হ্যালা বন্দুরা আপনারা সবাই কেমন আছেন, আশা করছি ভাল আছেন, আজকে আলোচনার বিষয় হচ্ছে। “ ছাত্রছাত্রীদের অনলাইন থেকে টাকা ইনকাম করার কিছু সেরা উপায়। অনেক ছাত্রছাত্রী আছে যারা অনলাইন থেকে টাকা সবাই ইনকাম করতে চায়। কিন্তু সবাই টাকা ইনকাম করতে পারেনা। ছাত্রছাত্রীদের প্রধান কাজ লেখা পড়া করা। কিন্তু পড়ালেখার পাশাপাশি অনলাইন থেকে যদি বাড়তি টাকা আয় করা যায় ? তাহলে কেমন হয়। নিশ্চয় ভাল, তাই না ।আপনার যদি ছাত্র জীবন হতে আনলাইনে ক্যারিয়ার গড়তে চান তাহলে এই পোস্টাটি পড়া আপনাদের জন্য অতিব জরুরী।কেননা এই পোস্টে অনলাইন থেকে টাকা ইনকাম করার যাবতীয় বিষয় আলোচনা করা হয়েছে।
ছবি কেনভা দিয়ে ডিজাইন করা
বতমান সময়ে অনলাইন থেকে টাকা ইনকাম প্রতিটি মানুষ করতে চায়,মোট কথা হচ্ছে যাদের হতে স্মার্ট ফোন আছে, তারা সবাই টাকা ইনকাম করতে চায় আর এ কারণে দেখা যায় অনেক মানুষ অনলাইন ক্যাসিনোতে টাকা ইনকাম করতে যায়। প্রথম প্রথম ভালোই টাকা ইনকাম করে কিন্তু পরে দেখা যায় যা ইনকাম করেছে তার চেয়ে অনেক বেশি লছ হয়। এসব বাদ দিয়ে যদি ভালো স্কীল অর্জন করে অনলাইনে বিভিন্ন প্লাটফরমের মাধ্যমে আয় করা সম্ভব।আপনারা হয় তো বা জানেন বর্তমান সময়ে 38 - 40% এর বেশি মানুষ অনলাইন থেকে ঠাকা আয় করছে।আর ঘরে বসে অনলাইন থেকে টাকা উপার্জন করতে কোন একাডেমিক সার্টিফিকেট এর প্রয়োজন পড়ে না। শুধু মাত্র আপনার কাজের স্কীল থাকতে হবে আর আপনাকে লেগে থাকবে হবে। তাহলে হয় তো বা অনলাইন থেকে টাকা ইনকাম করা যাতে পারে।
ছাত্রছাত্রীরা পড়াশোনার পাশাপাশী যে অবসর সময় পায় সেই সময়কে কাজে লাগিয়ে ছোট ছোট অনেক কাজ করে অনলাইন থেকে ইনকাম করতে পারে । ফ্রিল্যাসিং মার্কেটপ্লেস গুলোতে এমন অনেক কাজ আছে যা তুলনামূলক অনেক সহজ এবং কম সময়ে করা যায়।আর এই কাজ গুলো করতে তেমন কোন স্কীল প্রয়োজন পড়েনা।
এখন প্রশ্ন আসতে পারে যে,
ছাত্র ছাত্রী অবস্থায় অনলাইনে থেকে টাকা ইনকাম করতে কি লাগে।
ছাত্র/ছাত্রীদের জন্য অনলাইনে থেকে টাকা ইনকাম করাটা খুবই সহজ কারণ বয়সটা ইয়্যাং মেধা শক্তিও ভাল কাজ করে।শুধু ধ্যর্য ধরে কাজ শিখতে হবে পাশাপাশি কাজ করতে হবে।এ কাজ গুলো করতে নিম্নে লিখিত জিনিস গুলো লাগবে।
প্রয়োজনীয় জিনিস গুলোর নাম
একটি ডেস্কটপ অথবা ল্যাপটপ।
ভাল মানের স্মাট ফোন (স্মাট ফোন দিয়ে সব কাজ করা না গেলেও, অনেক ধরনের কাজ আছে ফোন দিয়ে সহজে করা সম্ভব।
ইন্টারনেট সংযোগ অবশ্যই থাকতে হবে।
কম্পিউটার চালানো এবং ইন্টারনেট ব্যবহারের ব্যাসিক নলেজ থাকতে হবে
উপরে বর্ণিত জিনিস গুলো যদি আপনাদের থাকে তাহলে কাজ শুরু করতে পারেন। তাবে কাজ শুরু করার আগে আপাকে চিন্তা করতে হবে কোন টপিক/ নিস নিয়ে কাজ করতে চান । যখন আপনি টপিক/ নিস সিলেক্ট করবেন তার পার সেই টপিক/ নিস উপর কাজ শিক্ষতে হবে। যারা কাজ জানে তা কাজ করতে পারবে।নতুনদের সুবিধা হলো কাজ শেখাও হলো ইনকানও হলো।কাজ না শিখে কাজ করতে গেলে টাকা ইনকাম করতে পারবেন না । এমনটা কিন্তু নয় যে,কম্পিউটারের সামনে বসে কিছুক্ষণ সময় কাটালেন। আর আপনার টাকা ইনকাম হলো 🙂 এত সহজ না ভাই কাজ করতে হবে।
ছাত্রছাত্রীদের অনলাইনে টাকা ইনকাম(making maney) করার কিছু সেরা উপায়:
ছাত্র জীবনে অবস্থায় পড়াশোনার পাশাপাশি অনলাইনে ইনকাম করার জন্য অনেক উপায় আছে । যেমন এমন কিছু মাইক্রোজব ওয়েব সাইট আছে । এই মাইক্রোজব সাইট গুলোতে কাজ করতে কোন স্কীল লাগেনা । এগুলো খুব ছোট ছোট কাজ যেমন বলা ধরেন ইউটিইব ভিডিও দেখে,এড ক্লিক করে,, অ্যাপ ডাউনলোড ও ইন্সস্টল করে,ওয়েব সাইট ভিজিট করে,সার্রভে করে,আর অনেক কাজ আছে ,যে গুলো করে আয় করতে পারেন।এসব কাজে করে ক্যারিয়ার গড়া সম্ভব নয়। আপনাদের কাজ কারার মন-মনসিকতা থাকলে । এমন কিছু শিখুন যে গুলোর অনলাইন মার্কেট প্লাসে হাই ডিমান্ড এবং চাহিদাও অনেক। এমন কাজ শিখলে ক্যারিয়ারে ভাল কিছু করতে পারবেন। মনে রাখতে হবে, আপনার স্কীল আপনাকে ডেভলব করতে হবে। এবং প্রচুর পরিশ্রম করতে হবে।
গ্রাফিক্স ডিজাইন
অনলাইন থেকে টাকা ইনকাম করতে গ্রাফিক্স ডিজাইন ক্যারিয়ার হিসাবে নিতে পারেন।গ্রাফিক্স ডিজাইন এর অনলাইন মার্কেটপ্লাছে চাহিদা অনেক। এবং কাজের রেটও ভাল। গ্রাফিক্স ডিজাইন করে অনলাইনে আয় করার জন্য কয়েকটি কার্যকর উপায় রয়েছে। নিচে কিছু জনপ্রিয় উপায় তুলে ধরা হলো:
ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম:
Upwork: গ্রাফিক্স ডিজাইন এর স্কীল থাকলে ডিজাইন রিলেটেড প্রজেক্ট খুঁজে বিড করতে পারেন।
Fiverr: ফাইবার হচ্ছে নতুনদের জন্য সেরা একটি ইনকাম সাইট। এখানে বিভিন্ন ডিজাইন সেবা অফার করতে পারেন যেমন- লোগো ডিজাইন, ব্যানার ডিজাইন,বিজনেস কার্ড ডিজাইন,বুক কভার ডিজাইন, ইত্যাদি।
Freelancer: ফ্রিল্যানসার এই প্ল্যাটফর্মে লোগ ডিজাইনার হিসাবে কনটেস্ট করতে পারেন। তাছাড়াও বিভিন্ন ধরনের গ্রাফিক্স ডিজাইন কাজ খুঁজে পেতে পারেন।
অনলাইন মার্কেটপ্লেস:
Etsy: আপনার ডিজাইন করা প্রোডাক্ট (যেমন প্রিন্টেবল আর্ট) বিক্রি করতে পারেন।
Creative Market: এখানে আপনার ডিজাইন করা টেমপ্লেট, ফন্ট, এবং অন্যান্য ডিজিটাল প্রোডাক্ট তৈরী করে বিক্রি করতে পারেন।
Redbubble, Society6: এখানে আপনার ডিজাইন আপলোড করতে পারেন সেগুলো যে কোন ধরণের প্রোডাক্ট হতে পারে (যেমন টি-শার্ট, মগ,স্টীকার,লিপলেট) এ প্রিন্ট হয়ে বিক্রি হবে।
অনলাইন কোর্স ও টিউটোরিয়াল:
Udemy, Skillshare: আপনি গ্রাফিক্স ডিজাইন শেখানোর কোর্স তৈরি করে সে গুলোকে বিক্রি করে আয়ের সুযোগ পেতে পারেন।
YouTube: গ্রাফিক্স ডিজাইন টিউটোরিয়াল ভিডিও বানিয়ে আপনার চ্যালেনে আপলোড করে ভিউ এবং সাবস্ক্রিপশনের মাধ্যমে আয়ের সুযোগ পেতে পারেন।
স্টক ফটো ও গ্রাফিক্স সাইট:
Shutterstock, Adobe Stock: এ গুলো হচ্ছে মাইক্রস্টক ওয়েব সাইট এ সাইটে আপনার তৈরি স্টক ফটো, ভেক্টর গ্রাফিক্স, বিভিন্ন ধরণের আইকন,ওয়েল পেপার ইত্যাদি বিক্রি করতে পারেন।
Freepik: জন প্রিয় একটি ফটো সেল কারার সাইট,এখানে আপনার ডিজাইন আপলোড করে রয়্যালটি আয়ের সুযোগ পেতে পারেন।
ব্র্যান্ডিং ও কনসালটেশন:
বিভিন্ন ছোট ব্যবসা বা স্টার্টআপের জন্য ব্র্যান্ডিং সেবা প্রদান করতে পারেন, যেমন লোগো ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন, সোশ্যাল মিডিয়া গ্রাফিক্স ইত্যাদি।
গ্রাফিক্স ডিজাইন করে অনলাইনে আয় শুরু করতে প্রথমে একটি শক্তিশালী পোর্টফোলিও তৈরি করা এবং সোশ্যাল মিডিয়া ও অন্যান্য প্ল্যাটফর্মে নিজেকে প্রচার করা গুরুত্বপূর্ণ। সময়ের সাথে সাথে আপনার দক্ষতা এবং কাজের মান বৃদ্ধি পাবে এবং এর সাথে আপনার আয়ের সম্ভাবনাও বাড়বে।
ছবি কেনভা দিয়ে ডিজাইন করা
ব্লগিং করে অনলাইনে আয়
ব্লগিং করে আয় শুরু করতে প্রথমে একটি নির্দিষ্ট নিস (niche) নির্বাচন করা অত্যান্ত গুরুত্বপূর্ণ,নিদিষ্ট নিস এর উপর উচ্চমানের কন্টেন্ট তৈরি করা, এবং আপনার টার্গেট অডিয়েন্সের সাথে এনগেজমেন্ট বৃদ্ধি করা জরুরি। ধৈর্য ধরে কাজ করলে এবং সঠিকভাবে মনিটাইজেশন স্ট্রাটেজি প্রয়োগ করলে ব্লগিং থেকে উল্লেখযোগ্য আয় করা সম্ভব।
ব্লগিং করে অনলাইনে আয় করার জন্য বিভিন্ন কার্যকর উপায় রয়েছে। এখানে কিছু জনপ্রিয় এবং কার্যকর উপায় তুলে ধরা হলো:
অ্যাডসেন্স এবং অন্যান্য বিজ্ঞাপন নেটওয়ার্ক:
Google AdSense: আপনার ব্লগে উচ্চ মানের পোস্ট তৈরী করে গুগল অ্যাডসেন্স অ্যাপ্লাই করে বিজ্ঞাপন দেখাতে পারেন। যখন পাঠকরা এই বিজ্ঞাপনগুলিতে ক্লিক করেন, তখন আপনি আয় করতে পারেন।
Media.net, AdThrive, Mediavine: অন্যান্য বিজ্ঞাপন নেটওয়ার্কেও যুক্ত হতে পারেন যারা উচ্চ সিপিসি এবং সিপিএম রেট প্রদান করে।
অ্যাফিলিয়েট মার্কেটিং:
Amazon Associates: আপনার ব্লগে বিভিন্ন প্রোডাক্ট রিভিউ বা রেকমেন্ডেশন পোস্ট করে এই প্রোডাক্টগুলির লিঙ্ক করে সোসাল মিডিয়াতে শেয়ার করতে পারেন। যখন পাঠকরা এই লিঙ্ক ব্যবহার করে প্রোডাক্ট কেনে, তখন আপনি কমিশন পান।
ShareASale, CJ Affiliate, Rakuten: অন্যান্য অ্যাফিলিয়েট নেটওয়ার্কেও যোগ দিতে পারেন এবং বিভিন্ন কোম্পানির কথা বলে তাদের প্রোডাক্ট প্রমোট করে ইনকাম করতে পারেন ।
স্পনসরশিপ এবং ব্র্যান্ড পার্টনারশিপ:
বিভিন্ন ব্র্যান্ড বা কোম্পানির সাথে স্পনসরশিপ ডিল করতে পারেন, যেখানে তারা আপনার ব্লগে প্রোডাক্ট প্রমোট করবে তার বিনিময়ে আপনাকে পেমেন্ট করে।
স্পনসরড পোস্ট, প্রোডাক্ট রিভিউ, সোশ্যাল মিডিয়া প্রমোশন ইত্যাদির মাধ্যমে ব্র্যান্ড পার্টনারশিপ করতে পারেন।
সেবা প্রদান:
কনসালটেশন: আপনার বিশেষজ্ঞতার উপর ভিত্তি করে কনসালটেশন সেবা প্রদান করতে পারেন।
ফ্রিল্যান্স সেবা: কন্টেন্ট রাইটিং, এসইও সার্ভিস, ডিজিটাল মার্কেটিং ইত্যাদি সেবা প্রদান করতে পারেন।
ডাটা এন্ট্রি করে অনলাইনে আয়
ডাটা এন্ট্রি করে অনলাইনে আয় শুরু করতে প্রথমে একটি নির্দিষ্ট প্ল্যাটফর্ম নির্বাচন করা দরকার,তার সাথে একটি প্রফেশনাল প্রোফাইল তৈরি করা, এবং নিয়মিতভাবে কাজের জন্য আবেদন করা জরুরি। এছাড়াও, দক্ষতা এবং গুণগত মান উন্নত করতে পারলে আপনি দীর্ঘমেয়াদে আরো ভালো আয়ের সুযোগ পেতে পারেন।
ডাটা এন্ট্রি করে অনলাইনে টাকা ইনকাম করার বিভিন্ন উপায় রয়েছে। নিচে কিছু জনপ্রিয় এবং কার্যকর উপায় তুলে ধরা হলো:
ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম:
Upwork: Fiverr: Freelancer: PeoplePerHour:এই প্ল্যাটফর্মে গুলোতে প্রোফাইল তৈরি করে ডাটা এন্ট্রি প্রজেক্ট খুঁজে বের করে বিড করে আপনার ডাটা এন্ট্রি সার্ভিস অফার করতে পারেন।বিভিন্ন ধরনের ডাটা এন্ট্রি কাজ খুঁজে পেতে পারেন।
মাইক্রো জব সাইট:
Clickworker:Microworkers:Amazon Mechanical Turk (MTurk): এসব মাইক্রো জব সাইট গুলোতে ছোট ছোট ডাটা এন্ট্রি কাজের জন্য পেমেন্ট পাওয়া যায়।এছাড়াও মাইক্রো টাস্কের মাধ্যমে আয় করতে পারেন।
ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট সেবা প্রদান:
আপনার যদি কপি পেস্ট,টাইপিং,ডাটা প্রসেসিং এ স্কীল থাকে তাহলে বিভিন্ন ছোট ব্যবসা বা উদ্যোক্তাদের জন্য ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে পারেন, যেখানে ডাটা এন্ট্রি একটি বড় অংশ হতে পারে।
বিষয়ভিত্তিক সাইট:
Lionbridge, Appen:SigTrack: এ সব ব্র্যান্ড এবং কোম্পানির সাথে সরাসরি যোগাযোগ করে এখানে ভাষা, ডাটা এন্ট্রি, এবং নির্বাচনী কাজের জন্য ডাটা এন্ট্রি অপারেটর হিসাবে কাজ খুঁজতে পারেন।
ছবি কেনভা দিয়ে ডিজাইন করা
অনলাইনে ছবি বিক্রি করে আয়:
আপনার তোলা ছবি অনলাইনে বিক্রি করে ছাত্র জীবন থেকে আয় করার সুযোগ করতে পারেন। কয়েকটি কার্যকর উপায় রয়েছে। নিচে বিভিন্ন প্ল্যাটফর্ম এবং পদ্ধতি বিস্তারিতভাবে তুলে ধরা হলো:
স্টক ফটো সাইটস:
Shutterstock: এই প্ল্যাটফর্মে কন্টিবিউটার প্রাফাইল তৈরি করে আপনার তোলা ছবি আপলোড করতে পারেন। প্রতিটি ছবি বিক্রির উপর ভিত্তি করে পেমেন্ট পাবেন।
Adobe Stock: এখানে ছবি, ভিডিও এবং ভেক্টর আপলোড করতে পারেন। প্রতিটি বিক্রির উপর রয়্যালটি পাওয়া যায়।
iStock by Getty Images: উচ্চমানের ছবি এবং ইলাস্ট্রেশন বিক্রি করতে পারেন।
Alamy: বিভিন্ন ধরণের ফটো আপলোড করে রয়্যালটি আয়ের সুযোগ রয়েছে।
Bigstock: একটি সহজ প্ল্যাটফর্ম যেখানে ছবি বিক্রি করতে পারেন।
প্রিন্ট-অন-ডিমান্ড সাইটস:
Redbubble: আপনার ছবি টি-শার্ট, মগ, পোস্টার, স্টিকার ইত্যাদিতে প্রিন্ট হয়ে বিক্রি হবে।
Society6: আর্ট প্রিন্ট, হোম ডেকর, অ্যাকসেসরিজ ইত্যাদিতে আপনার ছবি প্রিন্ট করে বিক্রি করতে পারেন।
Zazzle: বিভিন্ন প্রোডাক্টে আপনার ছবি প্রিন্ট করতে এবং বিক্রি করতে পারেন।
নিজস্ব ওয়েবসাইট:
ওয়েবসাইট বা ব্লগ: নিজের একটি পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করতে পারেন যেখানে ছবি বিক্রির জন্য ই-কমার্স সিস্টেম সংযুক্ত থাকবে।
Etsy: নিজের ডিজাইন এবং ফটো বিক্রি করতে পারেন।
Squarespace, Wix: সহজে ওয়েবসাইট তৈরি করে সেখানে আপনার ছবি বিক্রি করতে পারেন।
ফটো কনটেস্ট এবং প্রতিযোগিতা:
বিভিন্ন ফটো কনটেস্ট এবং প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পুরষ্কার এবং মানি প্রাইজ জিততে পারেন।
ব্র্যান্ড এবং কোম্পানির সাথে সরাসরি যোগাযোগ:
বিভিন্ন ব্র্যান্ড এবং কোম্পানির সাথে যোগাযোগ করে তাদের জন্য ফটোশুট এবং কাস্টম ফটো প্রজেক্ট অফার করতে পারেন।
কনটেন্ট ক্রিয়েটর প্ল্যাটফর্ম:
Patreon: আপনার ফলোয়ারদের জন্য এক্সক্লুসিভ কনটেন্ট অফার করতে পারেন এবং তারা সাবস্ক্রিপশনের মাধ্যমে আপনাকে সাপোর্ট করবে।
অনলাইন গ্যালারি এবং মার্কেটপ্লেস:
Saatchi Art: আপনার আর্টওয়ার্ক এবং প্রিন্ট বিক্রি করতে পারেন।
Artfinder: এখানে আর্টওয়ার্ক এবং ফাইন আর্ট প্রিন্ট বিক্রি করতে পারেন।
কিছু গুরুত্বপূর্ণ টিপস:
উচ্চমানের ছবি: আপনার ছবিগুলি উচ্চ রেজোলিউশন এবং উচ্চমানের হওয়া উচিত। প্রফেশনাল ক্যামেরা এবং এডিটিং সফটওয়্যার ব্যবহার করে ছবি তোলা এবং প্রক্রিয়াজাত করা উচিত।
সঠিক কিওয়ার্ড এবং ট্যাগ: ছবি আপলোড করার সময় সঠিক কিওয়ার্ড এবং ট্যাগ ব্যবহার করুন যাতে সম্ভাব্য ক্রেতারা সহজে আপনার ছবি খুঁজে পেতে পারে।
পোর্টফোলিও তৈরি: একটি শক্তিশালী পোর্টফোলিও তৈরি করুন যেখানে আপনার সেরা কাজগুলি প্রদর্শিত হবে।
সোশ্যাল মিডিয়া প্রমোশন: সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকুন এবং আপনার কাজ প্রচার করুন।
নিয়মিত আপডেট: নিয়মিতভাবে নতুন ছবি আপলোড করুন এবং আপনার পোর্টফোলিও আপডেট রাখুন।
গ্রাহকদের প্রতিক্রিয়া: গ্রাহকদের কাছ থেকে প্রতিক্রিয়া নিন এবং তাদের প্রয়োজন অনুসারে কাজ করতে চেষ্টা করুন।
ধৈর্য ধরে কাজ করলে এবং সঠিক প্ল্যাটফর্ম ব্যবহার করলে ছবি বিক্রি করে অনলাইনে উল্লেখযোগ্য আয় করা সম্ভব।
কন্টেন্ট রাইটিং করে অনলাইনে আয়
মূলত কন্টেন্ট রাইটিং হচ্ছে কোন নিদিষ্ট বিষয়ের উপর নিজের জ্ঞান ব্যবহার করে খুব সুন্দর ভাবে লিখে প্রকাশ কারা। যা সহজে পাঠকেরা পড়ে বুঝতে পারে। ছাত্রদের জন্য অনলাইনে আয়ের অন্যতম স্কীল হতে পারে কন্টেন্ট রাইটিং এ কাজ করে অনলাইন হতে অনেক মানুষ হাজার হাজার টাকা আয় করতাছে।কন্টেন্ট রাইটিং কাজ করতে হলে আপনাকে প্রচুর রির্সাস করতে হবে পাশাপাশি ভাষা সম্পর্কে জ্ঞান থাকা জরুরি। ডিজিটাল মার্কেটিং এর যুগে,, আর ডিজিটাল মার্কেটপ্লেসে এর একটা বড় অংশ দখল করে আছে কন্টেন্ট মার্কেটিং।
কন্টেন্ট রাইটিং করে অনলাইনে আয় করার বিভিন্ন উপায় রয়েছে। নিচে কিছু কার্যকর এবং জনপ্রিয় উপায় তুলে ধরা হলো:
ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম: ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম বলতে উপরে যে সকল সাইটের কথা উল্লেখ করা হয়েছে । সে সকল সাইটে কন্টেন্ট রাইটিং এর কাজ করে টাকা ইনকাম করা যেতে পারে। তাছাড়াও
অনলাইন মার্কেটপ্লেস এবং জব বোর্ড:
ProBlogger Job Board: এখানে ব্লগ পোস্ট এবং কন্টেন্ট রাইটিং জবের জন্য আবেদন করা যেতে পারে।
MediaBistro: বিভিন্ন মিডিয়া কোম্পানির জন্য লেখার কাজ খুঁজে পেতে পারেন।
FlexJobs: ফ্রিল্যান্স এবং রিমোট কন্টেন্ট রাইটিং কাজের জন্য একটি জনপ্রিয় প্ল্যাটফর্ম।
স্পনসরশিপ এবং ব্র্যান্ড পার্টনারশিপ:
বিভিন্ন ব্র্যান্ড বা কোম্পানির সাথে স্পনসরশিপ ডিল করতে পারেন, যেখানে তারা আপনার ব্লগ বা ওয়েবসাইটে প্রোডাক্ট প্রমোট করতে আপনাকে পেমেন্ট করে।
গোস্টরাইটিং:
বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের জন্য কন্টেন্ট লিখে দিতে পারেন, যেখানে আপনার নাম প্রকাশিত হয় না কিন্তু পেমেন্ট পাবেন।
ই-বুক এবং ডিজিটাল প্রোডাক্ট:
ই-বুক লিখে বিক্রি: আপনার বিশেষজ্ঞতা নিয়ে একটি ই-বুক লিখে Amazon Kindle বা অন্যান্য প্ল্যাটফর্মে বিক্রি করতে পারেন।
অনলাইন কোর্স: কন্টেন্ট রাইটিং শেখানোর অনলাইন কোর্স তৈরি করে Udemy, Teachable বা নিজস্ব ওয়েবসাইটে বিক্রি করতে পারেন।
কিছু গুরুত্বপূর্ণ টিপস:
উচ্চমানের লেখা: আপনার লেখা উচ্চমানের এবং পাঠকপ্রিয় হওয়া উচিত। ভাল ভাষা এবং গ্রামারের ব্যবহার নিশ্চিত করুন।
নিয়মিত আপডেট: নিয়মিতভাবে নতুন কন্টেন্ট লিখুন এবং আপনার পোর্টফোলিও আপডেট রাখুন।
নেটওয়ার্কিং: লেখক এবং সম্ভাব্য ক্লায়েন্টদের সাথে নেটওয়ার্কিং করুন।
SEO: সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (SEO) এর দক্ষতা অর্জন করুন যাতে আপনার লেখা অনলাইনে ভালো পারফর্ম করে।
নিজস্ব প্রোফাইল তৈরি: একটি প্রফেশনাল প্রোফাইল এবং পোর্টফোলিও তৈরি করুন যেখানে আপনার সেরা কাজগুলি প্রদর্শিত হবে।
ধৈর্য ধরে কাজ করলে এবং সঠিক প্ল্যাটফর্ম এবং স্ট্রাটেজি ব্যবহার করলে কন্টেন্ট রাইটিং করে অনলাইনে উল্লেখযোগ্য আয় করা সম্ভব।
রিসেলিং করে করে অনলাইনে আয়
ছাত্রছাত্রীদের জন্য অনলাইন আয়ের অন্যতম উৎস হতে পারে রিসেলিং।রিসেলিং কিছুটা ই-কমার্স ব্যবসার মত। এতে আপনার কোন পন্য সোসিংবা ডেলিভারী সংক্রান্ত কোন আপনাকে নিতে হবেনা।এই প্রডাক্ট সোসিংবা ডেলিভারীর কাজটা রিসেলিং কোম্প্নীরাই করে থাকে । আপনাকে শুধু অনলাইনে প্রডাক্ট বিক্রয় করতে হবে। এটা ফেসুবুক পেজের মাধম্যে আপনার একটি উপায় হল রিসেলিং করে অনলাইনে আয়। বর্তমানে অনলাইনে পন্য বিক্রি করা অনেক জনপ্রিয় ব্যবসা। আপনিও চাইলে এই ব্যবসা শুরু করতে পারবেন।
রিসেলিং মূলত কিছুটা ই-কমার্স ব্যবসার মত , তবে আপনার কোন পন্য সোর্সিং বা ডেলিভারী সংক্রান্ত ঝামেলা নেই। প্রডাক্ট সোসিং এবং ডেলিভারীর কাজটা রিসেলিং কোম্প্নীরাই করে থাকেন। আপনাকে শুধু অনলাইনে পন্য বিক্রয় করতে হবে। আর সেটি আপনি একটি ফেসবুক পেজের মাধ্যমে বা ওয়েবসাাইটের মাধ্যমেও করতে পারবেন।
রিসেলিং করে অনলাইনে আয় করার জন্য কিছু কার্যকর উপায় রয়েছে। এখানে বিভিন্ন পদ্ধতি ও প্ল্যাটফর্ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো:
প্রোডাক্ট সোর্সিং:
স্থানীয় দোকান ও মার্কেট: স্থানীয় দোকান, মার্কেট এবং ফ্লি মার্কেট থেকে সস্তায় প্রোডাক্ট কিনতে পারেন। ডিসকাউন্ট এবং সেল ইভেন্টগুলোর সময় কিনলে প্রোডাক্টের দাম কম হয়।
থ্রিফট স্টোর: থ্রিফট স্টোর থেকে সস্তায় প্রোডাক্ট কিনে রিসেল করতে পারেন।
অনলাইন মার্কেটপ্লেস: AliExpress, DHgate, এবং অন্যান্য বাল্ক প্রোডাক্ট সোর্সিং সাইট থেকে প্রোডাক্ট কিনতে পারেন।
রিসেলিং প্ল্যাটফর্ম:
eBay: বিভিন্ন ধরনের প্রোডাক্ট রিসেল করতে পারেন। এখানে অ্যান্টিক, কালেক্টিবল, ইলেকট্রনিক্স এবং আরও অনেক কিছু বিক্রি করা যায়।
Amazon: Amazon এর FBA (Fulfillment by Amazon) প্রোগ্রাম ব্যবহার করে প্রোডাক্ট রিসেল করতে পারেন।
Poshmark: পোশাক, অ্যাকসেসরিজ, এবং ফ্যাশন আইটেম রিসেল করতে পারেন।
Etsy: হ্যান্ডমেড, ভিনটেজ আইটেম এবং ক্রাফট সরঞ্জাম বিক্রি করতে পারেন।
Facebook Marketplace: স্থানীয়ভাবে প্রোডাক্ট রিসেল করতে পারেন।
Mercari: এখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট রিসেল করতে পারেন।
ড্রপশিপিং:
Shopify: Shopify দিয়ে নিজের ড্রপশিপিং স্টোর তৈরি করতে পারেন এবং AliExpress বা অন্যান্য ড্রপশিপিং সরবরাহকারীর সাথে যুক্ত হতে পারেন।
WooCommerce: WordPress এর মাধ্যমে WooCommerce ব্যবহার করে ড্রপশিপিং ব্যবসা শুরু করতে পারেন।
সোশ্যাল মিডিয়া মার্কেটিং:
Instagram: আপনার প্রোডাক্ট ছবি এবং ভিডিও পোস্ট করে বিক্রি করতে পারেন। ইনস্টাগ্রাম শপ ব্যবহার করে সরাসরি প্রোডাক্ট বিক্রি করতে পারেন।
Facebook: ফেসবুক পেজ এবং গ্রুপে প্রোডাক্ট প্রমোট করতে পারেন। ফেসবুক শপ ব্যবহার করে সরাসরি প্রোডাক্ট বিক্রি করতে পারেন।
Pinterest: প্রোডাক্ট ছবি পিন করে ওয়েবসাইট বা শপ লিঙ্ক শেয়ার করতে পারেন।
ওয়েবসাইট এবং ব্লগ:
নিজস্ব ওয়েবসাইট: নিজের ই-কমার্স ওয়েবসাইট তৈরি করে প্রোডাক্ট রিসেল করতে পারেন। WooCommerce, Shopify, এবং BigCommerce প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারেন।
ব্লগ: ব্লগে প্রোডাক্ট রিভিউ এবং অ্যাফিলিয়েট লিঙ্ক শেয়ার করতে পারেন।
কিছু গুরুত্বপূর্ণ টিপস:
বাজার গবেষণা: বাজারে কোন প্রোডাক্টগুলোর চাহিদা বেশি এবং কোন প্রোডাক্ট বিক্রি হওয়ার সম্ভাবনা বেশি তা খুঁজে বের করুন।আর সেই অনুযায়ী প্রাডাক্ট সংগ্রহ করতে হবে।
সঠিক প্রোডাক্ট নির্বাচন: ভালো মানের প্রোডাক্ট নির্বাচন করুন যাতে গ্রাহক সন্তুষ্টি বাড়ে এবং রিপিট কাস্টমার পান।
প্রোডাক্ট ফটোগ্রাফি: প্রোডাক্টের ভালো মানের ছবি তুলে প্ল্যাটফর্মে আপলোড করুন।যাতে কাষ্টমার দেখে পছন্দ করে।
গ্রাহক সেবা: ভালো গ্রাহক সেবা প্রদান করুন যাতে গ্রাহকরা সন্তুষ্ট থাকে এবং ভবিষ্যতে আপনার থেকে আরও কেনাকাটা করে।
সোশ্যাল মিডিয়া ব্যবহার: সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে সক্রিয় থাকুন এবং আপনার প্রোডাক্ট প্রচার করুন।
রিসেলিং করে অনলাইনে আয় শুরু করতে প্রথমে একটি নির্দিষ্ট নিস (niche) নির্বাচন করা, উচ্চমানের প্রোডাক্ট সংগ্রহ করা, এবং সঠিক প্ল্যাটফর্মে প্রোডাক্ট বিক্রি করা জরুরি। ধৈর্য ধরে এবং সঠিকভাবে কাজ করলে রিসেলিং থেকে উল্লেখযোগ্য আয় করা সম্ভব।
পরিশেষে,
পরিশেষে আমরা বলতে পারি উপরে যে সকল উপায়ের কথা আলোচনা করা হয়েছে এগুলো ছাড়াও আরো অনেক উপায় আছে । শুধু ছাত্র ছাত্রী নয় উপায় গুলো ব্যবহার করে অনলইন থেকে টাকা ইনকাম করতে পারবে।আজকের মত এখানে শেষ করছি । অত্র পোস্টটি আপনাদের সকলের উপকারে আসবে পারে। পোস্টটি ভাল লাগলে অন্যদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এবং পোস্টটি সম্পর্কে আপনার কোন মন্তব্য থাকলে নিচের কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে জানিয়ে দিন। ধন্যবাদ……………