🌿আমি মোঃ আশিকুর রহমান। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @ayaan001।
কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। বরাবরের মত আজকে হাজির হলাম আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে। প্রতিনিয়ত নিত্যনতুন পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হতে পেরে নিজের কাছে অনেক ভালো লাগে। আজকে আমি আপনাদের মাঝে আমার ভালো লাগার আরেকটি বিষয় নিয়ে কথা বলবো। দীর্ঘদিন অপেক্ষার পর আমি আমার মোটরসাইকেলের নাম্বার প্লেট হাতে পেলাম। আপনারা যারা গাড়ি চালান তারা হয়তো অবশ্যই জানেন গাড়ি নাম্বার প্লেট কতটা জরুরী এবং গুরুত্বপূর্ণ একটা জিনিস। কিন্তু মোটরসাইকেলের নাম্বার করতে হলে নানা রকম সমস্যার সম্মুখীন হতে হয়। একটি নাম্বার প্লেটের জন্য দীর্ঘদিন অপেক্ষা করা লাগে। আবার কোন কোন ক্ষেত্রে এক সপ্তার ভিতরে আপনি নাম্বার প্লেট পেয়ে যেতে পারেন তবে সে বিষয়টা আলাদা। আমার গাড়ির টাকা জমা দিয়েছিলাম প্রায় ৬ মাস আগে। হয়তো এর আগেই আমি গাড়ির নাম্বার প্লেট পেয়ে যেতাম। কিন্তু যোগাযোগ থাকা না থাকার কারণে আমি হয়তো একটু দেরি করে ফেলেছি।
বেশ কয়েকদিন আগে ছুটি পেয়েছিলাম সেই সুযোগে আমি ঝিনাইদহ বি আর টি অফিসে গিয়ে যোগাযোগ করি। আমি আমার গাড়ির টাকা জমা দেওয়া সকল কাগজপত্র সহ নিজের আইডি কার্ড ও ছবি নিয়ে সেখানে হাজির হয়। সেখানে যাওয়ার পর আমি যেখানে নাম্বার প্লেট বিতরণ করে সেই জায়গায় গিয়ে যোগাযোগ করি। এরপর সেখানে থাকা একজন ভাই আমাকে বলল আপনি কি ফিঙ্গার দিয়েছেন। আমি বললাম না ভাই ফিঙ্গার দেয়া হয়নি তখন সে আমার কথা শুনে বলল আপনি ভেতরের দিকে যান এবং ফিংগার দিয়ে আসুন। আর যদি আপনার গাড়ির নাম্বার প্লেট রেডি হয়ে থাকে তাহলে অবশ্যই সেখান থেকে আপনাকে জানিয়ে দেয়া হবে।
এরপর আমি খুব দ্রুত চলে গেলাম ফিংগার দেয়ার জায়গায় কারণ বেশি দেরি করা যাবে না সেখানে প্রচুর লোকজন হয় তার কারণে ফিঙ্গার দিতে অনেক সময় লাগে। আমি যে কোন কাজ একটু দ্রুত করতে পছন্দ করি কারণ ঢেলামেশা কাজ আমার খুব একটা পছন্দ হয় না। আমার সাধ্যের মধ্যে হলে আমি সেই কাজটা খুব দ্রুত শেষ করার চেষ্টা করি। তাই আমি খুব দ্রুত চলে গেলাম ফিঙ্গার দিতে। সেখানে যাওয়ার পর জানতে পারলাম ফিঙ্গার দিতে হলে গাড়ির স্লিপের ফটোকপি ও এনআইডি কার্ড এর ফটোকপি লাগবে। আমি যখন ভেবেছিলাম তখন সেখানে চারজন লোক ছিল। সবার লাস্টে আমি ছিলাম আমার সামনের ভাইকে বললাম ভাই আপনি আমার জায়গাটা রাখেন আমি দুই মিনিটের ভিতরে কাজ শেষ করে আসছি।
আমি খুব দ্রুত চলে গেলাম কম্পিউটার দোকানে সেখানে গিয়ে আমি গাড়ির কাগজের ছেলে এবং এনআইডি কার্ড ফটোকপি করলাম এবং আবারো সেই ফিঙ্গার দেয়ার জায়গায় চলে আসলাম। প্রায় ১৫ থেকে ২০ মিনিট করার পর আমার সিরিয়াল আসলো। এরপর আমি ফিঙ্গার দিয়ে কাগজপত্র জমা দিলাম। সবকিছু দেখার পর সেখানে থাকা ভাইটি বলল আপনার নাম্বার প্লেট হয়ে গেছে আপনি সামনে গিয়ে নাম্বার প্লেটটি লাগিয়ে নিন। একথা শোনার পর আমি তো মহৎ খুশি কারণ অনেকদিন পর আমি আমার গাড়ির নাম্বার প্লেট হাতে পেতে চলেছি।
এরপর আমি সেখান থেকে খুব দ্রুত সামনে চলে আসলাম এবং ভাইয়ের কাছে এসে বললাম ভাই আমার নাম্বার প্লেট রেডি হয়ে আছে। এ কথা শোনার পর ভাই বলল ঠিক আছে আপনার গাড়ি এখানে নিয়ে আসুন বাকিটা আমরা ঠিক করে দিচ্ছি। একথা বলার পর তিনি আমার নাম্বার প্লেটটি আমার হাতে তুলে দিল নাম্বার প্লেটটি হাতে পেয়ে আমার এত খুশি যে সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। গাড়ির নাম্বারটি আমার কাছে বেশ ভালই লেগেছে (ঝিনাইদহ ল-১৩-৪৬২২) আমার গাড়ির নাম্বার। এরপর আমি দ্রুত গাড়ির কাছে গিয়ে গাড়ি ভিতরে ঢুকিয়ে দিয়ে জায়গা মত রাখলাম। এরপর একজন ভাই এসে আমার নাম্বার প্লেটটি একটি সুন্দর করে লাগিয়ে দিল। ভাইটি আমার কাছে বকশিস চাইলো। আমি খুশি হয়ে তাকে আমার সাধ্যমত কিছু টাকা বকশিস দিলাম। আমার বকশিস দেওয়া দেখে ভাইটি অনেক খুশি হল, ভাইটি বলো ঠিক আছে ভাই তাহলে সাবধানে যান। আমি তার থেকে বিদায় নিয়ে সেখানে রওনা হলাম বাড়ির উদ্দেশ্যে।
সমাপ্ত
পোস্টের বিষয় | অনুভূতি মূলক |
---|---|
পোস্টকারী | মোঃ আশিকুর রহমান |
ডিভাইস | গ্যালাক্সি এ ১৫ |
লোকেশন | পাবনা |
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit