স্বরচিত কবিতা: স্মৃতির সুর।

in hive-129948 •  26 days ago 
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

🌿আমি মোঃ আশিকুর রহমান। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @ayaan001


আজ ১৫ নভেম্বর ২০২৪ ইং: রোজ শুক্রবার ।

istockphoto-666363122-612x612.jpg

Source

আমার বাংলা ব্লগের সকল সদস্য বৃন্দ.....

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। প্রতিদিনের মতই আজ আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছে। প্রতি সপ্তাহে একটি করে কবিতা লিখে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি। কবিতা লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। তবে এই ভালো লাগাটা হঠাৎ করেই তৈরি হয়নি, আমার বাংলা ব্লগের সাথে সংযুক্ত হওয়ার পর থেকে আসতে আসতে এই ভালো লাগাটা তৈরি হয়েছে। আজ আমি স্মৃতির সুর নিয়ে একটি কবিতা লিখেছি। আশাকরি আমার লেখা কবিতা আপনাদের কাছে অনেক ভালো লাগবে।


স্বৃতির সুর


নীল আকাশে ভেসে বেড়ায়,
সাদা মেঘের পাল।
তোমার কথা মনে পড়ে,
মন চায় শত বার।

শিশির ভেজা ঘাসের উপর,
হাঁটতে চাই একসাথে।
তোমার হাতে হাত রাখি,
হারাই সময়ের পথে।

তোমার হাসির মিষ্টি সুরে,
জেগে ওঠে প্রাণ।
তুমি যেন ফুলের বাগান,
আমার হৃদয়খান।

তবু কেন এত দূরে?
তোমার পথের ধূলি।
আমি থাকি স্বপ্নে ভাসি,
তুমি আমার তুলি।

তোমার চোখে মেঘের ছায়া,
হৃদয়ে জ্বলে চাঁদের আলো।
শব্দহীন এক সন্ধ্যাবেলা,
তোমার ছোঁয়ায় পেলাম ভালো।

নিঃশব্দ রাত, তারার মেলা,
তোমার স্মৃতির দীপ জ্বলে।
মনের মাঝে লুকানো কথা,
তোমার পথেই চুপে চুপে চলে।

বাতাসে ভাসে অজানা সুর,
তুমি কি জানো, কতটা দূর?
তোমার নামে লেখা কবিতা,
চিরকাল থাকুক হৃদয়জুড়।

এই কবিতায় একজন প্রিয়জনের প্রতি গভীর ভালোবাসা ও স্মৃতির প্রতিফলন তুলে ধরা হয়েছে। সময় ও দূরত্বে বিচ্ছিন্ন হলেও প্রিয়জনের স্মৃতি ও ভালোবাসা হৃদয়ে চিরন্তন জায়গা নিয়ে থাকে। নীরব রাতের নিস্তব্ধতা আর চাঁদের আলো মিলে গোপন কথাগুলোকে যেন প্রকাশ করে, যেখানে ভালোবাসার অনুভূতিই সবকিছুর চেয়ে বড়।


পোস্টের ধরনকবিতা পোস্ট
ডিভাইসরেডমি নোট ০৮
লোকেশনপাবনা


আমার সংক্ষিপ্ত পরিচয়

আমি মোঃ আশিকুর রহমান। আমি মেহেরপুর জেলার গাংনী উপজেলার জুগির গোফা গ্রামে বাস করি। সবুজ শ্যামলে ঘেরা আমাদের গ্রামটি দেখতে খুবই সুন্দর। আমি একজন সরকারি চাকরিজীবি। আমি চাটমোহর ফায়ার ষ্টেশনে কর্মরত আছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমি আমার পরিবারে মা, বাবা, ভাই, স্ত্রী ও ছেলে নিয়ে বসবাস করি।


সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার করা পোস্টটি দেখার জন্য। সবার জন্য দোয়া রইলো সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা, এডমিনদের। যারা আমাকে শুরু থেকে সাপোর্ট করছে। আবারও ধন্যবাদ যানাচ্ছি আমার বাংলা ব্লগের সকল কর্মরত সদস্যদের। লেখার ভেতর ভুল ত্রুটি হতে পরে। সেক্ষেত্রে আপনাদের ক্ষমা সুন্দর দৃষ্টি আকর্ষণ করছি । দোয়া করি সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন। আমার জন্য সবাই দোয়া করবেন।


Logo.png

Banner_New.png

Messenger_creation_B8768AEC-F905-4874-A1F1-96BA04512BEA.png

Messenger_creation_F4183106-B952-4218-B70A-124801276F1C.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

অনেক সুন্দর একটি কবিতা লিখে আজকে আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার লেখা কবিতাটা আবৃত্তি করতে পরিবেশ ভাল লেগেছে আমার। কবিতাটা বেশ দারুন হয়েছে। যেন ভালোলাগার এক অন্যরকম অনুভূতি এর মধ্যে খুঁজে পেলাম।

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই মূল্যবান মতামত শেয়ার করার জন্য ভালো থাকবেন।

Upvoted! Thank you for supporting witness @jswit.

ভাই আপনার কবিতা লিখতে ভালো লাগে এটা জেনে খুবই ভালো লাগলো। কেননা আপনার ভালো লাগার মধ্যে দিয়ে সুন্দর সুন্দর কবিতা লিখবেন আর সেটা শেয়ার করবেন যেটা আমরা পড়ে ভীষণ আনন্দ পাব। আপনার লেখা আজকের কবিতাটি অসাধারণ হয়েছে। ধন্যবাদ ভাইয়া শেয়ার করার জন্য।

আপনাকে অনেক ধন্যবাদ প্রশংসা মূলক মতামত শেয়ার করার জন্য।

আপনি অনেক সুন্দর কবিতা লিখেছেন। এমন সুন্দর কবিতা গুলো আমার কাছে খুব ভালো লাগে। যেখানে ভালোলাগার অনুভূতি দিয়ে প্রত্যেকটা লাইন লেখা। দারুন হয়েছে কবিতা।

ধন্যবাদ আপু।

সত্যি কথা বলতে এটা আমাদের স্বীকার করে নিতে হবে যে আমরা বাংলা ব্লগ কমিউনিটিতে কাজ করার পর থেকে অনেক কিছু শিখেছি। অনেকে কিছু জানতে পেরেছি এবং প্রতিনিয়ত শিখতেছি। আপনি খুব সুন্দর একটি কবিতা লিখলেন। অনেক ভালো লেগেছে আপনার কবিতা পড়ে।

জ্বি আপু আপনি ঠিকই বলেছেন। চেষ্টা করলে যে সব কিছুই সম্ভব সেটা বাংলা ব্লগে কাজ করেই বুঝবে পেরেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

image.png

নিজের প্রেয়সীকে মনে করে চমৎকার একটি কবিতা আপনি লিখেছেন। প্রতিটা লাইনে তার প্রতি মনের ভাবনা , অহরহ তার কথা মনে করা, তাকে কাছে না পাওয়ার বেদনা সবকিছুই ফুটে উঠেছে আপনার লেখনীর মাধ্যমে। বেশ সুন্দর কবিতা লিখেছেন আপনি।

আপনার প্রতিটি কথা আমার কাছে কবিতার ছন্দের মতো লাগে। অসংখ্য ধন্যবাদ আপু ভালো থাকবেন।

অনেকেই আছে যারা বাংলা ব্লগের সাথে সম্পৃক্ত হওয়ার পরে কবিতা লেখার সাথে আবদ্ধ হয়েছে এমনকি আমি নিজেও বাংলা ব্লগের সাথে যুক্ত হওয়ার পরে কবিতা লেখা শুরু করেছি। যাইহোক আপনি চমৎকার একটি কবিতা লিখেছেন ভাই কবিতার লাইন গুলো বেশ রোমান্টিক ছিল তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ।

আমার মতো আপনি বাংলা ব্লগে আসার পর কবিতা লেখা শুরু করেছেন জেনে ভালো লাগলো ভাই। শুকরিয়া ভাই আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য ভালো থাকবেন।

এই ধরনের কবিতা গুলো আমি একটু বেশি পছন্দ করি লিখতে এবং পড়তে দুটোই। বিশেষ করে ভালোবাসার মানুষটাকে নিয়ে যত চিন্তাভাবনা থাকে এবং যত স্মৃতি থাকে, সেগুলো নিয়ে কবিতা লিখতে অনেক বেশি ভালো লাগে। আপনি স্মৃতির পাতা জুড়ে থাকা সেগুলোকে নিয়েই কবিতাটি লিখেছেন দেখে ভালো লেগেছে। খুব দারুণ হয়েছে কবিতার প্রত্যেকটা লাইন।

আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য ভালো থাকবেন।

আপনার স্বরচিত কবিতা পড়ে জাস্ট মুগ্ধ হয়ে গেলাম।কবিতার লাইনগুলোতে নিজের আবেগ খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন।লাইনগুলো এককথায় অসাধারণ হয়েছে।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

আপনার প্রশংসনীয় মতামতের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

খুবই সুন্দর একটি কবিতা শেয়ার করেছেন আপনি৷ আপনার কাছ থেকে এত সুন্দর একটি কবিতা পড়ে খুবই ভালো লাগলো৷ যেভাবে আপনি আজকের এই সুন্দর কবিতা এখানে শেয়ার করেছেন তা পড়ে একেবারে মুগ্ধ হয়ে গেলাম৷ একই সাথে কবিতা শেয়ার করার মাধ্যমে আপনার কবি প্রতিভা যেভাবে ভালোভাবে ফুটে উঠেছে৷ একই সাথে আপনি খুব সুন্দরভাবে এখানে আপনি লাইনে সামঞ্জস্যতা বজায় রেখেছেন৷

আপনার মতামত পড়ে নিজেকে সার্থক মনে হচ্ছে অসংখ্য ধন্যবাদ ভাই এত সুন্দর করে আপনার মতামত শেয়ার করার জন্য।