লেভেল -১ হতে আমার অর্জন - লেখনীতে, @asifanwar1 ।

in hive-129948 •  7 months ago  (edited)

তারিখ : ০১. ০৬.২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার ।

আসসালামু আলাইকুম / আদাব ।

সবাই কেমন আছেন ? আশা করি ভালো আছেন আর সুস্থ -সুন্দর জীবন যাপন করতে পারছেন। গ্রীষ্মের গরম বেশ কমেছে আর জনজীবনে স্বস্তির সুবাতাস বইছে। যদিও কোথাও কোথাও বৃষ্টি নেমেছে, একটি ঘূর্ণিঝড় রেমাল উপকূলীয় অঞ্চলসহ পুরো বাংলা জুড়েই বেশ ক্ষয়ক্ষতি সাধন করেছে, তারপরেও এমন বড় ধাক্কা কাটিয়ে এগিয়ে যাবার মধ্যেই একটি ক্রেডিট আছে ।

স্টিমিট ও আমার বাংলা ব্লগে বিগত কয়েক মাস সময়ে গেস্ট ব্লগার হিসেবে নিজের সাহিত্যচর্চা, ব্লগিং করা ও এনগেজমেন্ট বজায় রেখে একটি দারুণ হৃদ্যতার সম্পর্ক গড়ে তুলতে পেরেছি বলে আমার মনে হয়েছে। তারপর, ডিসকর্ডে এক্টিভ থেকে এবং পুরো পরিবারটি সম্পর্কে ভালো ধারণা নিয়ে "গর্বিত মেম্বার " হওয়ার একটি ইচ্ছা জাগ্রত হয়েছিল।

IMG_20240602_231704_672.jpg

তারই ধারাবাহিকতায় সম্মানিত মডারেটরগণ এবং এডমিন প্যানেলের আন্তরিক দিকনির্দেশনায় এবিবি -স্কুল থেকে মেম্বারশিপ অর্জনের দিকনির্দেশনা পেয়েছি। লেভেল -১ এর ক্লাসে অংশ নিয়ে স্টিমিট প্লাটফর্ম ও আমার বাংলা ব্লগের যাবতীয় প্রাথমিক বিষয়ের একটি ভালো ধারণা অর্জনে সক্ষম হয়েছি। ক্লাসে প্রফেসরদের সহজ সরল উপস্থাপনে আমি কিছু নতুন ও কিছু পুরনো বিষয় সম্পর্কে জানতে পেরেছি, যা আমাকে বেশ বিস্তৃত পরিসরে কমিউনিটিকে জানতে সহায়তা করেছে।

লেভেল - ১ এর ক্লাস থেকে যা যা শিখলাম এবং যেসব বিষয়ে আমার পূর্ণ ধারণা তৈরি হয়েছে, আজকের পোস্টে চেষ্টা করবো সেসব তুলে ধরার। প্রথমে স্টাডি- লেভেল -১ চ্যানেলে দেওয়া নির্ধারিত প্রশ্নপত্রের আলোকে উত্তরপর্ব সাজানো হবে আর তারপর বাকি কিছু নিজস্ব অভিমত, ধারণা বর্ণনা এবং সংজ্ঞায়নের মাধ্যমে পোস্ট শেষ করছি ।
ধন্যবাদ ।

★ প্রশ্ন- ১ : কোন ধরনের এক্টিভিটিজ স্প্যামিং বলে গণ্য হয় ?

'স্প্যাম' বলতে অপ্রাসঙ্গিক বা অপ্রয়োজনীয় বার্তা কিংবা লেখা অথবা বিষয়কে বোঝায় যা বারবার পুনরাবৃত্তির মতো অপ্রাসঙ্গিকভাবে ব্যাবহারকে বোঝায় । যিনি স্প্যাম সম্পাদনা করেন তাকে 'স্প্যামার' বলা হয় আর সামগ্রিক প্রক্রিয়াটাকে স্প্যামিং বলে । বাস্তব দিক থেকে এবং তাত্ত্বিক পরিসরে স্প্যাম বিভিন্ন প্রকার হতে পারে এবং তথ্য -প্রযুক্তি ইন্টারনেটের উৎকর্ষের কারণে তা বিভিন্নভাবে সংজ্ঞায়িত এবং শ্রেণিবিন্যস্ত হচ্ছে।

তবে আমরা প্রাথমিকভাবে স্প্যামিংকে চারভাগে ভাগ করতে পারি । এ চারভাগের মধ্যে যেসব কাজ পড়ে তা-ই স্প্যামিং এক্টিভিটিজের আওতায় চলে আসে । যদিও তার বিভিন্নতা সবসময়ই থাকে, নতুনভাবে সংজ্ঞা পরিবর্তিত হয় ।

  • পোস্ট স্প্যামিং - স্টিমিটে পোস্ট করার দৃষ্টিকোণ থেকেই যদি ধরা হয়, তাহলে যদি কোন ব্যাক্তি কোথাও ঘুরতে যাওয়া বা ট্রাভেল পোস্ট, রেসিপি আইটেম, কিংবা ক্রীড়াক্ষেত্রের বিভিন্ন টপিক নিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে একই জিনিস বারবার বর্ণনা করে তখন সেটা পোস্ট স্প্যামিং এর আওতায় পড়বে। কারণ যেহেতু স্প্যাম মূলত এক ধরনের একই জিনিসের পুনরাবৃত্তি তাই - পোস্টের ক্ষেত্রে তা পোস্ট স্প্যামিং ।

  • মেনশন স্প্যামিং - কোন একটি নির্দিষ্ট ব্যাক্তিকে বা ইউজারকে যদি কোন কমেন্টে কিংবা পোস্টে বারবার মেনশন দেওয়া হয়, অপ্রাসঙ্গিক এবং অপ্রয়োজনীয় ভাবে এবং যদি তা বিরক্তির উদ্রেক করে - তাহলে তা মেনশন স্প্যামিং ।

  • কমেন্ট স্প্যামিং - কমেন্ট স্প্যামিং বলতে বোঝায় অল্প শব্দ ব্যাবহার করে, কোন একটি ব্যাক্তির পোস্ট না পড়ে মন্তব্য করা যা পোস্টের বিষয়ের সাথে অসামঞ্জস্যপূর্ণ ঠেকবে। এটি বিভিন্নভাবে হতে পারে, যদি ক্ষুদে এসব কমেন্ট বারবার করা হয় এবং সেগুলো মামুলি ধরনের কমেন্টের আওতায় পড়ে তখন তা অপ্রাসঙ্গিক এবং কমেন্ট স্প্যামিং ।

3d-person-with-cart-spam-word_1156-290.jpg
Src

  • ট্যাগ স্প্যামিং - ট্যাগ করারও বিধি আছে। কোন পোস্ট লেখার সময় প্রাসঙ্গিক এবং কিওয়ার্ড হিসেবে মূল প্রসঙ্গ ও লেখাকে প্রতিনিধিত্ব করে এমন ট্যাগ বাদে অন্য কোন অপ্রাসঙ্গিক ট্যাগ ব্যবহার করা এর মধ্যে পড়ে।

★ প্রশ্ন-২ : ফটো কপিরাইট সম্পর্কে আপনি কি ধারণা অর্জন করেছেন ?

ফটো বা ছবি যেহেতু একটি ইন্টেলেকচুয়াল প্রপার্টি তার নিজস্ব স্বত্বাধিকারী রয়েছে যিনি ছবির মালিকানা দাবি করে থাকেন। উন্নত বিশ্বে ইন্টারনেট জুড়ে নির্দিষ্ট ব্যাক্তিকে বা ছবির মালিককে তার প্রাপ্য রয়ালটি দেয়ার জন্য কপিরাইট আইন করা আছে, যার প্রয়োগ প্রায় সব জায়গায়ই হয়ে থাকে, এ আইন ভঙ্গ করাকে কপিরাইট লঙ্ঘন বা ইন্ফ্রিন্জমেন্ট বলা হয় ।

যেমন বিখ্যাত কিছু ছবি বা চিত্রকর্মের কথাই বলি যা বিশ্বজুড়ে পরিচিত ও বিখ্যাত, মোনালিসা ছবি । এ ছবিটি লুভ্যর মিউজিয়ামে সংরক্ষিত আছে, ছবিটির অজস্র ফটো তুলে বিভিন্ন ওয়েবসাইটে প্রকাশ করা আছে। এখন যদি কোন ব্যাবহারকারী যেকোন স্বত্ব সংরক্ষণ করা আছে এমন ওয়েব এড্রেস থেকে ডাউনলোড করে বা সংগ্রহ করে নিজের বলে ব্যাবহার করে : সে ব্যাবহার যদি বাণিজ্যিক কিংবা অবাণিজ্যিকও হয় - সেটা কপিরাইট লঙ্ঘন, যদি মূল মালিক ছবিটির মালিকানা দাবি করে।

এক্ষেত্রে অবশ্যই ছবির পাশাপাশি রেফারেন্স, মালিকানার ক্রেডিট কিংবা সোর্স উল্লেখ করতে হবে, কপিরাইট আইনের আওতামুক্ত হবার জন্য । ফটো কপিরাইটও একই বিষয় বোঝায়।

★ প্রশ্ন-৩ : তিনটি ওয়েবসাইটের নাম বলুন যেখানে কপিরাইট ফ্রি ফটো সংগ্রহ করা যায় ?

সব ছবিই কপিরাইট দাবি করে না । কপিরাইটমুক্ত ছবিও আছে অনেক, সেগুলো আলাদা বিশেষায়িত ওয়েবসাইট এড্রেসের অন্তর্ভুক্ত হয়ে থাকে । তিনটি ওয়েবসাইটের নাম যেখান থেকে কপিরাইট ফ্রি ফটো সংগ্রহ করা যায় তা হলো -

  • www.unsplash.com
  • www.pixabay.com
  • www.freeimage.com [ ওয়েবসাইটগুলোর নাম ইংরেজিতে দেওয়া হয়েছে জটিলতা পরিহারের জন্য ]

pink-neon-glow-hashtag-symbol-vector-font-typography_53876-166858.jpg
Src

★ প্রশ্ন-৪ : পোস্ট করার সময় ট্যাগ কেন ব্যাবহার করতে হয় এবং কিসের ভিত্তিতে ট্যাগ নির্বাচন করতে হয় ?
ট্যাগ মূলত পোস্টের শেষে নির্দিষ্ট বক্সে দেওয়া কিছু কিওয়ার্ড যা দিয়ে কি বিষয় সম্পর্কে পোস্ট করা হয়েছে তা সম্পর্কে ' একটি পূর্ণ শব্দে" বিষয়টি সম্পর্কে ইঙ্গিত করে । ট্যাগ ব্যাবহার অবশ্যই পোস্টের টপিক, বিষয়বস্তু, কিংবা লেখার সম্পর্কে প্রাসঙ্গিক হতে হয় না হলে তা ট্যাগ স্প্যামিং এর আওতায় পড়ে যায় ।

ট্যাগ নির্বাচনের ক্ষেত্রে পোস্টের টপিকের মূলভাব বিবেচনায় নিতে হয় ; যেমন : রেসিপি পোস্টের জন্য রেসিপি, মাছ, সবজি, রন্ধনপ্রণালি ইত্যাদি উল্লেখ করতে হয়। ভ্রমণের ক্ষেত্রে স্থানের নাম, শহর কিংবা স্পট, ভ্রমণ ইত্যাদি শব্দ ব্যাবহার করতে হয় যা কিছু প্রাসঙ্গিক। ট্যাগ ইংরেজিতে লিখতে হবে, যেহেতু স্টিমিটের ভাষা ইংরেজি এবং সেভাবে প্রোগ্রাম করা আছে সবকিছু ।

★ প্রশ্ন-৫ : আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কি কি বিষয়ের ওপর পোস্ট লেখা নিষিদ্ধ ?

বিভিন্ন ক্ষেত্রবিশেষে আপত্তি সৃষ্টি করে এমন কিছু ক্যাটাগরির পোস্ট বা বিষয় সম্পর্কিত লেখা উক্ত কমিউনিটিতে পাবলিশ করা যাবে না। যেসব বিষয় বা ক্যাটাগরি মূল নীতিমালা ভঙ্গ করে এবং কার্যত নিষিদ্ধ সেগুলো হলো -

১. ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এবং নির্দিষ্ট একটি উস্কানি সৃষ্টি করে এমন কিছু,
২. চাইল্ড পর্নোগ্রাফি ও শিশুশ্রম উৎসাহিত করে, শিশুদের হেয় প্রতিপন্ন ও সম্মান ক্ষুণ্য করে,
৩. নারী বিদ্বেষমূলক ভাব জাগরণ করে, নারী নির্যাতন জাতীয়,
৪.রেসিজম কিংবা বর্ণবাদ, বর্ণবৈষম্যের প্রকাশ ঘটায়,
৫.ব্যাক্তি, প্রতিষ্ঠান কিংবা কোন শ্রেণির মানুষের সম্মান ক্ষুন্ন করে এমন ধরণের পোস্ট,
৬.রাজনৈতিক উৎসাহ প্রদান, হেয় প্রতিপন্ন করা, অবৈজ্ঞানিক ও গুজব সৃষ্টি করে এমন কিছু,
৭. নট সেফ ফর ওয়ার্ক (এনএসএফইউ) ছাড়া অশ্লীল, শ্রীবিবর্জিত কোন ছবি, অডিও, ভিডিও বা টেক্সট ডকুমেন্টস,
৮। সর্বোপরি, কোন অপরাধকে সমর্থন করে এ জাতীয় বিষয় ইত্যাদি ।

★ প্রশ্ন -৬ : প্ল্যাগিয়ারিজম সম্পর্কে আপনি কি জানেন?

কোন নির্দিষ্ট লেখকের বা ওয়েবসাইটের বা প্রতিষ্ঠানের লেখা চুরি করে এনে নিজের নামে প্রকাশিত করা, বা নিজের দাবি করে চালিয়ে দেয়াকে লেখাচুরি বা প্ল্যাগিয়ারিজম বলা হয় । যদি কোন ব্যাক্তি নিজস্ব লেখার বাইরে রেফারেন্স ব্যাতীত লেখা নিজের বলে অন্তর্ভুক্ত করে তা ও এর আওতায় পড়ে ।

★ প্রশ্ন-৭ : রি-রাইট আর্টিকেল কাকে বলে?

রিরাইট ও প্ল্যাগিয়ারিজম দুটি প্রায় কাছাকাছি দুটি টার্ম, প্ল্যাগিয়ারিজম হলো সরাসরি অন্যের লেখা বা কনটেন্ট চুরি করে নিজের নামে ব্যবহার, আর রিরাইট হলো বিভিন্ন সোর্স থেকে লেখা সংগ্রহ করে এলোমেলো তথ্য বিন্যস্ত করে নিজের বলে চালিয়ে দেয়া। এক্ষেত্রে পুরোপুরি কপি করা লেখা প্রকাশ করা হয় না, তবে সাদৃশ্য থাকে মূল সোর্স গুলোর সাথে।

প্যারাফ্রেজ করার এপ্লিকেশন দিয়ে রিরাইট আর্টিকেল চিহ্নিত করা যায় ।

★ প্রশ্ন-৮ : ব্লগ লেখার সময় রিরাইট আর্টিকেলে কি কি বিষয় উল্লেখ করতে হবে ?
রিরাইট করা লেখার ক্ষেত্রে প্রথমেই রেফারেন্স উল্লেখ করতে হবে, মূল লেখক বা ওয়েবসাইটের ঠিকানার লিঙ্ক যেটাকে বোঝায় তা প্রকাশ করতে হবে। মূল লেখা ৭৫% অন্তত নিজের হতে হবে এবং বাকি ২৫% লেখারও সোর্স দিতে হবে এবং লেখকের নাম উদ্ধৃত করতে হবে। মার্কডাউন ব্যবহার করে হালকা ঝাপসা করে পোস্ট করে উদ্ধৃতিকে কাভার করা যায় ।

ছবির ক্ষেত্রে সোর্স উল্লেখ করতে হবে।

young-adult-organizing-documents_23-2149396630.jpg
Src

★ প্রশ্ন-৯ : একটি পোস্ট কখন ম্যাক্রো পোস্ট হিসেবে গণ্য হবে?

পোস্ট এর মূল অংশে যদি ১০০ শব্দের কম লেখা থাকে, অথবা একটি ছবি ও ১০০ শব্দের কম লেখা থাকে, তা হবে মাইক্রো পোস্ট বা ক্ষুদ্র পোস্ট। এই বেসলাইনের ওপরের সকল পোস্টই ম্যাক্রো পোস্ট হিসেবে ধরা হয় ।

★ প্রশ্ন-১০ : প্রতি ২৪ ঘন্টায় একজন ব্লগার সর্বোচ্চ কতটি পোস্ট করতে পারবে ?
উক্ত কমিউনিটিতে প্রতি ২৪ ঘন্টায় তিনটি পোস্টের বেশি করা যাবে না। তবে স্টিমিটের আলাদা নিয়ম রয়েছে, যা এবিবির নিয়মের অধীন নয়।

পোস্টটি কিছুটা দীর্ঘ হয়েছে যদিও তারপরও আশা করি আমি যেসব বিষয়ে ধারণা লাভ করতে পেরেছি ও শিখতে পেরেছি তা আপনাদের সামনে অল্প কথায় ব্যক্ত করলাম। পোস্টে কোন ত্রুটি থাকলে তা সংশোধন করে গ্রহন করবেন এমনটা প্রত্যাশা করি।
সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, 💐💖✒️

নিজের সম্পর্কে কিছু কথা


Blue Abstract Watercolor Blank Template Instagram Story_20240516_152026_0000.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

বেশ ভালো লিখেছেন, level-১ থেকে অর্জন পোষ্টের মাধ্যমে তুলে ধরেছেন। এগিয়ে যান ভাইয়া আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

ধন্যবাদ, ভাই।
লেভেল -১ এর সকল ধাপ পার হয়ে পরবর্তী লেভেলে যাওয়ার জন্য একটি ভালো ধারণা অর্জন করতে পারবো এই আশা করি।
আপনার জন্যও শুভকামনা জানাই।

লেভেল এক হতে স্টিম এর সুচনা সম্পর্কে দারুন কিছু তথ্য জেনেছেন এবং সেগুলো খুব সুন্দর করে পয়েন্ট আকারে আমাদের মাঝে তুলে ধরেছেন। শুভ কামনা রইলো আপনার জন্য।

লেভেল-১ এ স্টিমিট ও এবিবি কমিউনিটির মৌলিক কিছু বিষয়, নিয়মকানুন আর করণীয় দিক
গুলো সম্পর্কে বিস্তারিত জেনে উপকৃত হয়েছি। এবিবি স্কুলের লেকচার শিটে দারুণভাবে বর্ণনা করেছে, যা থেকে ভালো আইডিয়া নিয়ে পোস্টটি শেষ করতে পেরে আনন্দিত।
আপনার মূল্যবান কমেন্টটির জন্য ধন্যবাদ জানাই আর এভাবেই স্টিমিটে কমিউনিটিটি তার স্থান ধরে রাখুক - এই প্রত্যাশা ব্যক্ত করি।

খুব ভালো পরীক্ষা দিয়েছেন। এগুলো স্টিমিট এর সব কমিউনিটিতে কাজ দেবে।

আপনার হাতের কাগজটি বদলে বড়ো একটি কাগজে লিখে দিন।

প্রশংসার জন্য ধন্যবাদ জানাই আপনাকে।
স্টিমিটের ব্যাপারে যত পরিষ্কার ধারণা অর্জন করতে পারবো আশা করি ততই সুন্দর একটি ক্যারিয়ার গঠনে তা সহায়ক হবে ।
তারিখ ও স্টিমিটের অর্জনন সম্বন্ধীয় কাগজটি বদলে নতুন আরেকটি সেলফি সংযোজন করেছি। তার জন্য পোস্টটা কিঞ্চিৎ হালনাগাদ করতে হয়েছে।
কিছু ভুলত্রুটি থাকলে জানাবেন, এ প্রত্যাশা করি ।
আপনার জন্য শুভকামনা রইলো, 💐