জেনারেল রাইটিং: যদি থাকে নসিবে।

in hive-129948 •  3 months ago 
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

🌿আমি মোঃ আশিকুর রহমান। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @ayaan001


আজ ২৪ আগষ্ট ২০২৪ ইং: রোজ শনিবার।


প্রিয় ভাই ও বোনেরা কেমন আছেন সবাই?

আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আপনারা আপনারা হয়তো ভালো আছেন।তবে অন্যদিকে ভালো নাও থাকতে পারেন। কারণ আমাদের দেশের অবস্থা এখন খুবই খারাপ ভয়াবহ বন্যার কারণে বিভিন্ন অঞ্চল অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। মানুষ তার ঘরবাড়ি, সম্পদ সবকিছু হারিয়ে এখন নিঃস্ব হয়ে গেছে। এই বন্যায় প্রাণ হারিয়েছেন অনেক মানুষ। এই বিপদে আমাদের দূর থেকে দোয়া করা ছাড়া আর কিছুই করার নেই। দোয়া করি আল্লাহ যেন খুব দ্রুতই এই বিপদ থেকে আমাদেরকে রক্ষা করেন।

প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদের মাঝে আমি নতুন নতুন পোস্ট নিয়ে হাজির হওয়ার। তারে পরিপ্রেক্ষিতে আজকে আমি নতুন একটি পোস্ট নিয়ে তাদের মাঝে হাজির হলাম। গত দুইদিন আগে আমি বাসা থেকে অফিসের দিকে আসছিলাম। এমন সময় আমি রান্না ঘরের দিকে যাচ্ছিলাম। হঠাৎ করে আমার সামনে কিছু একটা গা ছুই ছুই করে মাটিতে পড়ল। আমি তো প্রথমে ভয় পেয়ে গিয়েছিলাম তবে পরবর্তীতে তাকিয়ে দেখলাম সেটা আম ছিল। আমটি দেখামাত্র আমি তো অবাক হয়ে গেলাম কারণ এই সময় আম কোথায় থেকে আসলো সেটাই ভাবছিলাম। আমটি অনেক ক্ষন মাটিতে পড়ে থাকোলো আম্র আমি হাছের দিকে তাকিয়ে দেখতে থাকলাম যে এই আমটি এত দিন কোন জায়গায় ছিলো। যদিও আম গাছ আছে তবে আম থাকার তো কোন সম্ভাবনা নেই কারণ আমরা সব আম পেড়ে ফেলেছি অনেক আগেই।

IMG_20240824_055340.jpg

IMG_20240824_055357.jpg

যদিও এই আমটি ছিল আশ্বিনি আম। এ আম নাকি গাছে অনেকদিন পর্যন্ত থাকে। কিন্তু এতদিন পর্যন্ত কাছে থাকবে সেটা আমরা কখনোই কল্পনা করতে পারিনি। মানুষের চোখকে ফাঁকি দিতে পারে কিন্তু পাখির চোখে ফাঁকি দিয়ে কিভাবে এতদিন এই আমটি গাছে ছিল এটা ভেবে আমি অনেক অবাক হচ্ছিলাম। তবে আমটি পেয়ে নিজের কাছে খুবই ভালো লেগেছিল কারণ এমনভাবে একটি আম খাওয়ার অভিজ্ঞতা হবে আমি এখন ভাবতে পারিনি। পরে ভাবলাম আল্লাহ যদি তার বান্দাকে কিছু দিতে চাই তাহলে তবে হচ্ছে সেটা পাবে। তাই তো গানে বলে যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে। এরপর আমটা নিয়ে আমি যখন ম্যাচের দিকে রওনা হলাম তখন সবাই আমার হাতের দিকে তাকিয়ে বলল এখন তুমি আম কোথায় থেকে নিয়ে আসলে। আমি বললাম ভাইয়েরা আমটি গাছ থেকে পড়েছে। এ কথা শোনার পর রীতিমতো সবাই অবাক হয়ে গেছে। আমার কথায় কেউ বিশ্বাস করতে চাইছিল না। তবে আমি তো জোর করে তাদেরকে বিশ্বাস করতে পারবো না কিন্তু এটাই সত্য যে আমি আম গাছ থেকে পেয়েছিলাম।

যাই হোক আমার বড় ভাই দেখে অনেক বেশি খুশি হয়েছিল কারণ তার নাকি বেশ কয়েকদিন ধরে আম খাওয়ার ইচ্ছা হচ্ছিল। তবে সে সন্দেহ করছিল যে আমটি হয়তো বা ভালো হবে না। যাই হোক বেশি কথা না বলে আমরা আমটি সুন্দর করে ধুয়ে কেটে নিয়ে আসলাম। দেখলাম আমটি খুবই সুন্দর আছে কোন রকম পোকা বা দাগ নেই।

IMG_20240824_055426.jpg

খাওয়া ঘরে আমরা বেশ কয়েকজন বসে টিভি দেখছিলাম তাই মানুষ হিসাব করে আমি আম কেটে নিয়ে আসলাম। আম কাটার পর সবাই একসাথে বসে খেলাম আমটি অনেক সুস্বাদু ছিল। অল্প হলেও সবাই অনেক তৃপ্তি সহকারে আমটি খেলো। তবে ভাবার বিষয় এই যে যদি কোন কিছু বান্দার কপালে থাকে তাহলে যেভাবেই হোক সে সেটা পাবেই। কিছু কিছু জিনিসের জন্য বান্দাকে কষ্ট করতে হয় না।

মোত্তালিব ভাই আম খেলে বললো এত সুন্দর আম এই সময় এসে যে খেতে পারবো সেটা কোন দিন ভাবিনি। আর এই আম খাওয়ার অনুভূতি আমাদের সকলের কাছে স্মরণীয় হয়ে থাকবে।

পোস্টটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন কোন পোস্ট নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনাই করি।

জাযাকাল্লাহু খায়রান।


পোস্টের ধরনজেনারেল রাইটিং
ডিভাইসরেডমি নোট ০৮
লোকেশনপাবনা


আমার সংক্ষিপ্ত পরিচয়

আমি মোঃ আশিকুর রহমান। আমি মেহেরপুর জেলার গাংনী উপজেলার জুগির গোফা গ্রামে বাস করি। সবুজ শ্যামলে ঘেরা আমাদের গ্রামটি দেখতে খুবই সুন্দর। আমি একজন সরকারি চাকরিজীবি। আমি চাটমোহর ফায়ার ষ্টেশনে কর্মরত আছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমি আমার পরিবারে মা, বাবা, ভাই, স্ত্রী ও ছেলে নিয়ে বসবাস করি।


সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার করা পোস্টটি দেখার জন্য। সবার জন্য দোয়া রইলো সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা, এডমিনদের। যারা আমাকে শুরু থেকে সাপোর্ট করছে। আবারও ধন্যবাদ যানাচ্ছি আমার বাংলা ব্লগের সকল কর্মরত সদস্যদের। লেখার ভেতর ভুল ত্রুটি হতে পরে। সেক্ষেত্রে আপনাদের ক্ষমা সুন্দর দৃষ্টি আকর্ষণ করছি । দোয়া করি সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন। আমার জন্য সবাই দোয়া করবেন।


Logo.png

Banner_New.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ভাই আপনি আজকে আমাদের মাঝে খুবই সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন। আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন আপনার সাথে ঘটে যাওয়া একটা মুহূর্ত। আসলে অনেক সময় এমন হয়ে থাকে। কোথায় আছি যদি থাকে নসিবে তাহলে আপনা আপনি আসিবে। আসলে কথাটা চিরন্তন সত্য। কেননা কোন নছিবে থাকলে কেউ ঠেকাতে পারে না। আমটি পেয়ে আপনি অনেক খুশি হয়েছেন। আর এই অসময়ে আম পেলে সবাই খুশি হবে। আপনি দেখতে অনেক পেকে গিয়েছে। যাক সবাই একসাথে ভাগাভাগি করে খেলেন । বিষয়টা জানতে পেরে ভালো লাগলো ।অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য

হ্যা ভাই বিষয়টা এমই আমি তো আশায় করিনি যে আমার সাথে এমনটা হবে। যাই হোন যেটা হয়েছে অনেক ভালো হয়েছে। সবাই অনেক মজা করে খেয়েছি। ধন্যবাদ

আমিও অনেক অবাক হলাম ভাই, যে পাখিদের চোখ ফাঁকি দিয়ে কিংবা মানুষের চোখ ফাঁকি দিয়ে এতদিন আমটা কোথায় লুকিয়ে ছিল ভেবে! তবে যেহেতু আপনার ভাগ্যে ছিল আমটা, এজন্য আপনি পেয়েছেন। তাছাড়া আমটা দেখেও মনে হচ্ছে অনেক বড় ছিল। আর আশ্বিনি আমগুলো একটু দেরিতেই পাকে, এজন্য হয়তো এতদিন পরও দেখা মিলল এই আমের।

আর আশ্বিনি আমগুলো একটু দেরিতেই পাকে, এজন্য হয়তো এতদিন পরও দেখা মিলল এই আমের।

জ্বি ভাই আপনি একদম ঠিক বলেছেন। তবে ছোট একটা গাছ প্রতিনিয়ত সেই রাস্তা দিয়ে হাটাচলা করা হয়। কিন্তু কারও চোখে পড়েনি। যাই হোক কপালে থাকলে যা হয়। ধন্যবাদ ভাই গঠন মূলক মতামত শেয়ার করার জন্য।

এটা ঠিক যে আল্লাহ তায়ালা কপালে যেটা রাখবে সেটা তার বান্দা পাবেই।আমাদের নসিবে যেটা থাকবে এবং সেটা আপনি আপনি আসবে এটা মানতে হবে আমাদেরকে।যাইহোক অবশেষে এই সময় আম খেতে অনেক ভালো লাগে। আপনারা খুব সুন্দর ও তৃপ্তি করে আমটি খেয়েছেন জেনে ভালো লাগলো।ধন্যবাদ ভাই পুরো পোস্ট টি আমাদের মাঝে সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য।

জ্বি ভাইয়া আপনি ঠিকই বলেছেন আল্লাহ কপালে যা রাখবেন বান্দা সেটা পাবেই। এই ঘটনাটা আমার সাথে মিরাক্কেল ভাবে ঘটে গেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর মতামতের জন্য।

খুবই সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন আপনি৷ আসলে যদি আমাদের ভাগ্যে কোন কিছু থাকে তাহলে তা কখনোই যাওয়ার নয়৷ আর আল্লাহ যদি চান যে আমাদেরকে সেই জিনিসটি দিবেন তাহলে তিনি অবশ্যই দিবেন৷ কেউই তা ভঙ্গ করতে পারবে না৷ আপনি এই সময়ে আম পেয়েছেন শুনে খুবই ভালো লাগছে৷ আপনারা সবাই মিলে এটি অনেক মজা করে খেয়েছেন৷ আসলে এরকম অনুভূতি একেবারেই অন্যরকম ও অসাধারণ হয়ে থাকে৷

আজ আপনি অনেক সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন আমাদের মাঝে।আপনার লেখা পোস্টটি পড়ে সত্যি অনেক ভালো লাগলো। আমাদের নসিবে যেটা থাকবে সেটা যে ভাবেই হোক না কেন আমাদের কাছে পৌঁছে যাবে। এটা চিরন্তন সত্য কথা। অসময়ে পাকা আম পেয়ে আপনারা দেখছি অনেক খুশি। আপনারা সবাই একসাথে ভাগাভাগি করে আমটা খেয়েছেন বিষয়টা জানতে পেরে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোষ্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

পোস্ট টি পড়ে তো আমিও অবাক হলাম ভাইয়া যে পাখিও আমটি খায়নি।আমটি কাটার পর তো দেখা যাচ্ছে পাকা আম মিষ্টি ছিলো নিশ্চয়ই। আসলেই ভাগ্যে থাকলে কোন না কোন ভাবে সে জিনিস পাওয়া যাবেই। ধন্যবাদ সুন্দর পোস্ট টি ভাগ করে নেয়ার জন্য।

জ্বি আপু রিজিক এমন একটা জিনিস সেখানে যেটা আপনার কপালে লেখা থাকবে সেটা আপনি পাবেন। আর আমার সাথে সেটাই হয়েছে। আমটি খেতে অনেক সুস্বাদু ছিলো আপু। অসংখ্য ধন্যবাদ আপু আপনার মূল্যবান অভিমত ব্যক্ত করার জন্য।