স্পোর্টস রিভিউ : জয়ের কাছাকাছি এসেও হেরে গেলো পাকিস্তান।

in hive-129948 •  9 days ago 
আসসালামু আলাইকুম

🌿আমি মোঃ আশিকুর রহমান। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @ayaan001

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি।

আজ ১১ ডিসেম্বর ২০২৪ ইং: রোজ বুধবার ।

বাংলায় ২৫ অগ্রহায়ণ ১৪৩১ খ্রিষ্টাব্দ।

1000008813.jpg

ছবিটি নিজ ফোন থেকে স্কিন শট নেওয়া

আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের মাঝে সাউথ আফ্রিকা ও পাকিস্তানের মধ্য করার প্রথম টি-টোয়েন্টি খেলাটি করতে চলেছে। ম্যাচটা আমার কাছে খুবই ভালো লেগেছে। তবে সাউথ আফ্রিকার খেলাটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। অনেক দিন পর ডেভিড মিলারের মারমুখী খেলা দেখে বেশ ভালো লাগলো। তবে পাকিস্তান মোটামুটি বেশ ভালোই খেলেছিল তবে তারা জয় তুলে নিতে পারেনি। আমি মনে করে তাদের খেলার ভিতরে অনেক ভুল ছিল কারণ এত স্লো ব্যাট করে টি-টোয়েন্টিতে কখনো জেতা যাবে না। যেত টার্গেট অনেক বেশি রান ছিলো তাই তাদের উচিৎ ছিলো একটু সাবধানে ভালো করে দেখেশুনে খেলার।

টসে জয়ী

টসে সাউথ আফ্রিকা জিতে যায় এবং তারা আগেই ব্যাট করার সিদ্ধান্ত নেই।

দুই দলের লাইন আপ

1000008804.jpg

ছবিটি নিজ ফোন থেকে স্কিন শট নেওয়া

1000008805.jpg

ছবিটি নিজ ফোন থেকে স্কিন শট নেওয়া

ব্যাট হাতে মাঠে নামে সাউথ আফ্রিকার দুই ওপেনার। এদেরকে বল হাতে এগিয়ে আসে পাকিস্তানের বলার শাহিন শাহ আফ্রিদি। প্রথম ওভারেই উইকেট তুলে নেয় পাকিস্তানের বলার শাহিন শাহ আফ্রিদি। শূন্য রানে আউট হয়ে যায় ডাসন।

1000008806.jpg

ছবিটি নিজ ফোন থেকে স্কিন শট নেওয়া

পাকিস্তানের বোলারদের বল খেলতে সাউথ আফ্রিকার প্লেয়ারদের একটু সমস্যা হয়েছিল। তারা খুব একটা সুবিধা করতে পারছিল না যার কারণে একের পর এক আউট হয়ে যাচ্ছিল। ১০ ওভারে তারা ৯৩ রান করে ৪ উইকেট হারিয়ে ফেলে। তবে সাউথ আফ্রিকার হাল ধরে ছিলো ডেবিড মিলার। একের পর এক সবাই আউট হয়ে গেলেও ডেভিড মিলার শক্ত হয়ে পিচে দাঁড়িয়ে ছিল। অবশেষে তিনি তার ক্যারিয়ারের আরেকটি ফিফটি তুলে নেয়।

1000008807.jpg

ছবিটি নিজ ফোন থেকে স্কিন শট নেওয়া

এরপর ডেবিট মিলার ৪০ বলে ৮২ রানের একটা লম্বা ইনিংস খেলে এর পর ডেভিড মিলার ও আউট হয়ে যায়। এরপর আর কোন প্লেয়ারই তেমন একটা করতে পারেনি। তবে মোটামুটি সবাই রান করেছিল যার কারনে রানের গড় ভালো ছিলো।

1000008808.jpg

ছবিটি নিজ ফোন থেকে স্কিন শট নেওয়া

অবশেষে সাউথ আফ্রিকা ৯ উইকেট হারিয়ে ২০ ওভারে ১৮৩ রান করেন। যা একটি দলকে হারানোর জন্য ভালো মানের রান।

1000008809.jpg

ছবিটি নিজ ফোন থেকে স্কিন শট নেওয়া

সাউথ আফ্রিকার ছুড়ে দেওয়া ১৮৪ রানের টার্গেটে ব্যাট করতে আসে পাকিস্তানের দুই ওপেনার রেজুয়ান ও বাবর আজম। তবে তারা মাঠে এসে খুব একটা ভালো সুবিধা করতে পারেনি। বাবার আজম শূন্য রানে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যায়।

1000008810.jpg

ছবিটি নিজ ফোন থেকে স্কিন শট নেওয়া

এরপর মাঠে আছে ২২ বছর বয়সে আইয়ুব। রেজওয়ান ও আইয়ুব বেশ ভালোই খেলছিল। তাদের খেলা দেখে মনে হচ্ছিল পাকিস্তান হয়তো জয়লাভ করতে পারবে খুব সহজেই। তবে খেলাটা যে অনেক দূর পর্যন্ত খেলতে হবে সেটা অবশ্যই মাথায় রাখতে হবে। তারা দুজনের শুরুটা বেশ ভালই করলেও বেশিক্ষণ টিকে থাকতে পারেনি। ১৫ বলে ৩১ রানের সুন্দর একটি খেলা দেখি মাঠ ছাড়ে আইয়ুব। তবে পাকিস্তানের জয় লাভ করার জন্য এই রান যথেষ্ট ছিলো না।

1000008811.jpg

ছবিটি নিজ ফোন থেকে স্কিন শট নেওয়া

পাকিস্তানে হাতে অনেক ব্যাটার থাকার পরেও তারা ঠিকভাবে সুযোগটা কাজে লাগাতে পারেনি। একের পর এক সবাই আউট হয়ে যাচ্ছিল । এদেরকে রিজওয়ান একা দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে সেটাও কোন কাজে আসে না।

ছবিটি নিজ ফোন থেকে স্কিন শট নেওয়া

1000008814.jpg

রেজওয়ান বেশ ভালও খেললেও শেষের দিকে এসে সে দলকে ডুবিয়ে রেখে যায়। যদিও তার একা কোন কিছুই করার ছিল না। অবশেষে সাউথ আফ্রিকা পাকিস্তানের বিপক্ষে ১১ রানে জয় লাভ করে।

ম্যাচ নিয়ে মন্তব্য

ম্যাচটি আমার বেশ ভালোই লাগছিলো। ডেভিড মিলার অনেক সুন্দর খেলা খেলেছে, টি-টোয়েন্টিতে এমন খেলা না দেখলে টি-টোয়েন্টি খেলার কোন মজাই আসে না। তবে আমি হতাশ হয়েছি পাকিস্তানের খেলা দেখে তাদের ম্যাচ জেতার অনেক সুযোগ ছিল। কিন্তু তারা কোন সুযোগই সঠিকভাবে কাজে লাগাতে পারেনি। যার কারনে সাউথ আফ্রিকার কাছে পরাজয়ের স্বাদ নিতে হলো।


পোস্ট বিবরণ
শ্রেণীস্পোর্টস
ডিভাইসগ্যালাক্সি এ ১৫
চ্যানেলটি স্পোর্টস
স্ক্রিনশটইউটিউব
লোকেশনপাবনা


১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।
আমার সংক্ষিপ্ত পরিচয়

আমি মোঃ আশিকুর রহমান। আমি মেহেরপুর জেলার গাংনী উপজেলার জুগির গোফা গ্রামে বাস করি। সবুজ শ্যামলে ঘেরা আমাদের গ্রামটি দেখতে খুবই সুন্দর। আমি একজন সরকারি চাকরিজীবি। আমি চাটমোহর ফায়ার ষ্টেশনে কর্মরত আছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমি আমার পরিবারে মা, বাবা, ভাই, স্ত্রী ও ছেলে নিয়ে বসবাস করি।
**

সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার করা পোস্টটি দেখার জন্য। সবার জন্য দোয়া রইলো সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা, এডমিনদের। যারা আমাকে শুরু থেকে সাপোর্ট করছে। আবারও ধন্যবাদ যানাচ্ছি আমার বাংলা ব্লগের সকল কর্মরত সদস্যদের। লেখার ভেতর ভুল ত্রুটি হতে পরে। সেক্ষেত্রে আপনাদের ক্ষমা সুন্দর দৃষ্টি আকর্ষণ করছি । দোয়া করি সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন। আমার জন্য সবাই দোয়া করবেন।


Logo.png

Banner_New.png

1000008778.png

1000008780.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

1000008815.jpg

1000008816.jpg

1000008817.jpg

Upvoted! Thank you for supporting witness @jswit.

image.png

দিন দিন পাকিস্তানের খেলা দেখে আমি হতাস হয়ে যাচ্ছি। তারা অনেক ভালো খেলতো টি টুয়েন্টিতে,তবে এবার তাদের পারফরমেন্স খুবই খারাপ। বিশেষ করে তাদের বোলিং লাইনটা অনেক দুর্বল বলে আমি মনে করি।

আমিও হতাস কি খেলে আমি বুঝে পারি না। ধন্যবাদ তোমার মূল্যবান অভিমত ব্যক্ত করার জন্য