লেবেল ৩ হতে আমার অর্জন- by@asitbhatta ( ১০%@shy-fox এবং ৫%@abb-school এর জন্য)

in hive-129948 •  2 years ago  (edited)

নমস্কার সকলকে আশা করি প্রত্যেকেই খুব ভালো আছেন। আমি @asitbhatta ইতিমধ্যে লেভেল৩ এর ভাইবা দিয়ে পাস করেছি এবং এখন আমি লেবেল ৩ থেকে যা যা শিখতে পেরেছি সেইগুলো বর্ণনা করছি।
লেভেল ৩ বিষয়ক বিভিন্ন নোটস পড়ে এবং ক্লাস করে আমি মার্ক ডাউন, রিওয়ার্ড কন্ট্রিবিউশন ইত্যাদি সম্পর্কে শিক্ষা পেয়েছি। নিচে আমি প্রশ্নোত্তরের মাধ্যমে সেই বিষয়গুলি স্পষ্ট করার চেষ্টা করছি।

1661877062507-01.jpg

প্রশ্নোত্তর

১) মার্ক ডাউন কি?
উ :- নিজের পোস্টকে আরো বেশি সৃজনশীল করে তুলতে এবং উপস্থাপকের কাছে আকর্ষণীয় করে তুলতে আমি যে সমস্ত কমেন্ট বা কোড গুলো ব্যবহার করব সেগুলি হলো মার্ক ডাউন।
২) মার্ক ডাউন কোড এর ব্যবহার এত গুরুত্বপূর্ণ কেন?
উ:- ছোটবেলায় পরীক্ষার খাতায় উত্তর গুছিয়ে লেখার পরেও বেশ কিছু বিষয়কে আরো হাইলাইট করতে বা পয়েন্টিং করতে আমরা পিছপা হয়নি, কারণ এতে নম্বর পাওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়। মার্ক ডাউন টাও ঠিক সেই রকম আমার পোস্টকে আমি যত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করতে পারব, যত সৃজশীলতাকে গুরুত্ব দেবো তাতে আমার পোস্টটি অন্যান্য পাঠকের কাছে বেশি গ্রহণযোগ্য হয়ে উঠবে। সেক্ষেত্রে আমার রিওয়ার্ড অর্জন বা আপ ভোট পাওয়ার সম্ভাবনাটাও বাড়বে।
৩) পোষ্টের মধ্যে মার্ক ডাউনের কোডগুলি প্রতিফলিত না করে কিভাবে দেখানো যায়?
উ:- যেকোনো মার্ক ডাউন কোড ব্যবহারের পূর্বে যদি আমি চারটি স্পেস দিই তাহলেই সেটা দৃশ্যমান হবে।
যেমন আমি ভালো আছি
এটা দেখাতে

     **আমি ভালো আছি**

৪) নিচের দেখানোর টেবিলটির মার্ক ডাউন কোড গুলি উল্লেখ করুন।

userpostssteem power
user110500
user2209000

উপরের টেবিল তৈরির কোড গুলো নিচে লেখা হলো
|user|posts|steem power|
|---|---|---|
|user1|10|500|
|user2|20|9000|

৫) সোর্স উল্লেখ করার নিয়ম কি?
উ:- সোর্স উল্লেখ করতে প্রথমে তৃতীয় বন্ধনীর ভিতরে সোর্স কথাটি লিখে পরে প্রথম বন্ধনীর ভিতরে উক্ত সোর্স লিংক টি দিতে হবে।
সোর্স

৬) বৃহৎ হতে ক্ষুদ্র ক্রমিক ভাবে এক থেকে ছয় পর্যন্ত হেডার কোড গুলি লিখুন।

Header1

Header2

Header2

Header4

Header5
Header6

উপরের কোড গুলো হলো
# Header1
## Header2
### Header3
#### Header4
##### Header5
###### Header6

৭) টেক্স্ট জাস্টিফাই মার্ক ডাউন কোডটি লিখুন।
উ:-

     <div class="text-justify">আমি ভালো আছি </div>

৮) কনটেন্টের টপিক নির্বাচনে কোন বিষয়ের উপর বেশি গুরুত্ব দেওয়া উচিত?
উ:- যেকোনো টপিক নির্বাচনের ক্ষেত্রে সেই বিষয়ের উপরে জ্ঞান ,অভিজ্ঞতা ও দক্ষতা এই তিনটি বিষয়ই পরিপূর্ণ থাকা প্রয়োজন।

৯) কোন টপিকের উপর ব্লক লিখতে গেলে সেই টপিকের উপর জ্ঞান থাকা জরুরী কেন?
উ:- কোন টপিকের উপর সম্পূর্ণ জ্ঞান থাকলে তবে সেটা লেখার উপর প্রতিফলিত হয় এবং পাঠকের মনে তা যথেষ্ট প্রভাব ফেলে। অসম্পূর্ণ বা অর্ধেক জ্ঞান অনেক ক্ষেত্রেই অজান্তে ভুল জিনিস প্রচারে উৎসাহ দান করে ফেলে।

১০) ধরুন স্টিম কয়েনের মূল্য $0.50। আপনি একটি পোস্টে $7 ভোট দিলেন। তাহলে আপনি কত $ (ইউএসডি) কিউরেশন পাবেন?

উ:- কিউরেশন রিওয়ার্ড পাব $3.5। যদি স্টিম কয়েনের মূল্য $0.50 থাকে তবে 7 স্টিম পাবো।

১১) সর্বোচ্চ ফিউরেশন রিওয়ার্ড পাবার কৌশল কি?
উ:-
ক) যে কোন পোস্টে প্রথম পাঁচ মিনিট এবং শেষ বারো ঘন্টা এড়িয়ে ভোট দিতে হবে।
খ)ভালো পোস্ট খুঁজে ভোট দিতে হবে।
গ) পোস্ট হওয়ার পাঁচ মিনিট পর থেকে 6 দিন 12 ঘন্টা গ্রিন জোন হিসেবে থাকে তাই তখন ভোট দেওয়া যাবে।
ঘ) যেকোনো বড় ভোট করার আগে ভোট দিতে হবে।
ঙ) চেষ্টা করতে হবে আমার ভোটটা যেন ট্রেন্ডিং পোস্টেই পড়ে।

১২) নিজে কিউটেশন করলে বেশি আর্ন হবে নাকি @heroism এ ডেলিগেশন করলে বেশি আর্ন হবে?
উ:- @heroism এ ডেলিগেশন করলেই বেশি আয় হবে। কারণ কোয়ালিটি পোস্ট খুঁজে বার করাটা একটা সমস্যা, সেই কাজটা @heroism করে দেবে। আমি যদি @heroism কে ডেলিগেট করি, তাহলে বেশি পাওয়ারের উপর ভিত্তি করে কোয়ালিটি পোস্টে ভোট পরবে এবং সেখান থেকে কিউরেশনের মাধ্যমে আমিও আমার রিওয়ার্ড টা পেয়ে যাব। তাই কম সময়ে একটু ভালো আয় করতে চাইলে ডেলিগেশন করা প্রয়োজন।

IMG_20220830_220045.jpg

আশা করি উপরের পয়েন্ট গুলোর ভিত্তিতে আমি আমার বিষয়গুলো উপস্থাপন করতে পেরেছি।

-ধন্যবাদ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনি প্রত্যেকটা প্রশ্নের সঠিকভাবে উত্তর দেওয়ার চেষ্টা করেছেন। আপনার জন্য শুভকামনা রইল। তবে আপনি যেই পেপার এর মধ্যে লিখেছেন সেই বিষয়টি নতুন করে লিখতে হবে। অবশ্যই আজকের তারিখ ব্যবহার করবেন, এডিট করে আমাকে জানাবেন।

সঠিক দিশা দানের জন্য ধন্যবাদ। আমি এডিট করে দিয়েছি।

প্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই কারণ লেবেল থ্রি থেকে এখনই অনেক কিছুই আয়ত্ত করে নিয়েছেন সেটা আপনার পোস্ট দেখেই বুঝতে পারলাম। আমার জানি লেভেল থ্রি অনেক গুরুত্বপূর্ণ একটি ক্লাস এখানে অনেক মার্ক ডাউন এর বিষয়ে শেখানো হয় ধন্যবাদ ভাই এভাবেই গুরুত্ব সহকারে এমবি স্কুলের ক্লাস গুলো করে সামনের দিকে এগিয়ে যান ধন্যবাদ।

আপনাকেও ধন্যবাদ, চেষ্টা করেছি ভালোভাবে শেখার, পোস্টে তারই প্রতিফলন।