DIY-(এসো নিজে করি) খেজুরের পাতার তৈরি ফুল||১০% লাজুক খ্যাকের জন্য ||

in hive-129948 •  3 years ago 

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ashikur50 বাংলাদেশের নাগরিক।

আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দনজানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি।

IMG-20211024-WA0010.jpg

০৯কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ
২৫অক্টোবর , ২০২১ খ্রিস্টাব্দ
১৭রবিউল আওয়াল, ১৪৪৩ হিজরী
রবিবার


তাহলে চলুন শুরু করা যাক


ধাপ-১

IMG_20211024_140407.jpg

  • প্রথমে খেজুর গাছের জালি পাতা নিতে হবে
    জালি পাতাগুলো অত্যন্ত নরম হয়ে থাকে এজন্য ফুল বানানোর সময় পাতাগুলো জড়াতে সুবিধা হয়।

ধাপ-২

IMG_20211024_140757.jpg

  • ডাল থেকে পাতা গুলো আলাদা করে নিতে হবে এবং সুন্দর করে মাথা গুলো কেটে নিতে হবে। ১৪ টা পাতা নিতে হবে।

ধাপ-৩

IMG_20211024_140828.jpg

  • প্রতিটা পাতা মাঝ বরাবর কেচি দিয়ে কেটে নিতে হবে।

ধাপ-৪

IMG_20211024_140943.jpg

  • পাতাগুলো আঙুলের উপর রেখে এই ভাবে সাজিয়ে নিতে হবে।

ধাপ-৫

IMG_20211024_141248.jpg

  • 14 টা পাতায় এভাবে সাজানোর কাজ শেষ।

ধাপ-৬

IMG_20211024_141603.jpg

  • ডান দিকের পাতাগুলো বামদিকের পাতাগুলোর মাঝ বরাবর দিয়ে দিতে হবে এবং বাম দিকের পাতাগুলো ডানদিকের মাঝ বরাবর দিতে হবে।

ধাপ-৭

IMG_20211024_141650.jpg

  • পাতাগুলো সাজানো হয়ে গেলে চারদিকে পাতাগুলো আস্তে আস্তে টেনে টাইট করে নিতে হবে।

ধাপ-৮

IMG-20211024-WA0002.jpg

  • টাইট করার কাজ শেষ।
    টাইট করা হয়ে গেলে ফুলের মাঝখানের অংশটা অনেকটা বুঝা যায়।

ধাপ-৯

IMG-20211024-WA0004.jpg

  • তারপর প্রত্যেকটি পাতা মাঝখানে একটা করে রেখে সাজিয়ে নিতে হবে।

ধাপ-১০

IMG-20211024-WA0005.jpg

  • চারিদিকের এলোমেলো পাতাগুলো কেচি দিয়ে সুন্দর করে কেটে নিতে হবে।

ধাপ-১১

IMG-20211024-WA0009.jpg

  • অবশেষে পরিপূর্ণ রূপ পেল আমার খেজুরের পাতার তৈরি শাপলা ফুল।

সব সময় আমি নতুন নতুন ধরনের জিনিস তৈরি করতে পছন্দ করি জানিনা এটা আপনাদের কাছে কেমন লেগেছে।

ধন্যবাদ আপনাকে আমার পোস্টটি পড়ার জন্য

আমার পোস্টে কোন ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন


Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ওয়াও খুবই চমৎকার একটি ফুল তৈরি করেছেন আপনি খেজুর পাতা দিয়ে। দেখতে অসাধারণ লাগছে। আমার কাছে খুবই ভালো লেগেছে আপনি সুন্দর করে ধাপে ধাপে বর্ণনা করেছেন। আগামী দিনের জন্য শুভকামনা থাকলো

ধন্যবাদ আপনাকে এতো সুন্দর মন্তব্য করার জন্য

খেজুর পাতা দিয়ে দারুণ ফুল বানিয়েছেন । ছোট বেলায় আমি বানাতাম এসব। অনেক সুন্দর হইছে।

ধন্যবাদ আপনাকে আপু

খেজুরের পাতার তৈরি ফুল অনেক সুন্দর হয়েছে ভাই আপনার প্রশংসা করতে হয় আমার অনেক পছন্দ হয়েছে ভাই আপনার জন্য শুভকামনা রইলো

ধন্যবাদ আপনাকে ভাই

সত্যিই একেবারে অসাধারণ ব্যতিক্রমী একটি ডায়া প্রজেক্ট, খেজুরের পাতা দিয়ে এত সুন্দর একটি ফুল বানানো সম্ভব তা কখনও ভাবিনি। শুভকামনা রইল আপনার জন্য।

ধন্যবাদ আপনাকে এতো সুন্দর মন্তব্য করার জন্য

খেজুরের পাতা দিয়ে অনেক সুন্দর একটি ফুল তৈরি করেছেন। খুবই সুন্দর লেগেছে আমার কাছে। শুভকামনা রইল আপনার জন্য ভাই।

ধন্যবাদ আপনাকে ভাই দোয়া করবেন

প্রকৃতি কে এতো সুন্দর একটি ফুলের মধ্যে আবদ্ধ করেছেন দেখে ভালো লাগলো।এগুলো তো এখন আগের মতো দেখাই যায়না।আপনার ধাপ উপস্থাপন এবং লেখুনি খুবই সুন্দর ছিল।

ধন্যবাদ আপনাকে ভাই

খেজুরের পাতা দিয়ে এতো সুন্দর ফুল তৈরি করা যায় আপনার পোস্ট না দেখলে জানতাম না। খেজুরের পাতা দিয়ে কীভাবে ফুল তৈরি করতে হয় সেটা ধাপে ধাপে তুলে ধরেছেন যা আমার কাছে খুব সুন্দর লেগেছে। সুন্দর পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

ধন্যবাদ আপনাকে এতো সুন্দর গঠনমূলক মন্তব্য করার জন্য

সৃজনশীলতাই শক্তি।

খেজুরের পাতা দিয়ে ফুলটা অনেক সুন্দর তৈরি করেছেন। দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। বেশ অনেকটা সময় লেগেছে এর জন্য দেখেই বোঝা যাচ্ছে। যাইহোক পোস্ট টাও খুব ভালো ছিল।

ধন্যবাদ আপনাকে ভাই

চমৎকার আর্টওয়ার্ক বন্ধুরা, আমি আপনার সাথে এটি করতে চাই

খেজুরের পাতার তৈরি ফুলটি চমৎকার একটি ফুল বানিয়েছেন। ভালো লাগলো।ধন্যবাদ ও অভিনন্দন রইল।

ধন্যবাদ আপনাকে

বাহ সুন্দর ত। খেজুরের পাতা দিয়ে দারুণ একটি জিনিস বানিয়ে দেখিয়েছেন। আমার খুব ভালো লেগেছ। আপনার সাথে যোগাযোগ করতে হবে এটা বানানো শেখার জন্। তবে আপনি উপস্থাপনাটা অনেক সুন্দর করেছেন চেষ্টা করলে পারবেম ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটা মন্তব্য করার জন্য

আপনার হাতের কাজ টা আমার শৈশবের স্মৃতি মনে করিয়ে দিল।আমার এক বড় ভাই ছোট বেলায় আমাকে এমন করে ফুল বানিয়ে দিত।

আপনি খুব সুন্দর ভাবে ধাপে ধাপে তৈরির বর্ণনা ও ফটোগ্রাফি উপস্থাপন করেছেন।অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

ধন্যবাদ আপনাকে এতো সুন্দর গঠনমূলক মন্তব্য করার জন্য

আমি কখনো এই কাজগুলো করার সুযোগ পেলে সেই সুযোগ হাতছাড়া করব না। তবে কি করার শহরের এদিকে তো খেজুর পাতা দেখাতো অসম্ভবই। কোনো খেজুর গাছ ই নেই। আপনার কাজগুলো দেখে আমার খুব ভালো লাগে কারণ জিনিসগুলো দেখতে খুব সুন্দর লাগে। এই জিনিস গুলোই আমাদের এদিকের শহরে অনেক চড়া দামে বিক্রি হয়। খুব সুন্দর হয়েছে শাপলা ফুলটি।

ধন্যবাদ আপনাকে আপু এতো সুন্দর গঠনমূলক মন্তব্য করার জন্য

ছোটবেলার স্মৃতিচারণ করলেন। শৈশবে এসকল ফুল আমিও তৈরি করেছিলাম। চমৎকার হয়েছে

ধন্যবাদ আপনাকে

শুভকামনা অবিরাম।

খেজুরের পাতা দিয়ে সুন্দর ফুল তৈরি করেছেন দেখার মত এগুলো। শৈশবকালে বানানো হতো। আপনি আবারো শৈশব কালের কথা মনে করায় দিলেন। অত্যন্ত সুন্দরভাবে ধাপে ধাপে প্রতিটি ধাপ আমাদের মাঝে উপস্থাপনা করেছেন দেখে খুবই ভালো লাগলো। আপনার প্রতি শুভকামনা রইল। অনেক সুন্দর ছিল

ধন্যবাদ আপনাকে এতো সুন্দর গঠনমূলক মন্তব্য করার জন্য

ভাইয়া আপনার ফুলটি দেখে হঠাৎ করে আমি ভেবেছিলাম যে কাগজের ফুল । পরে আপনার পোষ্টটি পড়ে বুঝতে পারলাম যে এটি খেজুরের পাতার ফুল । ফুলটা খুব সুন্দর হয়েছে। আপনি খুব সুন্দর ভাবে ফুলটা তৈরি করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।

ধন্যবাদ আপনাকে

খেজুরের পাতার তৈরি ফুলটি চমৎকার হয়েছে। ভাই আপনাকে প্রশংসা করতেই হয়। আমার অনেক পছন্দ হয়েছে আপনার ফুলটি। শুভ কামনা রইলো আপনার জন্য।

ধন্যবাদ আপনাকে

খেজুরের পাতা দিয়ে আপনি অনেক সুন্দর একটি ফুল তৈরি করেছেন। প্রতিটা ধাপ অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। দারুন ভাবে উপস্থাপন করেছেন দেখে আমি সত্যিই অবাক হয়ে গেলাম ভাই। শুভকামনা রইলো আপনার জন্য

ধন্যবাদ আপনাকে ভাই

খেজুর পাতার কারুকাজ গ্রামবাংলায় দেখা যায়। এখন তো মানুষ ডিজিটাল হয়ে গেছে। সবার হাতে মোবাইল ।খেজুর গাছ ও হারিয়ে যাচ্ছে। তবু আপনি আবারো পুরোন একটা বিষয় মনে করিয়ে দিলেন। খুব সুন্দর হয়েছে আপনার তৈরী খেজুর পাতার শাপলা ফুল।ধন্যবাদ আপনাকে

ধন্যবাদ আপনাকে এতো সুন্দর গঠনমূলক মন্তব্য করার জন্য

খেজুর পাতা দিয়ে ফুলটি খুবই সুন্দরভাবে আপনি তৈরি করেছেন। এই ফুলটি তৈরি করতে আমিও পারি আপনার ফুল তৈরি করা দেখে আমার নিজের ফুল তৈরি করতে খুব ইচ্ছা করছে। আপনার জন্য শুভকামনা রইল।

ধন্যবাদ আপনাকে

ভাইয়া আপনি খুব সুন্দর খেজুরের পাতার ফুল তৈরি করেছেন। আপনার কাজটি খুব অসাধারন হয়েছে। আমি ও ছোটবেলায় এরকম ফুল বানাতাম।

ওয়াও ভাই!!! খেজুর পাতা দিয়ে অনেক সুন্দর ফুল বানিয়েছেন। ফুলটি দেখতে শাপলা ফুলের মতো লাগছে। আপনি ধাপে ধাপে সুন্দর করে বর্ণনা দিয়েছেন। শুভেচ্ছা রইল ভাই।

ধন্যবাদ আপনাকে ভাই

খেজুর পাতা নারকেল পাতা দিয়ে আমরা অনেকদিন আগে নানীর বাড়িতে বেড়াতে গিয়ে অনেক ফুল বানিয়ে ছিলাম।আপনার করা খেজুর পাতার ফুল দেখে সেই পুরনো দিনের কথা মনে পড়ল♥♥

ধন্যবাদ আপনাকে আপু

ছোট সময়ে খেজুরের পাতা দিয়ে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করতাম।আপনার পোস্টটি দেখে ছোট বেলার কথা মনে পড়ে গেলো।
খুবই সুন্দর লাগছে আপনার তৈরি খেজুর পাতার ফুলটি।

ধন্যবাদ আপনাকে ভাইয়া আপনার পোস্টটি আপনাদের মাঝে শেয়ার করার জন্য

ধন্যবাদ আপনাকে ভাই এতো সুন্দর গঠনমূলক মন্তব্য করার জন্য