🌿আমি মোঃ আশিকুর রহমান। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @ayaan001।
কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি।
আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের মাঝে সাউথ আফ্রিকা ও পাকিস্তানের মধ্য করার প্রথম টি-টোয়েন্টি খেলাটি করতে চলেছে। ম্যাচটা আমার কাছে খুবই ভালো লেগেছে। তবে সাউথ আফ্রিকার খেলাটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। অনেক দিন পর ডেভিড মিলারের মারমুখী খেলা দেখে বেশ ভালো লাগলো। তবে পাকিস্তান মোটামুটি বেশ ভালোই খেলেছিল তবে তারা জয় তুলে নিতে পারেনি। আমি মনে করে তাদের খেলার ভিতরে অনেক ভুল ছিল কারণ এত স্লো ব্যাট করে টি-টোয়েন্টিতে কখনো জেতা যাবে না। যেত টার্গেট অনেক বেশি রান ছিলো তাই তাদের উচিৎ ছিলো একটু সাবধানে ভালো করে দেখেশুনে খেলার।
টসে সাউথ আফ্রিকা জিতে যায় এবং তারা আগেই ব্যাট করার সিদ্ধান্ত নেই।
ব্যাট হাতে মাঠে নামে সাউথ আফ্রিকার দুই ওপেনার। এদেরকে বল হাতে এগিয়ে আসে পাকিস্তানের বলার শাহিন শাহ আফ্রিদি। প্রথম ওভারেই উইকেট তুলে নেয় পাকিস্তানের বলার শাহিন শাহ আফ্রিদি। শূন্য রানে আউট হয়ে যায় ডাসন।
পাকিস্তানের বোলারদের বল খেলতে সাউথ আফ্রিকার প্লেয়ারদের একটু সমস্যা হয়েছিল। তারা খুব একটা সুবিধা করতে পারছিল না যার কারণে একের পর এক আউট হয়ে যাচ্ছিল। ১০ ওভারে তারা ৯৩ রান করে ৪ উইকেট হারিয়ে ফেলে। তবে সাউথ আফ্রিকার হাল ধরে ছিলো ডেবিড মিলার। একের পর এক সবাই আউট হয়ে গেলেও ডেভিড মিলার শক্ত হয়ে পিচে দাঁড়িয়ে ছিল। অবশেষে তিনি তার ক্যারিয়ারের আরেকটি ফিফটি তুলে নেয়।
এরপর ডেবিট মিলার ৪০ বলে ৮২ রানের একটা লম্বা ইনিংস খেলে এর পর ডেভিড মিলার ও আউট হয়ে যায়। এরপর আর কোন প্লেয়ারই তেমন একটা করতে পারেনি। তবে মোটামুটি সবাই রান করেছিল যার কারনে রানের গড় ভালো ছিলো।
অবশেষে সাউথ আফ্রিকা ৯ উইকেট হারিয়ে ২০ ওভারে ১৮৩ রান করেন। যা একটি দলকে হারানোর জন্য ভালো মানের রান।
সাউথ আফ্রিকার ছুড়ে দেওয়া ১৮৪ রানের টার্গেটে ব্যাট করতে আসে পাকিস্তানের দুই ওপেনার রেজুয়ান ও বাবর আজম। তবে তারা মাঠে এসে খুব একটা ভালো সুবিধা করতে পারেনি। বাবার আজম শূন্য রানে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যায়।
এরপর মাঠে আছে ২২ বছর বয়সে আইয়ুব। রেজওয়ান ও আইয়ুব বেশ ভালোই খেলছিল। তাদের খেলা দেখে মনে হচ্ছিল পাকিস্তান হয়তো জয়লাভ করতে পারবে খুব সহজেই। তবে খেলাটা যে অনেক দূর পর্যন্ত খেলতে হবে সেটা অবশ্যই মাথায় রাখতে হবে। তারা দুজনের শুরুটা বেশ ভালই করলেও বেশিক্ষণ টিকে থাকতে পারেনি। ১৫ বলে ৩১ রানের সুন্দর একটি খেলা দেখি মাঠ ছাড়ে আইয়ুব। তবে পাকিস্তানের জয় লাভ করার জন্য এই রান যথেষ্ট ছিলো না।
পাকিস্তানে হাতে অনেক ব্যাটার থাকার পরেও তারা ঠিকভাবে সুযোগটা কাজে লাগাতে পারেনি। একের পর এক সবাই আউট হয়ে যাচ্ছিল । এদেরকে রিজওয়ান একা দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে সেটাও কোন কাজে আসে না।
রেজওয়ান বেশ ভালও খেললেও শেষের দিকে এসে সে দলকে ডুবিয়ে রেখে যায়। যদিও তার একা কোন কিছুই করার ছিল না। অবশেষে সাউথ আফ্রিকা পাকিস্তানের বিপক্ষে ১১ রানে জয় লাভ করে।
ম্যাচটি আমার বেশ ভালোই লাগছিলো। ডেভিড মিলার অনেক সুন্দর খেলা খেলেছে, টি-টোয়েন্টিতে এমন খেলা না দেখলে টি-টোয়েন্টি খেলার কোন মজাই আসে না। তবে আমি হতাশ হয়েছি পাকিস্তানের খেলা দেখে তাদের ম্যাচ জেতার অনেক সুযোগ ছিল। কিন্তু তারা কোন সুযোগই সঠিকভাবে কাজে লাগাতে পারেনি। যার কারনে সাউথ আফ্রিকার কাছে পরাজয়ের স্বাদ নিতে হলো।
শ্রেণী | স্পোর্টস |
---|---|
ডিভাইস | গ্যালাক্সি এ ১৫ |
চ্যানেল | টি স্পোর্টস |
স্ক্রিনশট | ইউটিউব |
লোকেশন | পাবনা |
**
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দিন দিন পাকিস্তানের খেলা দেখে আমি হতাস হয়ে যাচ্ছি। তারা অনেক ভালো খেলতো টি টুয়েন্টিতে,তবে এবার তাদের পারফরমেন্স খুবই খারাপ। বিশেষ করে তাদের বোলিং লাইনটা অনেক দুর্বল বলে আমি মনে করি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমিও হতাস কি খেলে আমি বুঝে পারি না। ধন্যবাদ তোমার মূল্যবান অভিমত ব্যক্ত করার জন্য
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit