|| ফুল গাছের নিচে একটি মেয়ের ফুলের সৌরভ নেয়ার দৃশ্য || ১০% বেনিফিশিয়ারি @shy-fox ও ৫% @abb-school এর জন্যে

in hive-129948 •  2 years ago 
হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন। আশা করি ভাল আছেন। ভাল থাকেন, সুস্থ থাকেন এই কামনায় করি। আর আমিও ভাল আছি।

00.jpg

বন্ধুরা আজ আমি আপনাদের জন্য নতুন একটি আর্ট নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা আমরা সবাই ফুলকে ভালোবাসি। ফুল ভালোবাসে না ওরকম লোক এ জগতে পাওয়া বড় মুশকিল। তাই এই ফুলকে কেন্দ্র করে ফুল গাছের নিচে একটি মেয়ের ফুলের সৌরভ নেয়ার দৃশ্যটি অংকন করেছি আপনাদের মাঝে শেয়ার করার জন্য।

বন্ধুরা এই আর্টটি আমার সহধর্মিণী তার এক আত্মীয় বাসায় দেখেছিল। সে সেখান থেকে ছবি তুলে এনে আমাকে বলে, এ ছবিটি তাকে আর্ট করে দেয়ার জন্য এবং সে এটাকে পুঁথি এবং চুমকি দিয়ে নতুন করে ডিজাইন করে ওয়ালমেট বানাবে। তো কি আর করা, আমি তাকে একটি সাদা কাপড়ের মধ্যে সুন্দর করে এই ছবিটি আর্ট করে দিয়েছিলাম এবং আমার সহধর্মিণী অনেক পরিশ্রম করে এই ছবিটিকে সুন্দর করে পুঁথি ও চুমকির সাহায্যে একটি নতুন লুক দিয়ে ওয়ালমেট তৈরি করে এবং এটি দেখতে খুবই সুন্দর হয়েছিল। সুন্দর হয়েছিল বিধায় ছবিটিকে আমি সুন্দর করে কাঁচ দিয়ে ফ্রেমে বাধাই করে আমার বাসায় দেয়ালে টাঙিয়ে রেখেছি।

ওই ছবিটি দেখতে অনেক সুন্দর হয়েছিল তাই ঐ ছবিটি আমি আবার নতুন করে কাগজে অঙ্কন করে আপনাদের মাঝে শেয়ার করার সিদ্ধান্ত নিলাম। তো যেই কথা সেই কাজ। বিভিন্ন কালার পেন্সিল এবং কাগজ নিয়ে বসে পড়লাম আর্টটি করার জন্য।

এই আর্টটি আমি করার সময় প্রতিটি কাজ ধাপে ধাপে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। আশা করি এই আর্টটি দেখে আপনাদের ভালো লাগবে। আপনারা সবাই এই আর্টের ভালো লাগা, মন্দ লাগা বা কোন ভুল ত্রুটি থাকলে আমাকে মন্তব্য জানাবেন। তাহলে আমি পরবর্তীতে ড্রইং এর সময় সেগুলো এড়িয়ে চলতে পারবো।

তো বন্ধুরা আজকে আর বেশি কথা বাড়াবো না। এখন চলুন দেখে নেই ফুল গাছের নিচে একটি মেয়ের ফুলের সৌরভ নেয়ার দৃশ্যটি আমি কিভাবে অঙ্কন করেছি।

7b4bio5hobgskW8qdPdvSqcwwJTvbiCMpGmRey1Rtd8H5qcgjAMZfti1EaKaghUZBmwPBFvynsCdu6uVJD18w1VYxCzjQcTgN69T6FvJ38St76pJuZBj5hv3UQrxu2kgnzmaEJrzZ97Wu61AUrRq5XWCMjYA.png

প্রয়োজনীয় উপকরণ👇
সাদা কাগজএক পিস
কালার কলমদুইটি
কালার পেন্সিলবিভিন্ন কালার
পেন্সিলএকটি
কাটারএকটি
ইরেজারএকটি

00.1.jpg

প্রথম ধাপ👇

প্রথমে পেন্সিলের সাহায্যে একটি গাছ এঁকে নেব।

01-1.jpg

দ্বিতীয় ধাপ👇

এখন গাছের নিচে একটি মেয়ের আকৃতি এঁকে নেব।

02-1.jpg

02-2.jpg

তৃতীয় ধাপ👇

এখন মেয়েটির হাত ও শাড়ির অংশে কিছুটা পেন্সিল স্কেস করে নেব।

03-1.jpg

চতুর্থ ধাপ👇

এখন মেয়েটির জামার গলা ও ওড়না এঁকে নেব।

04-1.jpg

পঞ্চম ধাপ👇

এখন মেয়েটির জামার নিচের দিকে কিছুটা ম্যান্ডেলা আর্টের মতো এঁকে নেব।

05-1.jpg

05-2.jpg

ষষ্ঠ ধাপ👇

এখন জামার গলা ও জামাতে ডিজাইন করে নেব।

06-1.jpg

সপ্তম ধাপ👇

এখন শাড়ির অংশে পেন্সিল দ্বারা ডিজাইন করে নেব।

07.jpg

অষ্টম ধাপ👇

এখন গাছের মধ্যে ফুল এঁকে নেব।

08.jpg

নবম ধাপ👇

এখন মেয়েটির মাথার চুলগুলো পেন্সিল দ্বারা ডিজাইন করে নেব।

09.jpg

দশম ধাপ👇

এখন গাছটিকে পেন্সিল দ্বারা ডিজাইন করে নেব।

10.jpg

এগারোতম ধাপ👇

এখন ফুলগুলোকে পেন্সিল দ্বারা ডিজাইন করে নেব।

11-1.jpg

11-2.jpg

বারোতম ধাপ👇

এখন ছবির মধ্যে আমার স্বাক্ষর করে নেব।

ফুল গাছের_8.jpg

বন্ধুরা আমি এখানেই আমার আর্টটি শেষ করে দিতে চেয়েছিলাম কিন্তু দেখছি ছবিটি ভালো লাগছে না। তাই আবার বিভিন্ন কালার কলম ও পেন্সিল দ্বারা ছবিটিকে কালার করে নিয়েছি এখন আমি তা আপনাদের ধাপে ধাপে দেখিয়ে দিচ্ছি।

তেরোতম ধাপ👇

এখন মেয়েটিকে ও গাছটিকে কালার কলম দ্বারা ডিজাইন করে নিয়েছি।

13.jpg

14-1.jpg

14-2.jpg

চৌদ্দতম ধাপ👇

এখন কালার পেন্সিল দ্বারা ফুলগুলো কালার করে নিয়েছে।

15-1.jpg

পনেরোতম ধাপ👇

এখন মেয়েটির চুল গলার কাজ ও শাড়ির অংশে কালার করে নিয়েছে।

16-1.jpg

ষোলতম ধাপ👇

এখন মেয়েটির জামাটি কালার পেন্সিল ✏️ দ্বারা কালার করে নিয়েছি।

17-1.jpg

শেষ ধাপ ও ফাইনাল আউটপুট👇

এখন মেয়েটির শরীরের অংশ কালার পেন্সিল ✏️ দ্বারা কালার করে নিয়েছি। আর এভাবেই তৈরি হয়ে গেল ফুল গাছের নিচে একটি মেয়ের ফুলের সৌরভ নেয়ার অপরূপ দৃশ্য।

18-1.jpg

45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFaFRaYtrbhP5uFE57vwtKEnRVcfHiPuUhFVnNsUym7pT5VnCqyg5yhZZUE7NzG...mHBdkLfRy8awki3usxrQA9pGaNZDfpt8nLEwBEzJuspcJQbwnPKgksksmdCX4wGGCxP1mCUC5SnebPUVJx44gP8SzUDJ9qHZxCn5H4gVGkHNmtgVBghzv13zaz.png

এতক্ষণ ধৈর্য ধরে আমার পোস্টটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

আমার পরিচয়ঃ👇

আমার নাম আশীষ বড়ুয়া। আমার ইউজার আইডি-@asishbarua . আমার বাড়ি চট্টগ্রাম জেলার, রাঙ্গুনিয়া থানায়। আমি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করি। পাশাপাশি স্টিমিটে লেখা লেখি করছি।



আর্ট@asishbarua
ক্যামেরাঃমোবাইল
মডেলটেকনো স্পার্ক-৭
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ফুল গাছের নিচে একটি মেয়ের ফুলের সৌরভ নেয়ার দৃশ্য দেখে মুগ্ধ হয়ে গেলাম আপনি অনেক নিখুঁতভাবে কাজটি সম্পন্ন করেছেন এবং আমাদের মাঝে অনেক সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

আমার ড্রইং এবং উপস্থাপনা আপনার ভালো লেগেছে এটাই আমার ড্রইংয়ের সার্থকতা। ধন্যবাদ।

ফুল গাছের নিচে একটি মেয়ের ফুলের সৌরভ নেয়ার দৃশ্যটা অনেক সুন্দর করে নিখুঁত ভাবে অংকন করেছেন। আমার কাছে বেশ ভালো লেগেছে।মেয়েটার জামা টা অনেক সুন্দর করে আর্ট করেছেন।গাছে ফুল দেওয়ার কারণে বেশি সুন্দর লাগছে। সবশেষে কালার কম্বিনেশন টা ভালো লেগেছে।কালার করার কারণে বেশি ভালো লাগছে। ধন্যবাদ ভাইয়া আপনাকে সুন্দর একটি আর্ট পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভ কামনা রইলো আপনার জন্য।

ধন্যবাদ ভাই, আমার আর্টটি সম্পূর্ণ ভালোভাবে দেখে গুছিয়ে সুন্দর মন্তব্য করার জন্য। আমার পোস্টটি আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইল।

ফুল গাছের নিচে একটি মেয়ের ফুলের সৌরভ নেয়ার দৃশ্য দেখছি আপনি অনেক দক্ষতার সাথে ফুল গাছের নিচে একটি মেয়ের দৃশ্য তৈরি করেছেন।প্রতিটি ধাপ আমার অনেক ভালো লেগেছে এবং এমন দৃশ্য অঙ্কন করার একটি নেশা আমার ভিতরে কাজ করছে।অনেক সুন্দর হয়েছিল ধন্যবাদ এত সুন্দর ভাবে আমাদের মাঝে পোস্ট তৈরি করে শেয়ার করার জন্য।

ধন্যবাদ ভাই আপনার সুন্দর মন্তব্যের জন্য। আপনার জন্য শুভকামনা রইল

এক কথায় অসাধারণ ছিল আপনারা আজকের এই দৃশ্য অংকন। আমার কাছে তো জাস্ট অসাধারণ লেগেছে আপনার আজকের এই দৃশ্য অঙ্কন টি। ফুল গাছের নিচে একটি মেয়ের ফুলের সৌরব নেওয়ার দৃশ্য আমার কাছে ভীষণ। আপনি খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন এবং শেয়ার করেছেন। ধন্যবাদ শেয়ার করার জন্য।

আমার ড্রইং টা আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

রং পেন্সিল দিয়ে আপনি খুবই সুন্দর একটি ছবি এঁকেছেন দাদা, অনেকগুলো ছবি দিয়ে প্রত্যেকটা ধাপ খুব সুন্দর ভাবে ব্যবহার করে আপনি বোঝানোর চেষ্টা করেছেন যেটা বেশ ভালো লাগলো আমার।

আপনার ভালো লেগেছে শুনে খুশি হলাম। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

ফুলের সুগন্ধি উপভোগ করার একটি মেয়ের চিত্র অংকন সত্যিই অনেক সুন্দর ছিল। এই ধরনের চিত্র অংকন নিজেকে দক্ষ করে তোলে। যেটা আপনি খুব সুন্দর করে অঙ্কন করে দেখালেন ভালো লাগলো।

আপনার প্রশংসা দেখে অনেক ভালো লাগলো। এভাবে পাশে থাকবেন। ধন্যবাদ।

মেয়েটির ফুলের গন্ধ নেয়ার দৃশ্য দেখে বুঝতে পারলাম আসলে আপনার সুন্দর দক্ষতা রয়েছে ছবি অংকনের। এত সুন্দর করে উপস্থাপন আমাকে খুব মুগ্ধ করলো। খুবই সুন্দর হয়েছে আপনার আজকের চিত্র অংকন যা দেখে আমি অত্যন্ত খুশি।

আমার আর্ট দেখে আপনি অত্যন্ত খুশি হয়েছেন জেনে আমারও অনেক খুশি লাগছে, ভালো লাগছে। আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

আপনি খুব সুন্দর করে ফুল গাছের নিচে একটি মেয়ের ফুলের সৌরভ নেয়ার দৃশ্য অংকন করেছেন। গাছের নিচে একটি মেয়ের ফুলের সৌরভ নেওয়ার দৃশ্যটি খুব অসাধারণ ছিল। শুরু থেকে শেষ পর্যন্ত খুব চমৎকারভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন। তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আমার ড্রইং টি ভালোভাবে দেখে সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

ফুল গাছের নিচে দাঁড়িয়ে থাকা একটি মেয়ের ফুলের সৌরভ নেওয়ার অনেক সুন্দর একটি চিত্র অঙ্কন করে আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন। কালার কম্বিনেশন অনেক বেশি আকর্ষণীয় ছিল সেই সাথে সুন্দর উপস্থাপনা । অনেক ভালো ছিল আপনার এই পোস্ট।

আমার ড্রইং এর কালার কম্বিনেশন আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ, আপনার সুন্দর মন্তব্যের জন্য।

পেন্সিল আর্ট এর মাধ্যমে খুবই চমৎকারভাবে ফুল গাছের নিচে বসে একটা মেয়ের ফুলের সৌরভ নেয়ার চিত্র অঙ্কন করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে এমন সুন্দর চিত্র দেখলেই মুগ্ধ হয়ে যায় মন। প্রতিটি ধাপে ধাপে আপনি আমাদেরকে দেখিয়েছেন কিভাবে এমন চমৎকার চিত্র অংকন করতে হয়।

আমার ড্রইংটি আপনার মনে সামান্য দোলা দিতে পেরেছে, এতেই আমার ড্রইংয়ের সার্থকতা। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

আপনার ছবি অংকন এর পদ্ধতি টা অনেক সুন্দর হয়েছে। আপনি প্রথম থেকে শেষ অব্দি খুব ভালোভাবে ছবি অংকনের পদ্ধতি বর্ণনা করেছেন। আমাদের মাঝে এরকম ছবি অঙ্কন করে মাঝে মাঝে শেয়ার করবেন। অশেষ ধন্যবাদ আপনাকে।

আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। এভাবে পাশে থাকবেন। আপনার জন্য শুভকামনা রইল।

আপনার মার্কডাউন সুন্দর হয়েছে।তবে আমি বলবো,
আপনি আর্ট বাদে অন্য কিছু ট্রাই করলে বেটার হবে।অর্থাৎ আর্ট আগে নিজে নিজে কিছুটা ট্রাই করুন,এরপর প্লাটফর্ম এ উপস্থাপন করবেন।

ধন্যবাদ আপু, আমার মার্ক ডাউন ভালো হয়েছে যেনে ভালো লাগলো এবং আপনার দেয়া গাইড লাইন আমি মেনে চলার চেষ্টা করবো।

খুবই নিপুনভাবে করেছেন ভাই আপনার ফুল গাছের নিচে একটি মেয়ের ফুলের সৌরভ নেয়ার দৃশ্যটি। অসাধারণ হয়েছে। আগামীকাল সুন্দর সুন্দর আর্টের দৃশ্য ু দেখার অপেক্ষায় রইলাম।

সুন্দর মন্তব্যের মাধ্যমে উৎসাহ দেয়ার জন্য অনেক ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।