🌿আমি মোঃ আশিকুর রহমান। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @ayaan001।
কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজ সারা দিন বেশ ভালো রকম শীত পড়েছে। সারা দিনই বাতাস বয়ে চলেছিলো, তার সাথে সূর্যের কোন দেখা মেলেনি যার কারনে শীত একটু বেশিই পড়ে ছিলো। শীতের মৌসুমে শীত না পড়লে আমার আবার ভালো লাগে না। যেদিন বেশি শীত পড়ে ওই দিনটাই আমি রাত্রে একটু ঘুমিয়ে শান্তি পাই কারণ শীত কম পড়লে আমার রাতে শরীর ঘেমে যায় যার কারনে আমার ঠান্ডা লাগে।
যাই কোনসেদিকার যাচ্ছে না এবার আমি কাজের কথায় আসি আজকে আমি আপনাদের মাঝে একটি মজার বিষয় শেয়ার করতে চলেছি আশা করছি আমার পোস্টটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। সেই দিনটা ছিলো শনিবার আমাদের অফিস থেকে গণসংযোগে যাওয়ার কথা ছিল। তাই আমরা আমাদের রুটিনের সময় মত বের হলাম গণসংযোগ করতে। গণসংযোগ শেষ করে আমরা অফিসে ফিরে আসলাম। অফিসে আসার পর আমরা সবাই একসাথে বসে গল্প করছিলাম এমন সময় মাছ ধরা নিয়ে কথা উঠলো। হঠাৎ করে আমাদের অফিসের ড্রাইভার উত্তম দাদা বলল আমাদের পুকুর সেচে দেখলে কেমন হয়। মাছ আছে কি না বোঝা যাবে। সবাই তার কথা সম্মতি দিল। সে বললা আমাদের পাম্প দিয়ে পুকুর সেচে ফেলবো।
বেশি সময় লাগবে না মাত্র ২০ মিনিট লাগবে খুব জোর। এই কথা শুনে আমি উত্তম দাদা কে বললাম ওই পুকুরে পানি সেচতে খুব জোর ১০ মিনিট সময় লাগবে। আমার কথা শুনে দাদা বলো ঠিক আছে তোমার সাথে বাজে ধরলাম যদি ১০ মিনিট সময় লাগে তাহলে আমি তোমাকে খাওয়াবো আর যদি ২০ মিনিট সময় লাগে তাহলে তুমি আমাকে খাওয়াবা। আমি তার কথা শুনে বললাম ঠিক আছে কোন সমস্যা নাই। আমার কথায় অনেক জন সম্মতি দিলো। অন্যরাও বললো ১০ মিনিটে কম লাগবে তা বেশি লাগবে না। যেই কথা সে কাজ আমরা খুব দ্রুত পাম্প এবং অন্যান্য সরঞ্জাম নামিয়ে ফেলে দ্রুত নিয়ে গেলাম পুকুর পাড়ে সেখানে গিয়ে আমরা তাড়াতাড়ি সবকিছু সেট করে ফেললাম। পাম্প চালু করে পর পানি ধরানোর পর থেকে আমি স্টপওয়াচ বের করে টাইম দেখতে লাগলাম। আমার সাথে উত্তম দাদা ও সময় বের করে রাখলো যাতে আমি মিথ্যা বলতে না পারি।
যেহেতু এখানে বাজের খেলা চলছে তাই সবাই সবার মত করে হিসাব রাখছে। যদিও আমি আগে থেকে জানি এই পুকুরে পানি সেচতে ১০ মিনিটে বেশি লাগবে না। কারন আমি নিজেই এই পুকুর খনন করেছি আর এই বিষয়ে আমার যথেষ্ট জ্ঞান চাহে যে পাম্প থেকে মিনিটে কত লিটার পানি বের হয়। যদিও সে ড্রাইভার তবে আমারা ব্রাঞ্চ পাইপের মাথায় থাকি তাই আমাদের হিসাব টাও থাকে। যাই হোক পাম্প চালু করার ৮.৪৬ মিনিটের মাথায় পানি শেষ হয়ে গেলো। বাজিতে আমি জিতে গেলাম যদিও দাদা প্রথমে বিষয়টা স্বীকার করতে চাইছিল না। তবে সেখানে করার কিছুই ছিলো না কারন সেখানে সবাই উপস্থিত ছিলো এমনি সে নিজেও টাইম ধরে ছিলো।
এরপর আমারা শুরু করলাম মাছ ধরতে। আমি মাছ ধরতে যাইনি কারন আমি সকালে গোশল করে গণসংযোগ করতে গিয়ে ছিলাম। দাদা আর সবুজ ভাই পুকুরে নেমে মাছ ধরছিলো।
প্রথমের দিকে তো তেমন মাছ পাওয়া যাচ্ছিল না। আমরা সবাই ভেবেছিলাম হয়তোবা সেখানে কোন মাছ নেই। তবে আমাদের আশা ছিল যে এখানে মাছ থাকবে অল্প হোক বা বেশি। নরম কাঁদা সরাতে সরাতে এক পর্যায় বেশ কিছু মাছ পাওয়া গেল। যা মাছ পেয়েছিলাম তা আমাদের কাম্য ছিলো না এর থেকে বেশি থাকার কথা ছিলো। যাই হোক রিজিকে যতটুকু আছে ঠিক ততটুকুই পেয়েছি এর এই নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। সব মাছ ধরার পর মাছ ওজন করে দেখলাম ৫০০ গ্রামের মতো হয়েছে। মাছ ধরা শেষ করে আমারা সবাই অফিসের দিকে রওনা হলাম। বাজিতে হেরে গেলো উত্তম দাদা। আমারা সবাই অনেক মজা করেছিলাম এই দিনটাতে। তার পর সবাই মিলে খাওয়া দাওয়ার আয়োজন করেছিলাম। বেশ উপভোগ করেছি সবাই মিলে।
সমাপ্ত
পোস্টের বিষয় | জেনারেল রাইটিং। |
---|---|
পোস্টকারী | মোঃ আশিকুর রহমান |
ডিভাইস | গ্যালাক্সি এ ১৫ |
লোকেশন | পাবনা |
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এটা অনেক আনন্দের বিষয় ছিল ভাইয়া। একসাথে অনেক জন থাকলে অনেক হাসি আনন্দ থাকে সেখানে। মাছ কমবেশি যায় পান না কেন অনুভব করতে পারছি অনেকটা আনন্দ পেয়েছেন আপনারা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জ্বি ভাই আপনি ঠিক বলেছেন একসাথে অনেক মানুষ থাকলে অনেক রকম মজা পাওয়া যায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
শুনে অনেক ভালো লাগলো ভাইয়া বাজিতে আপনি জিতে গিয়েছেন ।পুকুরে হয়তো তেমন একটা মাছ দেওয়া ছিল না তাই কই এবং চ্যাং মাছ দেখতে পাচ্ছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জ্বি আপু, পুকুরের পাশেই বড় ফাকা মাঠ ছিলো। বৃষ্টির সময় কিছু মাছ এসে জমা হয়েছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সেদিন বাজি ধরে অফিসের পুকুর সেচে মাছ ধরার বিষয়টা সত্যি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল। পুকুর সেচে মাছ ধরার গল্পটা আজ তুমি অনেক সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরেছো। পুকুর থেকে মাছ ধরার সময় তুমি বাজি ধরেছিলে আর সেই বাজিতে তুমি জিতে গিয়েছিলে। তবে সেদিন তোমরা সবাই মিলে খুব সুন্দর একটি সময় উপভোগ করেছিলে সেটা আমি নিজেও জানি। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যা তুমি ঠিকই বলেছো আমারা সবাই অনেক মজা করেছি। অনেক অনেক শুকরিয়া তোমাকে এর সুন্দর করে তোমার মতামত গুলা শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
উত্তম দাদার সাথে বাজি ধীরে পুকুর সেঁচেছেন এবং খুব বেশি না হলেও মাছ পেয়েছেন। বেশ ভালোই লাগলো মাছ গুলো দেখে।খুবই দ্রুত পুকুর টি সেচতে পেরেছেন জেনে বেশ ভালো লাগলো।ধন্যবাদ পোস্ট টি ভাগ করে নিয়েছেন জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
শুকরিয়া আপু ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit