটে।আমাদের পাশের বগিতে দেখি হিজরা অনারা ট্রেনে উঠে টাকা তুলছে।তো আমি ওনাদের কন্ঠ শুনে আমার হাতে চাদর ছিল চাদর দিয়ে একদম জরিয়ে শুয়ে আছি চেয়ারে।আর শুনতেছি তারা আমাদের বগিতে টাকা তুলতে শুরু করেছে।
আমি ঘুমের ভান করে বসে আছি।আমার কাছে একজন এসে দেখি চাদর টানা টানি করছে এরপরে আমি দেখলাম এদের সাথে বেশি কথা বললে নিজের ইজ্জত শেষ করে দিবে এরা।কিছু না বলে পকেট থেকে ১০ টাকা বের করে দিয়ে দিলাম এরপরে তারা চলে যায়।আসলে তাদের এটা দোষ না আমাদের দেশে ব্যাবস্থা তাদের কে কাজে লাগাতে পারে না। তো এদিকে আমি ট্রেনে ঘুমিয়ে গেছি।
পার্বতিপুর স্টেশনে আসলাম তখন ৬ টার একটু বেশি বাজে সেখানে নেমে প্রথমে আমি শহিদ ভাইকে কল করি এরপরে সে বলে যে এই স্টেশন থেকে ট্রেনে করে শ্যামপুর স্টেশনে আসতে।আমি এক চা দোকানিকে জিগায় যে এটা কথা শ্যামপুর যাবে তো উনি বললো হ্যা এখুনি যাবে।আমি আর দেরি না করে ওনার থেকে এক কাপ চা নিয়ে ট্রেনে উঠে পরলাম। এর কিছু সময় পরেই ট্রেন ছেড়ে দেয়।
আমি বাতাসে তখন কাপছি এরপরে চাদর পেচিয়ে বসে আছি।এভাবে যেতে থাকলাম........
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দশ টাকা বাঁচানোর জন্য কতটা নাটক। কিন্তু এরপরও বাঁচাতে পারলেন না হা হা হা। আপনার এই পর্বের পূরোটা সময় কেটেছে ট্রেনের মধ্যে। বেশ লাগল আপনার পোস্ট টা ভাই। ধন্যবাদ আমাদের সাথে পোস্ট টা শেয়ার করে নেওয়ার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মাঝে মধ্যে নাটক করার দরকার আছে হিহি। ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit