শারদীয়া কনটেস্ট ১৪৩১- সপ্তমী 💝

in hive-129948 •  3 months ago 

হেলো বন্ধুরা


সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আমি @ashik333 বাংলাদেশ থেকে বলছি চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। আজকের ব্লগে থাকছে আমাদের দাদার দেওয়া কনটেস্ট শারদীয় পুজার ফটোগ্রাফি এবং ঘুরাঘুরি শেয়ার।আমি এই প্রতিযোগিতায় ২০২২ সালে অংশ নিয়েছিলাম একবার গত বছর এই কন্টেস্ট হয়নি তাই অংশ নিতে পারিনি এবার আবারো নিলাম।

তো আমাদের গ্রামে হিন্দু মুসলিম আমরা মিলে তালে থাকি এখানে একে ওপরের বিপদে আপদে এগিয়ে যায় কোনো ভেদাভেদ নেই।তাই পুজার সময় আমরাক তাদের সাথে আনন্দ উৎসব করি।এবার আমার বেশ ককয়েকজন বন্ধু এই পুজার ভলেন্টিয়ার এর দায়িত্ব পেয়েছিল।সেই সুবাদে আমি তাদের সাথে বিভিন্ন মন্ডপে ঘুরেছিলাম এবং ছবি তুলেছিলাম সেটাই আজ শেয়ার করবো।


সপ্তীর ফটোগ্রাফি


১ম মন্দির

IMG_20241101_230021.jpg

বন্ধুরা প্রথমে যে মন্দির টির ফটোগ্রাফি আমি শেয়ার করবো এটা হলো আমাদের গড়াই নদীর তীরেই অবস্থথিত কুমারখালি পুরাতন কলেজ এর পাশে নবগৃহ মন্দির এর প্রতিমা।

IMG_20241101_225932.jpg

IMG_20241101_225808.jpg

এটার আয়োজন বেশ বড় করেই করা হয় এটা পারিবারিক মন্দির এখানে তারা নিজেরা পারিবারিক ভাবে পূজা করে থাকেন।তাদের ডেকোরেশন অনেক সুন্দর ছিলো।


শুভসপ্তমী
ডিভাইসoppo A60
দেশকুষ্টিয়া, বাংলাদেশ
সময়৯ অক্টোবর

২য় মন্দির

1000062185.jpg

বন্ধুরা নবগৃহ মন্দির এর পাশেই আরেকটা মন্দির সেটা কুন্ডুপারা মন্দির।এখানেও তারা পারিবারিক ভাবেই পুজা করে থাকেন।

1000062193.jpg

1000062184.jpg

1000062195.jpg

তারা অন্যদের মতো ওতোটা ডেকোরেশন করেন নি খুব সাদামাটা ভাবেই পুজা করে থাকেন।আমার কাছে দুইটা মন্দিরের সব কিছুই ভালো লেগেছিলো।


শুভসপ্তমী
ডিভাইসoppo A60
দেশকুষ্টিয়া, বাংলাদেশ
সময়৯ অক্টোবর সন্ধ্যা

বন্ধুরা এই ছিলো আমার সপ্তমির ঘুরাঘুরির পোস্ট আগামি পোস্টে আমি ৮মির চিত্র গুলো আপনাদের মাঝে উপস্থাপন করবো।সবাই ভালো থাকবেন আশা করি আমার পোস্ট আপনাদের ভালো লাগবে।



আমার পরিচয়

1000043956.jpg

আমি রাসেল আহমেদ, পেশায় একজন ছাত্র।পড়াশোনার পাশাপাশি ব্লগিং কে নিজের শখ এবং পেশা দুটই করে নিয়েছি।২০২০ সালের ডিসেম্বর এ আমি স্টিমিটে প্রবেশ করি এবং আমার বাংলা ব্লগের সূচনা লগ্ন থেকেই এখানে কাজ করছি।তাই বলা যায় আমি শুরু থেকেই এখানে আছি।আমি এডভেঞ্চার করতে বেশি ভালোবাসি।বিভিন্ন জায়গায় এডভেঞ্চার আমাকে নতুন ভাবে অনুপ্রাণিত করে এগিয়ে যাওয়ার জন্য।আমার শখ ওয়াইল্ড এবং ন্যাচার ফটোগ্রাফি করা।

🌷🌷 সমাপ্ত 🌷🌷

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

শারদীয়া কনটেস্ট-১৪৩১ এ আপনার অংশগ্রহণ দেখে অনেক ভালো লাগলো ভাই। সপ্তমীর দিনের ফটোগ্রাফি গুলো অনেক ভালো হয়েছে। নবগ্রহ মন্দিরের ফটোগ্রাফি গুলো আমার কাছে ভালো লেগেছে। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।

আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে শুভকামনা জানাই। আপনার এই পোষ্টের মাধ্যমে বাংলাদেশের অনেক ঠাকুর দেখার সুযোগ হলো। ধন্যবাদ জানবেন।

ধন্যবাদ দিদি।