DIY-project এসো নিজে করি||কাগজের তৈরি ফ্যামিলি ফটো ফ্রেম|| ১০% লাজুক খ্যাকের জন্য

in hive-129948 •  3 years ago 

আসসালামু আলাইকুম

হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ashikur50 বাংলাদেশের নাগরিক।

আজ - ২৮ আশ্বিন | ১৪২৮ বঙ্গাব্দ | বুধবার | শরৎকাল |

MVIMG_20211012_213611-01.jpeg

আজ আমি আপনাদের মাঝে নিয়ে এলাম আমার নিজের হাতে কাগজ দিয়ে তৈরি ফ্যামিলি ফটো ফ্রেম। আমি আগে কখনো এমন হাতের কাজ করিনি।


তাহলে চলুন শুরু করা যাক

উপকরণঃ
১. কার্ডবোর্ড
২. রঙিন কাগজ
৩. কেচি
৪. পেনসিল
৫. স্কেল
৬. গাম
৭. ছুরি


ধাপ-১

IMG_20211012_141237-01.jpeg

  • প্রথমে হাতে একটা কার্ডবোর্ড নিলাম।

ধাপ-২

IMG_20211012_143251-01.jpeg

  • কার্ডবোর্ড কেটে কয়েকটি টুকরো করলাম।

ধাপ-৩

IMG_20211012_143950-01.jpeg

  • মাঝ বরাবর গাম দিয়ে লাগিয়ে নিলাম।

ধাপ-৪

IMG_20211012_151514-01.jpeg

  • একইভাবে কাটা টুকরো কার্ডবোর্ড গুলো গাম দিয়ে জোড়া দিয়ে নিলাম।

ধাপ-৫

IMG_20211012_152233-01.jpeg

  • রঙিন কাগজ গাম দিয়ে মুড়িয়ে দিতে শুরু করলাম।

ধাপ-৬

IMG_20211012_160618-01.jpeg

  • রঙিন কাগজ মোড়ানো শেষ।

ধাপ-৭

IMG_20211012_151539-01.jpeg

  • কার্ডবোর্ড গোল করে কেটে নিলাম।

ধাপ-৮

IMG_20211012_163502-01.jpeg

  • রঙিন কাগজ কেটে নিলাম ফুল বানানোর জন্য।

ধাপ-৯

IMG_20211012_164138-01.jpeg

  • কাগজের ফুল বানানো সম্পূর্ণ হলো।

ধাপ-১০

IMG_20211012_164817-01.jpeg

  • ফুলটি ফ্রেমের সাথে গাম দিয়ে লাগিয়ে নিলাম।

ধাপ-১১

IMG_20211012_170528-01.jpeg

  • ফ্রেম বানানো সম্পন্ন হল।

ধাপ-১২

IMG_20211012_211222-01.jpeg

  • ফ্রেমের সাথে ছবিগুলো গাম দিয়ে আটকিয়ে নিলাম।

20211012213337_IMG_8210-01.jpeg

  • অবশেষে আমার ফটো ফ্রেম টা পরিপূর্ণ রূপ পেল।

সময়কে ধরে রাখে ছবি। আর ছবিকে ধরে রাখে ফটোফ্রেম। ফ্রেমবন্দী হয়ে ঘরের দেয়ালে,কোনের টেবিলে,শোবার ঘরে বিছানার পাশে, করিডরে প্রশস্ত দেয়ালজুড়ে অপলক তাকিয়ে থাকে কদিন আগে ঘটে যাওয়া কোন ঘটনা।

আমার পোস্টে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

ধন্যবাদ সবাই কে আমার পোস্ট টা পড়ার জন্য।


Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

কাগজ দিয়ে ফ‍্যামিলি ফটো ফ্রেমটা কিন্তু অসাধারণ তৈরি করেছেন। দেখে খুবই সুন্দর লাগছে। ফ্রেমটা কিন্তু খুবই সুন্দর হয়েছে।।।

ধন্যবাদ ভাই আপনাকে এতো সুন্দর গঠনমূলক মন্তব্য করার জন্য

আপনার হাতের জাদু আছে বলতে গেলে।খুবই সুন্দর একটা জিনিস বানিয়েছেন ভাই।অসাধারণ লাগছে আপনার ফ্যামিলি ফটোফ্রেম

সময়কে ধরে রাখে ছবি। আর ছবিকে ধরে রাখে ফটোফ্রেম।
একদম ঠিক কথা বলেছেন।শুভকামনা রইল আপনার জন্য ❤️❤️

ধন্যবাদ আপনাকে এতো সুন্দর গঠনমূলক মন্তব্য করার জন্য

বাহ ভাইয়া অনেক সুন্দর একটি ফটো ফ্রেম বানিয়েছেন। সৃষ্টি ফটো ফ্রেম বানানোর পুরো প্রক্রিয়াটি অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন । ।আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

ধন্যবাদ আপনাকে এতো সুন্দর গঠনমূলক মন্তব্য করার জন্য

সময়কে ধরে রাখে ছবি। আর ছবিকে ধরে রাখে ফটোফ্রেম।

সুন্দর কথা বলেছেন।

ফটোফ্রেমটি অনেক সুন্দর হয়েছে। আপনি দেখি মোটামুটি সব বিষয়ে পারদর্শী। শুভকামনা রইলো আপনার জন্য।

ধন্যবাদ আপনাকে ভাই এতো সুন্দর মন্তব্য করার জন্য

বাহ অসাধারণ হয়েছে আপনার কাগজের তৈরি ফটোগ্রাফি ফ্রেম টা। সুন্দর ভাবে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ভালো লাগলো বিষয় টা

ধন্যবাদ আপনাকে এতো সুন্দর মন্তব্য করার জন্য

কাগজ দিয়ে ফেমিলী ফটো ফ্রেম দক্ষতার সাথে তৈরি করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ও শুভকামণা।

ধন্যবাদ আপনাকে ভাই এতো সুন্দর গঠনমূলক মন্তব্য করার জন্য

কাগজের তৈরি ফ্যামিলি ফটো ফ্রেম দেখে আমার অনেক ভালো গেছে। আপনি অনেক সুন্দর একটি কাজ করেছেন। এভাবেই এগিয়ে যান ধন্যবাদ আপনাকে ভাইয়া আপনার জন্য শুভকামনা রইলো

ধন্যবাদ আপনাকে এতো সুন্দর গঠনমূলক মন্তব্য করার জন্য

কাগজ দিয়ে বানানো ফটোফ্রেমটি সত্যিই অসাধারণ হয়ছে। শুভকামনা রইল আপনার জন্য

ধন্যবাদ আপনাকে আপনার জন্য শুভ কামনা রইলো

ওয়াও খুব সহজ ভাবে ছবির ফ্রেম বানিয়েছেন আপনি। আপনাকে অসংখ্য ধন্যবাদ

ধন্যবাদ আপু আপনাকে এতো সুন্দর মন্তব্য করার জন্য

ফ্যামিলি ফটো ফ্রেম টি সত্যি অনেক সুন্দর হয়েছে। একটি ব্যতিক্রম ধরনের পোস্ট দেখলাম, যদিও ওয়ালমেট অনেকেই তৈরি করছে। আপনার জন্য শুভকামনা রইল।

ধন্যবাদ আপনাকে ভাই আপনার গঠনমূলক মন্তব্য করার জন্য।

কাগজের তৈরি ফ্যামিলি ফটো ফ্রেমটি :অনেক সুন্দর হয়েছে।অসাধারণ এই ফটো ফ্রেম এর জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ♥

ধন্যবাদ আপনাকে এতো সুন্দর গঠনমূলক মন্তব্য করার জন্য

  ·  3 years ago (edited)

খুব সুন্দর হয়েছে ভাইয়া আপনার কাগজের তৈরি ফটোফ্রেমটি।খুব দক্ষতার সাথে ইউনিক একটা পোস্ট করেছেন দেখে খুবই ভালো লাগলো।শুভকামনা রইলো আপনার জন্য।

ধন্যবাদ আপনাকে এতো সুন্দর মন্তব্য করার জন্য

কাগজের তৈরি ফটো ফ্রেম। বাহ অসাধারণ ছিল। একদম ইউনিক নিজের দক্ষতা খাঁটিয়ে এত সুন্দর একটি জিনিস তৈরি করেছেন। ভালো লাগলো আপনার প্রতি শুভকামনা রইল ভাই। অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন

ধন্যবাদ আপনাকে এতো সুন্দর গঠনমূলক মন্তব্য করার জন্য

খুব সুন্দর হয়েছে ভাইয়া আপনার ফটো ফ্রেম টি। অনেক শুভ কামনা রইলো।

ধন্যবাদ আপু আপনাকে। আপনার জন্য শুভ কামনা রইলো

সবার থেকে ইউনিক জিনিস আমাদের মাঝে তুলে ধরেছেন। অসম্ভব সুন্দর ছিল আপনার তৈরি ফ্যামিলি ফটো ফ্রেমটি।শুভকামনা রইল আপনার জন্য ভাই।

ধন্যবাদ আপনাকে ভাই এতো সুন্দর মন্তব্য করার জন্য

কাগজ দিয়ে এত সুন্দর ফটোফ্রেম তৈরি করা যায় আমি কখনো ভাবিনি। আপনি খুবই দক্ষতার সাথে এই ফটো ফ্রেম তৈরি করেছেন। আপনার জন্য শুভকামনা রইল। আপনি ধাপে ধাপে সুন্দর করে উপস্থাপন করেছেন যা দেখে আমরা শিক্ষা লাভ করতে পেরেছি।

ধন্যবাদ আপনাকে এতো সুন্দর গঠনমূলক মন্তব্য করার জন্য এবং আপনার জন্য শুভ কামনা রইলো

অসম্ভব সুন্দর হয়েছে ভাইয়া আপনার ফটোফ্রেমটি।ঘরের দেওয়ালে সুন্দর লাগছে।আপনার জন্য শুভকামনা রইলো।

ধন্যবাদ আপনাকে আপু আপনার জন্য শুভ কামনা রইলো

আপনার কাগজের তৈরি ছবির ফ্রেম অনেক সুন্দর হয়েছে। ফ্যামিলি ফটো তে আপনার তৈরি কাগজের ফ্রেম দারুন মানিয়েছে। গঠন মূলক পোস্ট করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটা মন্তব্য করার জন্য