গ্রিল এবং নান রুটি ভোজন (২য়) পর্ব (১০% পে আউট লাজুক খ্যাকের জন্য)🦊🦊🦊

in hive-129948 •  2 years ago 

হেলো বন্ধুরা

20221103_201618.jpg


সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভাল আছি।আমি @ashik333 বাংলাদেশ থেকে বলছি চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে আমার আজকের ব্লগ এ ত্থাকছে গ্রিল খাওয়ার ভোজন এর ২য় পর্ব আশা করছি আপনাদের ভাল লাগবে আগের পর্বে আমি আপনাদের কে দোকানে যাওয়া অব্দি বলেছিলাম আজ বাকিটা চলুন তবে শুরু করি।

IMG20221103184052.jpg

IMG20221103184046.jpg

IMG20221103184523.jpg

IMG20221103184001.jpg

IMG20221103184514.jpg

IMG20221103183950.jpg

IMG20221103184217.jpg


সেদিন রেস্টুরেন্ট এর ভেতর টা দেখিয়েছিলাম আজ বাইরে দেখেবো।আমরা গ্রিল অর্ডার করে সেই কিচেনে গেলাম দেখতে যে তারা আদও আমাদের ভাল টা দিবে নাকি যায়ে দেখলাম গ্রিল গুল পিচ করে কাটছে এবং গরম নান রুটি বানাচ্ছে আমাদের টাতে বললাম মশলা টা বেশি দিয়েন তারা তাই দিল।এরপরো অনন্যা সব সস দিয়ে প্যাকিং করে দিল।প্যাকিং শেষে আমরা বিল দিতে এলাম।


আমাদের মোট বিল হয়েছে ৬৫০ টাকা এদিকে আবার ককাকোলা কিনতে হবে মোট মাট ৭০০ টাক্র বেশি লেগে গেল।কেনা কাটা শেষ করে আমরা চলে এলাম নদী পার হয়ে বাসায়।বাসায় এসে আরেক কান্ড একটা সমস্যা হয়ে গেছে সমস্যা টা সভ্ল করতে করতে এদিকে দেরি হয়ে যাচ্ছে আর ওদিকে গ্রিল টাও ঠান্ডা হয়ে যাচ্ছে ঠান্ডা গ্রিল আবার ভাল লাগে না।।


20221103_201906.jpg

20221103_201914.jpg

20221103_201957.jpg

এদিকে কাজ শেষ করে আমরা প্রস্তুতি নিলাম খাওয়ার অনেক দিনের ইচ্ছা পুরন হছে সেই খুশিতে ইচ্ছা মতো সব ফটোগ্রাফি শুরু করলাম।হাহাহা ফটোগ্রাফি গুলো দেখলে আপনাদের ভাল লাগবে।গ্রিল টা ঠান্ডা হওয়াতে একটু নরমাল লাগছিল জাইহোক।শেষ মেষ আমাদের ইচ্ছা পুরন হলো।সময় টা অনেক দারুন উপভোগ করেছিলাম আপনাদের সাথে শেয়ার করে আরো ভাল লাগলো ধন্যবাদ সবাইকে।।।


কুষ্টিয়া বাংলাদেশ

ডিভাইস :oppo a5s

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

বন্ধু বান্ধব মিলে এরকম খাওয়াদাওয়া করতে ভালই লাগে।এই সুন্দর স্মৃতি গুলোই সারাজীবন থেকে যায়।আসলেই গ্রিল ঠান্ডা হলে ভাল লাগে না।আর সব থেকে বড় কথা ভাল সময় কাটিয়েছেন।আপনার সুন্দর মুহুর্ত গুলো পড়ে ভাল লাগল।ধন্যবাদ ভাই শেয়ার করার জন্য।

আপনাকেও ধন্যবাদ সব সময় সুন্দর মতামত দিয়ে পাশে থাকার জন্য।

গ্রিল আর নান রুটি খাওয়ার ইচ্ছা পূরণ হয়েছে আপনার জেনে ভালো লাগলো ভাইয়া। যেহেতু অন্য একটি কাজের ঝামেলায় পড়েছিলেন তাই গ্রিল হয়তো ঠান্ডা হয়ে গিয়েছিল। যাই হোক ভাইয়া মাঝে মাঝে এভাবে বন্ধু-বান্ধবদের সাথে পছন্দের খাবার গুলো খেতে ভালই লাগে। এর আগে রেস্টুরেন্টের ফটোগ্রাফি গুলো দেখেছিলাম। এবার আপনাদের সকলের খাওয়ার মুহূর্ত গুলো দেখে ভালো লাগলো।

অসংখ্য ধন্যবাদ আপু।

গরম গরম রুটি খাওয়ার ইচ্ছা পূরণ হলো জেনে খুব ভালো লাগলো।আপনার অনেক দিনের ইচ্ছা ছিল নান রুটি আর গ্রিল খাওয়ার।গরম গরম গ্রিল আর নান রুটি খেতে অনেক সুস্বাদু লাগে।আপনারা তিন জন বন্ধু মিলে অনেক মজা করে খেয়েছেন।আপনাদের খাওয়া দেখে আমারও খেতে ইচ্ছে করতেছে।অনেক সুন্দর একটি মুহূর্ত শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে।

ধন্যবাদ আপু।

বন্ধুরা মিলে এক সাথে কোনো কিছু খাইতে কিন্তু দারুণ লাগে। আপনি বন্ধুদের নিয়ে গ্রিল খেয়েছেন এটা অবশ্যই ভালো লেগেছে আপনাদের কাছে। গ্রিল ঠান্ডা হলো কেনো ভাই? গরম গরম খেলে আরো বেশি মজা পেতেন।

গ্রিল কিনে বাজারে একটু কাজ করছিলাম ভাবছিলাম দ্রুত হবে কিন্তু দেরি হয়ে যায়।

ভাই আপনার চিকেন গ্রিলের ছবি দেখে আমার খুব খেতে ইচ্ছে করছে। আপনারা বন্ধুরা মিলে যেভাবে খেতে গিয়েছেন আমারও অনেক যাওয়া হত এভাবে কিন্তু এখন পরিবারকে নিয়েই যাই। বন্ধুদের সাথে এক মজা আবার পরিবারকে নিয়ে গিয়ে আরেক মজা। আপনার ছবিতে চিকেন গ্রিল দেখে খুব ইয়াম্মি লাগছে। তবে এটা ঠিক চিকেন কাবাব জাতীয় বা গ্রিল জাতীয় খাবার গুলো ঠান্ডা হয়ে গেলে টেস্ট একদমই নষ্ট হয়ে যায় আপনারা গরম গরম খেতে পারলে হয়ত আর মজা পেতেন। ধন্যবাদ ভাইয়া।

ঠিকি বলেছেন ভাই ঠান্ডার কারনে একটু স্বাদ কুমে গেছিলো।।