🏍️কুষ্টিয়া টু নাটোর বাইক টুর🏍️ || ১০% লাজুক খ্যাকের জন্য ||

in hive-129948 •  3 years ago 

আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই ভালো আছেন ও সুস্থ আছেন আমার প্রিয় বাংলা ব্লগ পরিবারের সব সদস্য গন। আমিও আল্লাহ রহমতে ভালো আছি।


01FD7KE2W16EJBV5GXPHRA1JTH.jpg


Device : vivo y50
What's 3 Word Location:https://w3w.co/avert.supplement.landowning
///avert.supplement.landowning


কিছু দিন আগে বান্দরবান, কক্সবাজার আর চট্টগ্রাম ঘুরে এসেছি। তার পরও কেমন যেনো বাড়িতে মন টিকছিল না।মনে হচ্ছিল কোথাও ঘুরে আসি। কিন্তু সমস্যা ছিল অন্য জায়গায়। বাড়ি থেকে কি কোথাও ঘুরতে যেতে রাজি হবে। তার পরে-ও মনে সাহস রেখে আম্মু কে বললাম। আম্মু কোথাও ঘুরে আসি। আম্মু আমাকে বললো কিছু দিন আগেই তো অনেক বড় একটা টুর করে আসলে। আবার কোথায় যাবে। আমি ভাবলাম বেশি দূরের কথা বললে হয়তো রাজি নাও হতে পারে। এই জন্য নাটোরের কথা বললাম। ওই খানে আবার আমার মামাতো বোন আর দুলা ভাই থাকেন। দুলা ভাইয়ের চাকরির জন্য নাটোর থাকতে হয়।
যাইহোক নাটোরের কথা শুনে আম্মু আর না করলো না। রাজি হয়ে গেলো। তারপরে আপুর সাথে কথা বলে রওনা দিয়ে দিলাম। আমার সঙ্গে ছিল আমার ভালো বাসার বাইকটা। আমি যেখানেই যাই সেখানেই আমার সুন্দরী (বাইক) কে নিয়ে যাই।


IMG_20210913_165853-01.jpeg


Device : vivo y50
What's 3 Word Location:https://w3w.co/flutters.royalist.tonight
///flutters.royalist.tonight


আম্মু সকাল সকাল ঘুম থেকে উঠে আপুর পছন্দের কিছু পিঠা তৈরি করে দিলেন। আমি বিকেলের দিকে বিসমিল্লাহ বলে রওনা দিয়ে দিলাম।


01FD7KF5XW93JQSYAZHMCQH1P6.jpg


Device : vivo y50
What's 3 Word Location:https://w3w.co/avert.supplement.landowning
///avert.supplement.landowning


কুষ্টিয়া থেকে নাটোর যেতে একটা সেতু পার হতে হয়। সেতুটার নাম লালন শাহ সেতু। সেতু টা অনেক সুন্দর। সেতুর উপরে গিয়ে আমি কিছু ছবি আমার ফোনে ক্যাপচার করে নিলাম। চিন্তা করলাম সেতুর নিচে গিয়ে কিছু ছবি নিলে মন্দ হয় না। লালন শাহ সেতুর পাশেই দারিয়ে আছে হার্ডিং ব্রিজ। হার্ডিং ব্রিজ ১০০ বছর পুরাতন একটা ব্রিজ। ছবি গুলো আপনাদের সাথে শেয়ার করলাম।


MVIMG_20210104_123249-01.jpeg


Device : vivo y50
What's 3 Word Location:https://w3w.co/avert.supplement.landowning
///avert.supplement.landowning

01FD7K89FN6C0NZVMWG54PXZA8.jpg


তারপরে ভাবলাম অনেক তো ব্রিজ দেখা হলো এবার রওনা দেওয়া যাক। আমার গন্তব্য ছিল নাটোর লালপুর। ঈশ্বরদী থেকে নাটোর লালপুর রাস্তা টা অনেক খারাপ ছিল। কিন্তু কি আর করার যেতে তো আমার হবেই।

আলহামদুলিল্লাহ সন্ধ্যার মধ্যে নাটোর লালপুর ভালভাবে পৌছে যাই।

আমার পোস্টে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

ধন্যবাদ সবাই কে আমার পোস্ট টা পড়ার জন্য।


Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ভ্রমণ করতে সত্যি ভালো লাগে। পড়াশোনার পাশাপাশি এটি একটি শিক্ষার অংশ। আপনি আপনার ভ্রমণ কাহিনীতে অনেক সুন্দরভাবে গুছিয়ে আমাদের মাঝে পরিবেশন করেছেন। যা অত্যন্ত সুন্দর লাগল। আপনার সময়টুকু অনেক ভালো কেটেছে বলে মনে হয়েছে। আপনার প্রতি শুভকামনা রইল।

ধন্যবাদ আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য।

আপনার পোস্টটা অনেক ভালো লেগেছে। আপনি ইংরেজ আমলের হার্ডিং ব্রিজের দৃশ্য তুলে ধরেছেন যা দেখে মুগ্ধ হয়েছি।

ধন্যবাদ তোমাকে

আপনার ছবিগুলো খুব সুন্দর হয়েছে ।মোটরসাইকেল এ ঘুরতে খুবই মজা লাগে ।কিন্তু মোটরসাইকেলে দূরের রাস্তায় ভ্রমণ করা একটু বিপদজনক । সাবধানে চলাফেরা করবেন ।ধন্যবাদ আপনাকে ।

ধন্যবাদ আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য

আপনার ভ্রমনের সময় তোলা ছবিগুলো অনেক ভালো হয়েছে। হার্ডিং ব্রিজের ছবিটা অনেক সুন্দর হয়েছে।আরো ভ্রমনের পোস্ট দেখতে চায়।

ধন্যবাদ এবং তোমার জন্য শুভ কামনা

বাইকে ভ্রমন এর মতো মজা আর অন্য কোনো যান বাহনে পাওয়া যাবে না।আপনার জন্য অনেক শুভ কামনা।

জ্বি বাইকে ভ্রমনে অন্য একটা অনুভূতি কাজ করে। ধন্যবাদ আপনাকে

বাইক এ করে ঘুরতে বেশ ভালোই লাগে আমার।যদিও আপনার মতো অতো দূরের পথ কখনো যাওয়া হয়নি।খুবই উপভোগ করেছেন মনে হচ্ছে। ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে।ধন্যবাদ আপনাকে।

আপনাকেও ধন্যবাদ ভাই