🌿আমি মোঃ আশিকুর রহমান। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিম আইডির নাম @ayaan001।
কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লার রহমতে অনেক ভালো আছি।
আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমার বাংলা ব্লগে এটা আমার এই বিষয়ের উপর প্রথম পোস্ট। এশিয়ান গেম ক্রিকেট ভারত বনাম বাংলাদেশের সেমিফাইনালে প্রথম ম্যাচ নিয়ে আপনাদের মাঝে আলোচনা করবো। চলুন তাহলে আর দেরি কেন শুরু করে দেয়া যাক।
![]() | ![]() |
---|
![]() | ![]() |
---|
এশিয়ান গেমস ক্রিকেটে ভারত বনাম বাংলাদেশের খেলায় টসে ভারত জিতলেও ব্যাট করতে বাংলাদেশকে পাঠায় ভারতের অধিনায়ক।
বাংলাদেশ টিমের দুই ওপেনার ইমন এবং জয় খেলতে নামে স্ট্রাইকে থাকে ইমন। প্রথম ওভারে বল করতে আসে আশ্বদ্বীপ সিং। প্রথমবারে বাংলাদেশে তেমন কিছুই করতে পারে না। ১ ওভারে রান এসে দাড়াই ১ রান।
কয়েক ওভার যেতে না যেতে ৪ ওভার ১ বলে আউট হয়ে যায় বাংলাদেশের ওপেনার ইমন। তখন বাংলাদেশের রান সংখ্যা এসে দাঁড়ায় ৪ ওভার ১ বলে ১৮ রানে।
তিন নম্বর পজিশনে ব্যাট করতে আসে হাসান। ১ রানের খাতা খোলার পর সুইপ শট দিতে গিয়ে ক্যাশ আউট হয়ে যায় সে।
এরপর জাকির কাট শর্ট খেলতে গেলে বলটি ভালোভাবে বেটে না লাগায় কটা আউট হয়। বাংলাদেশের স্কোর এসে দাঁড়াই ৭ ওভারে ২৫ রান ৩ উইকেট।
পর্যায়ক্রমের উইকেট একের পর এক পতন ঘটে একপর্যায়ে বাংলাদেশের মোট পরিষে দাঁড়ায় ৯৬ রান ১০ উইকেটে।
ভারতের পক্ষে প্রথম ব্যাটে নামে গাইকোওয়ার্ড জায়সুওয়াল। বাংলাদেশের পক্ষ থেকে প্রথম বল করতে আসে এম আর রহমান। পরপর তিনটি বল খুব সুন্দর ডেলিভারি দেয়। এ আর রহমানের চার নম্বর বলে ক্যাস্ট তুলে আউট হয়ে যায় জয়সুওয়াল।
ব্যাট করতে আসে তিলক ভার্মা। তিলক ভার্মা ও গাইকোয়ার দুজনে দুটি বেঁধে খুব সুন্দর খেলা চালিয়ে যাই। বাংলাদেশের বলে একের পর এক ছয় চার মারতে থাকে। পরবর্তীতে ভারতের কোন উইকেটের পতন হয় না। খেলা সঠিকভাবে চলতে থাকে। বাংলাদেশের বোলাররা বারবার তাদের কাছে পরাজয় গ্রহণ করে।
পরবর্তীতে ৯ ওভার ২ চল অবস্থায় গাইকোওয়ার্ড অফ সাইডে ঠেলে দিয়ে একটি রান নিয়ে তাদের টার্গেট পূরণ করে ফেলে। যার ফলে ভারত বড় একটি ব্যবধানে জয়লাভ কর।
বাংলাদেশ তাদের সম্পূর্ণ শক্তি দিয়ে ২০ ওভার খেলা মাত্র ৯৬ রানে টার্গেট দেয় ভারতকে।
সেই রান তাড়া করতে ভারত ১ টি উইকেট হারিয়ে ১০ ওভার ৪ বল হাতে রেখে তাদের জয় তুলে নেয়। যেখানে গাইকোওয়ার্ড এবং তিলক ভার্মা খুবই সুন্দর একটি ইনিংস খেলে সব থেকে বেশি রান তিলক ভার্মার তিনি ৫৫ রান করেন মাত্র ২৬ বলে।
অভিনন্দন জানাই ভারত টিমকে।
শ্রেণী | স্পোর্টস |
---|---|
ডিভাইস | redmi note 11 |
স্ক্রিনশট সোর্স | sony live |
লোকেশন | কালিগঞ্জ |
এই খেলাটি আমি কিছু অংশ দেখেছিলাম। বাংলাদেশ যে খেলা খেলেছে পরে খেলা দেখার ইচ্ছাটাই মরে গেছে। প্রথম থেকে এই খেলাটা একেবারেই এক তরফা হয়ে গেছে। প্রথম সেমিফাইনালে ভারত হেসে খেলে ভারতকে হারিয়ে দিয়েছে। তবে অভিনন্দন জানিয়ে ভারতকে তারা ফাইনালে প্রথম দল হিসেবে জায়গা দখল করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাংলাদেশের খেলা আর দেখতে ইচ্ছা করে না। এদের খেলার মান এতটাই খারাপ কি আর বলবো ভাই। যাইহোক ধন্যবাদ ভাই আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit