আসসলামু আলাইকুম
হেলো বন্ধুরা
সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, আমি @ashik333 বাংলাদেশ থেকে বলছি। বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো শুধু মাত্র রঙিন কাগজ দিয়ে কিভাবে পাখি বানাতে হয়।চলুন তাহলে শুরু করি।আশা করি ভালো লাগবে আপনাদের।
★ পাখি টি বানাতে যেটা লাগবে।
- রঙিন কাগজ একটি
- পেন্সিল
- স্কেল
- কেচি
১
- প্রথমে একটি রঙিন কাগজ নিব এরপরে সেটিকে ১৫*১৫ সে.মি করে কেটে নিব।কাটার পরে চিত্রে দেখানো উপায়ে এক মাথা থেকে মাঝ বরাবর একটা ভাজ দিব।এরপরের আকারের থেকে আবারো আরেকটি ভাজ দিব মাঝ খান থেকে।
2
- এরপরে আমরা দ্বিতীয় ধাপে চলে যাব,দুইটা ভাজ দেওয়ার পরে কাগজ টি ত্রিকোণ আকৃতি ধারন করবে এরপরে এই ত্রিকোণ থেকে চিত্রে দেখানো উপায়ে ভাজ করবো আবার।
৩
- দুই পাশ থেকে ভাজ করলে আবারো একটি ত্রিকোণ পাবো।এবার সোজা করে রাখবো এরপরে উপরের কোণ থেকে নিচের কাগজের সমান করে ভাজ করবো ঠিক চিত্রে দেখানো উপয়ে।এভাবে দুইপাশ থেকেই ভাজ করবো।
৪
- ভাজ করা হলে লম্বা একটা চিত্র আমরা দেখতে পাবো।এবার আমাদের পাখির পাখা বানানোর পালা।পাখা বানানোর জন্য আমরা চিত্রে দেখানো উপায়ে ভাজ করবো।এবং ভাজ করার পরে পুরোটা ছাড়ীয়ে দিব এরপরে লেজ বের হলে আমরা সেটা ভেতরে গুজে দিব।
৫
- পাখা হলো এবার লেজ বানাতে হবে।চিত্রে দেখানো উপায়ে পিছন থেকে কাগজ ঠিক যেভাবে ভাজ করেছি একই ভাবে ভাজ করতে হবে।এবং হয়ে যাবে লেজ।ঠিক একই ভাবে সামনের দিকে ভাজ করে ঠোট বানাবো এবং ঠোটের একটু উপরে একটা ফোটা দিব।তাহলেই হয়ে যাবে রঙিন কাগজ দিয়ে পাখি।
বন্ধুরা রঙিন কাগজ দিয়ে এটা আমার প্রথম পাখি বানানো জানিনা আপনাদের কতোটা ভালো লাগবে।আপনাদের সাথে আবারো দেখা হবে নতুন কোনো পোস্টে সবাই ভাল থাকবেন।ধন্যবাদ সবাইকে।
সমস্ত ছবির | তথ্য |
---|---|
লোকেশন | বাংলাদেশ |
ক্যামেরা | অপু এ৫এস |
ক্যামেরাম্যান | @ashik333 |
w3words | https://w3w.co/oversleep.circus.processor |
বাহ, রঙিন কাগজ দিয়ে তুমি খুব সহজে আর সুন্দর একটা পাখি বানিয়েছো। দেখতে বেশ সুন্দর লাগছে। ধাপগুলোও বেশ গোছালোভাবে সাজিয়েছে।
শুভ কামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অসংখ্য ধন্যবাদ তোমাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আজকের আপনার রঙিন কাগজ দিয়ে পাখি তৈরি সুন্দর হয়েছে। তবে প্রত্যেকটা জিনিসের যদি ফটোগ্রাফী টা খুব সুন্দর ভাবে করা হয় তাহলে সেই জিনিসটির সৌন্দর্য আরো কয়েকগুণ বেড়ে যায়। আপনি ফটোগ্রাফীর দিকে একটু নজর দিবেন। তাহলে সবকিছু একেবারে পারফেক্ট। এমনিতে খুব সুন্দর হয়েছে কাজটি আর ছবিও ভালো হয়েছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জী আপু চেষ্টা করবো ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit