মুভি রিভিউ (১০%@shy-fox এবং ৫%@abb-school এর জন্য)

in hive-129948 •  2 years ago 

কেমন আছেন সকলে?

জীবন জীবিকা নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়েছি কদিন ধরে যে আপনাদের মাঝে কিছু শেয়ার করার সুযোগ হয়ে উঠছে না, আজ আবার অনেকদিন পর নতুন কিছু নিয়ে হাজির হলাম আপনাদের জন্য। আজ একটি মুভির রিভিউ দিতে চাই আপনাদের। আশা করছি আপনাদের ভালো লাগবে। মুভির সম্পর্কে নানান খুঁটি নাটি আমি নিচে উল্লেখ করছি।
গত রবিবার আমি আর আমার সাথে দুই বন্ধু অনেকদিন বাদে হাজির হয়েছিলাম সিনেমা দেখার উদ্দেশ্যে। আসলে বন্ধুরা সকলে কাজে এত ব্যস্ত যে এখন ওদের সাথে দেখা হওয়া টা ভাগ্যের ব্যাপার। তাই রবিবার দিন টা মোটামুটি ছুটি পাওয়াতে সবাই মুভি দেখার প্ল্যান করে ফেললাম। হাজির হলাম বাড়ির কাছেই একটি সিনেমা হলে, হল টির নাম সঙ্গম, সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত একটি প্রেক্ষাগৃহ। হল বাড়ি থেকে বেশি দূরে না হওয়ার কারণে সাইকেল নিয়ে যাওয়াই শ্রেয় মনে করলাম , তবে বিপত্তি ঘটলো মাঝ রাস্তায়, একবন্ধুর সাইকেলের চাকা হঠাৎ করে পাংচার, ব্যস ওর পিছনে সময় গেলো অনেকটা, সাইকেল সারাই এর দোকান খুঁজে বার করা , তারপর সারাই করার সময়টা অপেক্ষা করা। এসব যখন কমপ্লিট হলো ঊর্ধ্বশ্বাসে ছুটে ছুটে পৌঁছলাম পেক্ষাগৃহে। ভাগ্য সহায় ছিলো তাই মুভি শুরু হওয়ার মিনিট খানেকের মধ্যেই ঢুকে পড়েছিলাম, টিকিট অনলাইনেই কাটা ছিল। যাই হোক গিয়ে বসলাম নিজেদের সিটে।

ছবিব্রহ্মাস্ত্র
মুখ্য অভিনেতারণবীর কাপুর
মুখ্য অভিনেত্রীআলিয়া ভাট
পার্শ্ব চরিত্রঅমিতাভ বচ্চন
খল নায়িকামৌনী রায়
পরিচালকআয়ান মুখার্জী
শুভ মুক্তি৯ই সেপ্টেম্বর
শুরু হলো সিনেমা। সিনেমার পুরোপুরি গল্পটা আপনাদের সাথে শেয়ার করতে পারছি না ঠিকই তবে আমি আপনাদের সাথে জানাবো সিনেমাটা আমার কেমন লাগলো আর বিশেষ বিশেষ চরিত্র গুলো কেমন ছিল।

গল্পের প্রধান কেন্দ্রীয় চরিত্র হচ্ছে একটি অস্ত্র যার নাম ব্রহ্মাস্ত্র এবং সেটি তিনটি খন্ডে তিন জায়গায় রয়েছে এবং যার পিছনে তিনজন ভিলেন রয়েছে, যারা সেটিকে অধিগ্রহণ করতে চায় এবং চায় তার শক্তির প্রভাবের দ্বারা কাউকে জীবিত করতে । এবং স্বাভাবিকই সেই তিনটে শক্তিশালী খন্ড এমন এমন কারো কারো কাছে রয়েছে যারা সেটাকে রক্ষা করে আসছে বহু বছর ধরে। গল্পের নায়ক ও সেই রক্ষাকর্তারই একটা অংশ। তো সবশেষে যারা সেই খন্ডগুলোকে খুঁজছিল তারা সেটাকে পেয়ে যায় এবং সিনেমাটা সেখানেই শেষ হয়।
এর মাঝে অনেক চড়াই উৎরাই রয়েছে ।অবশ্যই যেটা সিনেমা দেখার সময় অনেকটাই উপভোগ করেছি এবং সবচাইতে বেশি যেটা উপভোগ করেছি তা হল এই সিনেমার ভি এফ এক্স। দুর্দান্ত ছিল সেই সব কাজ। আসলে আমরা থ্রিডিতে উপভোগ করেছি বলে সেগুলি আরো যেন রিয়ালেস্টিক মনে হচ্ছিল। ভি এ ফক্সের উপর এত খরচ এর আগে ভারতীয় সিনেমা জগতে কোন মুভিতেই হয়নি। গল্পের প্রতিটা ক্যারেক্টারি নিজের অভিনয়টা খুবই সুন্দর করে করেছে কিন্তু আমার সবথেকে বেশি যার অভিনয় ভালো লেগেছে এই গল্পে সে হলো ভিলেন। তার নাম হলো মৌনি রায়। অসম্ভব সুন্দরী এবং ট্যালেন্টেড। এই সিনেমাটি যবে থেকে ঘোষণা হয়েছে তবে থেকেই নানাভাবে এর প্রমোশন করা হয়েছে এবং জানানো হয়েছে যে এই সিনেমাটি একটি খন্ডে নয় বরং সেই ব্রম্ভাস্ত্রের মতই তিনটি খন্ডেই মুক্তি পাবে। তাই বলা চলে এই প্রথম খন্ড টা ছিল পরবর্তী খন্ড গুলোর একটা আভাস এবং প্রত্যেকটা চরিত্রের নানান রকম ভাবে পরিচয়। সিনেমার সম্পূর্ণ গল্পটা এমন এক জায়গায় গিয়ে শেষ হয় যেখান থেকে পরবর্তী পার্ট গুলো দেখার জন্য আগ্রহ আর কৌতুহল অনেকাংশে বেড়ে গেছে। আমি তো অধীর আগ্রহে অপেক্ষা করছি,যে কবে এর দ্বিতীয় অংশটি রিলিজ করবে।আপনারা ট্রেইলর টা দেখলেই বুঝবেন ছবিটা কতটা উপভোগ্য।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনার রিভিউটি একদম ছোট হয়ে গিয়েছে। এত অল্প কথায় একটি মুভি রিভিউ দিয়েছেন সেটি আসলেই দুঃখজনক একটি বিষয়। মুভিরর চেয়ে আপনি অন্যান্য কথা বেশি বলেছেন। আশাকরি মুভির নিয়মগুলো আপনি আবারো পড়ে দেখবেন এবং পরবর্তী নিয়ম অনুযায়ী পোস্ট করবেন।

অবশ্যই চেষ্টা করবো, আসলে এর চাইতে বেশি লিখতে গেলে হয়তো মুভির গল্প টাই বলে দিতাম, তাই একটু কম করে লিখেছি। পরের বার থেকে খেয়াল রাখবো

এই ধরনের মুভি দেখতে আমার অনেক বেশি ভালো লাগে হয়তোবা এই মুভিটি আমি দেখিনি কিন্তু মুভিটি দেখে বোঝা যাচ্ছে অনেক আকর্ষণীয় একটি মুভি ছিল। আশা করি খুব শীঘ্রই এই মুভিটি আমি দেখে নেব ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

আপনি প্রায় এক মাস থেকে ইন্যাক্টিভ এবং কমিউনিটির নিয়ম অনুযায়ী আপনার লেবেল নাল করা হলো।