😍😍DIY-এসো নিজে করি"ফেলে দেওয়া বোতল দিয়ে কলম দানি"(১০% পে আউট লাজুক খ্যাকের জন্য।)🦊🦊😍😍

in hive-129948 •  3 years ago 

হেলো বন্ধুরা

IMG_20211120_205518.jpg

সবাই কেমন আছেন আশা করছি সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।বন্ধুরা আমি @ashik333 বাংলাদেশ থেকে বলছি বন্ধুরা আজ আমি আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি ফেলে দেওয়া প্লাস্টিক এর বোতল দিয়ে সুন্দর কলম দানি বানানো।চলুন কিভাবে আমি এটি বানিয়েছি সে সম্পর্কে আলোচনা করি।

কলম দানিটা বানাতে আমার যা যা প্রয়োজন

  • প্লাস্টিক এর বোতল একটি
  • হলুদ,সাদা পেপার।
  • মার্ক পেন
  • ক্রাফট আঠা
  • কেচি

ধাপ -১

IMG20211120152602.jpg

  • বন্ধুরা প্রথমে আমরা একটি রঙিন অথবা সাদা কালারের বোতল নিব।এরপরে সেটিকে কাটতে হবে।

IMG20211120152646.jpg

IMG20211120152744.jpg

  • কাটার আগে আমরা পেন্সিল কলম দিয়ে একটা দাগ টেনে নিব এরপরে সমান করে কাটবো।


ধাপ-২

IMG20211120152941.jpg

  • মাপ দিয়ে কাটা বোতলটির পুরোটা জুরে ক্রাফট আঠা মেরে দিব।

IMG20211120153133.jpg
IMG20211120153317.jpg
IMG20211120153456.jpg

  • এরপরে বোতল এর মাপে কাটা সাদা পেপার বোতলের গায়ে জরিয়ে দিব হয়ে যাবে খুব সাধারন একটি কলম দানি।


এবার আমরা এই কলম দানিটা যাতে সুন্দর লাগে সেজন্য একটি কার্টুন এর চিত্র একে দিব এর জন্য আমাকে কয়েকটি ধাপে পেপার দিয়ে ছোট ছোট কার্টুন এর অংশ বানাতে হবে।



ধাপ-৩

IMG20211120102857.jpg

IMG20211120102951.jpg

IMG20211120103311.jpg

  • প্রথমে আমরা কার্টুন টির কান বানাবো।এর জন্য আমরা ৩ সে.মি লম্বা ১ সে.মি চওরা একটি পেপার কেটে কলম দিয়ে কান আকবো এর পরে সেটিকে কেচি দিয়ে কেটে দিব।হয়ে যাবে লম্বা খারা কান।


ধাপ-৪

IMG20211120152205.jpg

  • এবার দুটো চোখ বানাবো একটি সাদা পেপারের উপরে দুটো গোল আকবো।এরপরে সে দুটোকে কেচি দিয়ে কেটে দিব।হয়ে যাবে চোখ।


ধাপ-৫

IMG20211120151657.jpg

IMG20211120151713.jpg

IMG20211120151828.jpg

  • এবার একটি ঠোট বানাবো এর জন্য একটি হলুদ পেপার কে চিত্রে দেখানো উপায়ে কলম দিয়ে আকবো এবং কেচি দিয়ে কেটে দিব হয়ে যাবে ঠোট।


ধাপ-৬

IMG20211120152531.jpg

  • এর পরে আমি ৬ টা চিকন চিকন ফিতা বানাবো এইগুল কার্টুন এর মুখে লাগানোর জন্য।আমার সব অংশ গুলো বানানো শেষ এখন এগুলোকে সেট আপ করবো।


ধাপ-৭

IMG20211120153655.jpg

IMG20211120153852.jpg

IMG20211120153955.jpg

IMG20211120154246.jpg

IMG20211120154454.jpg

  • চিত্রে দেখানো উপায়ে একে একে সব গুলো অংশ আঠা দিয়ে লাগিয়ে দিব। এরপরে হয়ে যাবে সুন্দর একটি কার্টুন চিত্র এরপরে আমরা সেই ৬ টি ফিতা মুখে লাগয়ে দিব আঠা দিয়ে আমাদের কলম দানিটা হয়ে যাবে।


বন্ধুরা এই ছিল আমার আজকের ডাই প্রজেক্ট জানিনা কতোটা ভালো হয়েছে তবে চেষ্টা করেছিলাম।আশা করছি আপনাদের ভাল লাগবে। আপনাদের সাথে আবারো দেখা হবে নতুন কোনো পোস্টে।সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে।





সমস্ত ছবিরতথ্য
লোকেশনবাংলাদেশ
ক্যামেরাঅপু এ৫এস
ক্যামেরাম্যান@ashik333
w3wordshttps://w3w.co/oversleep.circus.processor
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ফেলে দেওয়া বোতল দিয়ে কলমদানি অনেক সুন্দর হয়েছে আর আপনার আইডিয়াটা ছিল অনেক ইউনিক। অনেক ধন্যবাদ ভাই এত সুন্দর পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

আপনাদের ভালো লাগাই আমার সার্থকতা। ধন্যবাদ আপু।

সত্যিই অনেক ইউনিক আইডিয়া ছিলো। বোতল দিয়ে কলমদানি আপনি তৈরি করেছেন। প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। আমার দেখে খুবই ভাল লাগল এবং আপনার জন্য শুভকামনা রইল

অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে।

আপনার তৈরি রঙিন কাগজ ও বোতল দিয়ে কলম দানি দেখতে অনেক সুন্দর ও আকর্ষণীয় হয়েছে। আর এইরকম ইউনিক পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনাকে আমার পক্ষ থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ আপনাকে ভাইয়া।

আপনাকেউ অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্যর জন্য।

বাহ্, তুমি বোতলের সাহায্যে অনেক সুন্দর একটা কলম দানি বানিয়েছো। বেশ ভালো লাগল। এতো সুন্দর একটা পোষ্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

অসংখ্য ধন্যবাদ রাসেল সাহেব। শুভ কামনা

প্লাস্টিকের বোতল দিয়ে কলমদানি বেশ ইউনিক আইডিয়া তো। তারমধ্যে কি সুন্দর ভাবে একটি কার্টুনের চরিত্রের কাটিং করেছেন সবথেকে ভালো লাগছে চোখ দুটো কান দুটো। বেশ মিষ্টি হয়েছে দেখতে এবং আপনি খুব সুন্দরভাবে ধাপে ধাপে উপস্থাপন করেছেন অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা সৃজনশীল পোস্ট উপস্থাপন করার জন্য। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

আপনাকেউ অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্যর জন্য।আপনার মন্তব্য খুব গুছানো ছিল।শুভ কামনা।

বোতল দিয়ে কলমদানি তৈরি ব্যাপারটি বেশ ইউনিক। ধন্যবাদ ভাই এমন একটি সৃষ্টিশীল পোস্ট আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য। পো‌স্টি দেখলাম অনেক গুছিয়ে লিখেছেন। যে কেউ এই ব্লগটি দেখে এটি তৈরি করতে পারবে। অসংখ্য ধন্যবাদ ভাই অনেক সুন্দর ডাই পোস্ট করেছেন।

আপনাকেউ অসংখ্য ধন্যবাদ ভাই খুব সুন্দর ভাবে গুছিয়ে মন্তব্য করেছেন।

দারুন ক্রিয়েটিভিটি ভাই, আমি মুগ্ধ। একটা বলে টিভি বিজ্ঞাপনে যে-দাগ থেকেই দারুন কিছু আজকে সেই কথা মনে পরে গেলো। ফেলনা জিনিস থেকেও যে দারুন কিছু সম্ভব তা হয়তো বা আপনার আজকের বোতল দিয়ে কলমদানি বানানো না দেখলে বুঝতে পারতাম না। অনেক অনেক শুভ কামনা রইলো ভাই আপনার জন্য।

আপ্পনাকেউ অসংখ্য ধন্যবাদ ভাই গুছিয়ে বলেছেন অপ্রয়োজনীয় জিনিস গুলোকে চাইলেই আমরা প্রয়োজনীয় জিনিস বানিয়ে ব্যবহার করতে পারি।ধন্যবাদ।

ওয়াও প্লাস্টিকের বোতল দিয়ে কলমদানি তৈরি আইডিয়াটা সত্যিই অসাধারণ ছিল। আপনার আইডিয়াটা ছিল সবার থেকে ইউনিক। অনেক সহজেই কলমদানি তৈরি করে ফেলেছেন এবং ধাপগুলো সুন্দর ভাবে বুঝিয়ে দিয়েছেন। এক কথায় বলতে আপনার আইডিয়াটা আমার খুবই ভালো লেগেছে ভাইয়া।

এরকম ইউনিট আইডিয়ার মাধ্যমে কলমদানি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

আপনার তৈরি করা কলমদানি তে অনেক সুন্দর হয়েছে।ধাপে ধাপে খুব সুন্দর ভাবে কলমদানি তৈরীর পদ্ধতি গুলো উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে।

ফেলনা দিয়ে, ডিজান করা কলমদানি বাঃ সুন্দর ধারনা।আরও তৈরি করুন।

খুবই সুন্দর একটি রিসাইক্লিং প্রজেক্ট তৈরি করেছেন ভাইয়া। আসলে ক্রিয়েটিভ থাকলেই মানুষ যেকোনো কিছু ব্যবহার করেই দারুন সব জিনিস তৈরি করতে পারে। শুভকামনা রইল আপনার জন্য।