🏝️নাটোরের চলন বিল 🏝️ ||১০% লাজুক খ্যাকের জন্য||

in hive-129948 •  3 years ago  (edited)

আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই ভালো আছেন ও সুস্থ আছেন আমার প্রিয় বাংলা ব্লগ পরিবারের সব সদস্য গন। আমিও আল্লাহ রহমতে ভালো আছি।


IMG_20210916_173251-01.jpeg


Device : vivo y50
What's 3 Word Location:https://w3w.co/surfing.boundary.hindrances
///surfing.boundary.hindrances


অনেক দিন মাতিয়ে রেখেছে ফেসবুক, ইউটিউব নাটোরের চলন বিল৷ আমারও ইচ্ছে হলো নাটোরের চলন বিলে যাবো। অবশেষে ঘুরে এলাম নাটোরের চলন বিল থেকে। আসলেই অনেক সুন্দর একটা জায়গা। আয়তনেও অনেক বড়। যেদিকে চোখ যায় শুধু পানি আর পানি। অনেকেই মিনি কক্সবাজার বলে ডাকে।


IMG_20210916_180129-01.jpeg


Device : vivo y50
What's 3 Word Location:https://w3w.co/surfing.boundary.hindrances
///surfing.boundary.hindrances


ভাইয়ার অফিস থেকে আসতে দেরি হওয়ার কারণে আমাদের রওনা হতেও দেরি হয়ে যায়। আমরা বাইক নিয়ে রওনা হলাম বিকেল ৩টা বেজে ৪৫ মিনিটে। ভাইয়ার বাসা থেকে আনুমানিক ৪৫ কিলোমিটার যেতে হলো।


IMG_20210916_170101.jpg


Device : vivo y50
What's 3 Word Location:https://w3w.co/surfing.boundary.hindrances
///surfing.boundary.hindrances


তারপরে বাইকটা একটা জ্যারেজে রাখতে হলো ২০ টাকা দিয়ে। ভাইয়া গিয়ে একটা নৌকা ঠিক করলেন প্রতি জন ৫০ টাকা করে রাখলেন। বিনিময়ে আমাদের বিলের মধ্যে ৪টা গ্রাম, একটি কলেজ এবং একটি দীপ ঘুরাবেন। আমরা ছিলাম ৪ জন।


IMG_20210916_170452-01.jpeg


Device : vivo y50
What's 3 Word Location:https://w3w.co/surfing.boundary.hindrances
///surfing.boundary.hindrances


আমরা আর দেরি করলাম না ঝটপট নৌকায় উঠে পরলাম। রওনা দিলাম বিলের গ্রাম গুলো দেখার জন্য।


IMG_20210916_180123-01.jpeg


Device : vivo y50
What's 3 Word Location:https://w3w.co/surfing.boundary.hindrances
///surfing.boundary.hindrances


গ্রামের বাড়ি ঘর গুলো দেখে সত্যিই অবাক লাগছিলো। মনে হচ্ছিল ঘর গুলো পানির উপর ভেসে আছে। এসকল গ্রামের মানুষের জীবন যাত্রা এই বিল কে ঘিরে।


IMG_20210916_173114-01.jpeg


Device : vivo y50
What's 3 Word Location:https://w3w.co/surfing.boundary.hindrances
///surfing.boundary.hindrances


এই বিলের মধ্যে সব ধরনের সুযোগ সুবিধা আছে। স্কুল কলেজ থেকে শুরু করে বিদ্যুৎ সুবিধাও।

বিভিন্ন জাইগা থেকে আসছে এই নাটোরে চলন বিল দেখতে অনেক মানুষের সমাগম। চারি দিকে শুরু পানি আর পানি। শুনেছি পানি নাকি যখন কম থাকে তখন নাকি আরো বেশি লোক হয়ে থাকে।


IMG_20210916_174741-01.jpeg


Device : vivo y50
What's 3 Word Location:https://w3w.co/surfing.boundary.hindrances
///surfing.boundary.hindrances


তারপরে আমরা বিলের মধ্যে থাকা দীপে যাই। সত্যিই দেখতে অসাধারণ ছিলো। চারিদিকে পানি আর মাঝখানে ছোট্টো একটা দীপ।


IMG_20210916_180253-01.jpeg


Device : vivo y50
What's 3 Word Location:https://w3w.co/surfing.boundary.hindrances
///surfing.boundary.hindrances


অনেক সময় ঘুরাঘুরি করার পরে ভাইয়া বললো চলো এবার বাসায় যাই। অনেক পথ যেতে হবে। আকাশ টাও মেঘলা ছিল। আমরা আর দেরি না করে বাসার উদ্দেশ্যে রওনা হলাম।

আমার পোস্টে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

ধন্যবাদ সবাই কে আমার পোস্ট টা পড়ার জন্য।


Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

চলনবিল দেখে মনে হচ্ছে একটা ছোটখাটো কক্সবাজার। যাই হোক আপনার চলন বিলে ঘোরাঘুরি অভিজ্ঞতা অনেক সুন্দর ছিল।

ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যটি করার জন্য।

আমিও গিয়েছিলাম পাবনা নাটোরের চলনবিল এই নদীতে ঘুরেছি খুব মজা করেছি ছোট ছোট মাছ দেখেছি । চারিদিকে শুধু পানি আর পানি।নৌকা দিয়ে ঘুরতে দারুন লাগে।বিলের ধারে কাশফুল ও দেখেছি অনেক।

জ্বি আপু অনেক সুন্দর জায়গা দেখে মনে হয় এটা বিল না অনেক বড় একটা নদী চারিদিকে শুধু পানি আর পানি। ধন্যবাদ আপনার সুন্দর মতামত টি করার জন্য আপনার জন্য শুভকামনা রইল।

♥♥

অনেক দিনের ইচ্ছা নাটোরের চলন বিল দেখতে যাওয়ার। যদিও ইচ্ছা টা একটু কমে গেছিলো কিন্তু আজকে আবারও বেড়ে গেলো আপনার পোস্ট দেখে।অনেক ধন্যবাদ আপনাকে আপনার পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।শুভ কামনা রইলো আপনার জন্য।

সময় করে ঘুরে আসেন অনেক সুন্দর জায়গা। আপনার জন্য ও শুভ কামনা রইলো

আপনার ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো আপনার ফটোগ্রাফির হাত অনেক ভালো। এভাবেই এগিয়ে যান আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া

আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভ কামনা

নাটরের চলন বিলের নাম গল্প শুনেছি। আপনার মাধ্যমে আজ দেখলাম অনেক সুন্দর চিত্র উপস্থাপন করেছেন।শুভ কামনা রইলো।

সময় করে ঘুরে আসেন অনেক সুন্দর জায়গা। আপনার জন্য শুভ কামনা

আপনি চলন বিলের খুব সুন্দর ফটোগ্রাফি করেছেন এবং সুন্দর বর্ণনা করেছেন বিশেষ করে আপনার দেওয়া ফটোগ্রাফির প্রথম ছবিটা অসাধারণ লাগছে আপনার জন্য শুভকামনা রইল

আপনাকে ধন্যবাদ ও শুভ কামনা রইলো

এটি অনেক সুন্দর জায়গা। এটা বাংলাদেশের অন্যতম নামকরা বিল। এখানে ঘুরতে অনেক মজা লাগে। এই বিলে নিজের জীবনসঙ্গী নিয়ে একসাথে নৌকা চালাতে অনেক মজা লাগে।

ধন্যবাদ তোমাকে এতো সুন্দর মন্তব্য করার জন্য। এবং তোমার জন্য অনেক অনেক শুভ কামনা রইলো