আমার বাংলা ব্লগ ইন্ট্রোডাকশন || আমার পরিচয়পর্ব - ( সূচনা বক্তব্য) ||steemCreated with Sketch.

in hive-129948 •  9 months ago  (edited)

সুস্বাগতম, আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল সদস্যবৃন্দ ও শুভানুধ্যায়ীগণ। সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম।

আমি এই কমিউনিটিতে নতুন, যদিও স্টিমিটের সাথে পরিচয় ও জানাশোনা বেশ কিছু বছর পূর্বে। বাংলা ভাষী হিসেবে এবং বাঙালী পরিচয়ের অংশীদার হয়েও আমার বাংলা ব্লগের অন্তর্ভুক্ত হওয়ার কথা কিছু সময় পরে ভাবতে হলো। যদিও চেষ্টা ছিল বাংলাভাষী প্লাটফর্মটিতে যুক্ত হবার, কিন্তু কিছু ব্যস্ততার জন্য সম্ভব হয়ে ওঠে নি।

যা হোক, আজকে নতুন করে ভেরিফিকেশন পোস্ট দিয়ে আপনাদের সাথে পরিচিত হবো। এটি আমার প্রথম পরিচয়পর্ব, ব্যাক্তিগত চিন্তাভাবনা ও বিভিন্ন বিষয় তুলে ধরতে ইচ্ছুক। আশা করি সাথেই থাকবেন ।

ব্যাক্তিগত বিবরন :

নাম- আসিফ আনোয়ার
বয়স- ২৪ বছর
জাতীয়তা- বাংলাদেশী ।
স্টিমিট আইডি- @asifanwar1
জেলা - চাঁদপুর
গ্রাম- রহিমানগর।

Picsart_24-04-19_15-16-48-925.jpg

যেভাবে স্টিমিট ও আমার বাংলা ব্লগের সাথে পরিচয় -

কয়েক বছর আগে ইন্টারনেট সার্চ করার মাধ্যমে ব্লকচেইন এমপাওয়ার্ড ডিচেন্ট্রালাইস্ড সোশ্যাল মিডিয়ার বিভিন্ন বিষয় আমার প্রথম নজরে আসে। ২০২২ সালে আমি বিভিন্ন ক্রিপ্টোকারেন্সি আর ডিজিটাল মুদ্রা নিয়ে বেশ কিছু লেখা পড়েছিলাম। বিটকয়েন তখন খুব দামী মুদ্রা ছিল, যদিও এখনো তা চড়া দাম আর গুনগত মান ধরে রেখেছে।

সোশ্যাল মিডিয়ার সাথে টোকেনাইজেশন যুক্ত হয়ে বিভিন্ন রিওয়ার্ডিং কমিউনিটি গড়ে উঠেছিল, বেশ কিছুূদিন সময় নিয়ে আমি স্টিমিট প্লাটফর্ম সম্পর্কে বিস্তারিত আরো জানতে পারলাম। তারপর স্টিমিট থেকেই কিছু লেখকের লেখা পড়ে আমি শেষমেশ একাউন্ট খুলে ফেললাম। সাথে নিউকামার্স কমিউনিটিতে ইন্ট্রোডাকশন পোস্ট দিলাম আর এচিভমেন্ট টাস্ক সম্পূর্ণ করলাম।

স্টিমিটের সকল নিরাপত্তা ফিচার, বেসিক কি সংরক্ষণ ও স্প্যামিং, স্ক্যামিং আর হ্যাকিং থেকে কিভাবে নিজের একাউন্টকে নিরাপদে রাখা যায়, তার ব্যাপারে বিস্তারিত নিয়মকানুন পড়ে, জেনে তারপর এই কমিউনিটিতে আসার ব্যাপারে মনস্থির করলাম।

সর্বোপরি, আমার স্টিমিটে ব্লগিং ক্যারিয়ার অব্যাহত রাখার অন্যতম উদ্দেশ্য হলো উক্ত কমিউনিটিতে বাংলা ভাষায় ভাব প্রকাশ করা, বাঙালি হিসেবে, পৃথিবীর মধুরতম ভাষার একটি হিসেবে কথা বলা, লেখা আর ভাব বিনিময়ের চেয়ে শান্তি অন্য কোন ভাষায় নেই - তা আমি বিশ্বাস করি।

আমার শখ, স্কিল, ব্যাক্তিগত অভিজ্ঞতা ও পছন্দ , লেখাপড়া -

  • শখ- অন্যান্য সাধারণ মানুষের মত আমারো শখের পাল্লা কিছুটা ছোটখাট বিষয়ের মধ্যেই সীমাবদ্ধ। ঘুরে বেড়াতে ভালো লাগে। চিররূপসী বাংলার মাঠ-ঘাট প্রান্তর, রূপপ্রকৃতির মধ্যে সজীবতা খুঁজে পাই। জীবনানন্দ দাশের মতো মুক্ত আলো বাতাসে নিঃশ্বাস নিয়ে পরিতৃপ্ত হই। এছাড়া ভ্রমন করে শহর বন্দরের ইতিহাস ঐতিহ্য আর নতুন -পুরনো জীবনাচরণের দর্শনের সন্ধান করি, যতটুকু টুকটাক অবসর সময় হাতে পাই।

এছাড়া অন্য শখের কথা বলতে গেলে নিজের লেখালিখি, সাহিত্যচর্চা, ডায়েরি লেখার ছল সামলিয়ে উঠতে পারি না। এসব বিষয় ছোট পরিধির জীবনের মাঝখানে আমার অসীম হয়ে ধরা দেয়। জীবনের থেকে এরচেয়ে বেশি কিছু বোধ করি চাওয়ারও থাকে না।

Picsart_24-04-19_03-15-03-698.jpg

  • স্কিল- মানুষের মন পড়তে পারি, তা একাডেমিক শিক্ষালব্ধ গুণ নয়, বরং ব্যাক্তিগত অভিজ্ঞতার ফলে অর্জন করেছি। নেতৃত্বেের দক্ষতা রয়েছে, মানুষের সুখ দুঃখ বোঝা আর বিভিন্ন সংকটে সমাধান দেয়া, পরামর্শক হিসেবে আমার নিজের ওপর আআত্নবিশ্বাস আছে। ভবিষ্যতের স্বপ্ন দেখি একটি নতুন স্বপ্ন বিনির্মানের যেখানে কিছুু মানুষের জীবনের ভাগ্য অন্তত সামান্য হলেও বদলে দেব।

উপরন্তু, একাডেমিক কিছু দক্ষতা রয়েছে, যার ফিরিস্তি পুরোপুরি ব্যাক্ত করা সম্ভব নয়, তবে তার কিছু প্রতিফলন আর ছাপ ভবিষ্যতের ব্লগপোস্ট আর লেখায় ফুটে উঠবে তা আশঙ্কা করি। একটি মানুষকে ক্ষনিকের পরিচয়ে জানা সম্ভব নয়, ধীরে ধীরে পরিচয় বেড়ে ওঠে। সময়ের সাথে সবার জীবনের ক্ষেত্রেই তা সত্য।

  • ব্যাক্তিগত অভিজ্ঞতা ও পছন্দ- একাডেমিক জীবনে অভিজ্ঞতার সীমারেখা টানতে গেলে নিজস্ব জীবনবোধ সঞ্চয় করেছি কিছু বই পড়ে আর কিছু চারপাশের প্রকৃতি মানুষজন, সংস্কৃতি, টেলিভিশন, ইন্টারনেট আর মুভি সিরিজ, নাটক, ম্যাগাজিন পড়ে। দেশি বিদেশি পত্রিকা পড়ে বিভিন্ন দেশের মানুষের ভৌগোলিক গন্ডির জীবনের রূপ খুঁজেছি। আমি মনে করি, যতটুকু অভিজ্ঞতা অর্জন করেছি তার সিংহভাগ জুড়ে এসব কিছুই রয়েছে।

  • লেখাপড়া- আমি দেশের সবচেয়ে ঐতিহ্যবাহী, ঐতিহাসিক, বাংলা ভাষার মর্যাদা রক্ষা ও রাষ্ট্রীয় জীবনে সবচেয়ে অবদান রাখা একটি বিদ্যাপীঠে একাডেমিক বিদ্যার্জন সম্পন্ন করছি। স্বভাবসুলভভাবে তাই শুধু বাংলা ভাষা নয়, পৃথিবীর অন্যান্য সব ভাষার মান মর্যাদা রক্ষা ও সাংস্কৃতিক বিনির্মানের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা পোষণ করি।
    স্বপ্ন দেখি একদিন বাংলা ভাষা জাতিসংঘের দাপ্তরিক ভাষার একটিতে পরিণত হবে, সেদিন সামগ্রিক ভাবাবেগ পূর্ণতা পাবে - এতটুকু আশা রাখি।

IMG-20220921-WA0004.jpg

সূচনার শেষ কথা -

আমার প্রথম ইন্ট্রেডাকশন পোস্টে আমি স্টিমিটে আসার মুখ্য উদ্দেশ্য হিসেবে " আমার বাংলা ব্লগে" যুক্ত হওয়ার কারণ উল্লেখ করেছিলাম। বিভিন্ন জটিলতা ও দুর্বোধ্যতার কারণে কিছুটা বিলম্ব হয়েছে। ভেরিফিকেশন প্রক্রিয়ায় কিছুটা অনিশ্চয়তা থাকতে পারে, তবে আমি আশা করি হয়তো "ভেরিফাইড মেম্বার" হতে পারবো।

যদি না হতে পারি তাহলে অন্তত "গেস্ট ব্লগার" হওয়ার ইচ্ছা রাখি। কিছু সময় বাংলায় লেখার, অন্য সব মেধাবী ও অভিজ্ঞ ব্লগার, লেখকদের লেখা পড়ে নানা বিষয় শিখতে পারার চেয়ে মূল্যবান বোধ করি এই কমিউনিটিতে আর কিছু হতে পারে না।

সবাইকে ধন্যবাদ ধৈর্য ধরে লেখাটি পড়ার জন্য। আমি সবার জীবনের উন্নতি, ভালো থাকা সুস্থ সুন্দর সময়ের দিনযাপনের আকাঙ্খা পোষন করি।

সবাই ভালো থাকবেন।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

বেশ সুন্দর করে ধাপে ধাপে আপনি আপনার পরিচয় পর্ব তুলে ধরেছেন আমাদের মাঝে। আশা করবো কমিউনিটিতে কাজ করার জন্য আপনার যোগ্যতা এবং দক্ষতাকে পরিপূর্ণভাবে কাজে লাগাবেন। শুভ কামনা রইল আপনার জন্য।

আপনাকেও অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। এই কমিউনিটির কিছু লেখকের চিন্তাধারা সম্পর্কে জানতে পারা আর বিভিন্ন ব্যাক্তিবিশেষের জীবন ভাবনা বুঝতে পারার মধ্যে সার্থকতা খুঁজে পাবো আশা রাখি।
অনেক অনেক শুভকামনা ও শুভেচ্ছা রইলো ।

আপনার পুরোনো Steemit ID টি দিন

আমার @cryptocally নামে প্রাথমিকভাবে কৌতুহলবশত একটি আইডি আছে, য কয়েক বছর আগে খুলেছিলাম। সেটাতে ভেরিফেকেশন কিংবা ইন্ট্রোডাকশন কিছুই ছিল না।
স্রেফ কৌতুহলবশত প্রথম আইডি। যা বছরের বেশি সময় ধরে ডিএক্টিভেটেড।
এটাই আমার পুরনো আইডি।
ধন্যবাদ।

আপনার @asifanwar1 ঠিকানা সংযুক্ত করুন ব্যক্তিগত বিবরণে, আপনার গ্রাম এবং জেলার নাম লিখলেই হবে।