🌿আমি মোঃ আশিকুর রহমান। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @ayaan001।
কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি।
আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপমাদের মাঝে পেশোয়ার জালমি ও ইসলামাবাদ ইউনাইটেড এর মধ্যেকার টি টুয়েন্টি ম্যাচ রিভিউ করতে এসেছি। ম্যাচটি দুই টিমেরই জন্য ছিলো খুবই গুরুত্বপূর্ণ। কারন যারা ম্যাচ জিতে যাবে তারা ফাইনালে চলে যাবে। তাই ম্যাচটা খুবই উত্তেজনা পূর্ন হতে চলেছে সেটা আর বলার অবকাশ রাখে না। চলুন তাহলে কথা না বাড়িয়ে আপনাদের মাঝে ম্যাচের মোটামুটি কিছু তথ্য শেয়ার করি।
সাইম আইয়ুব প্রথম থেকেই মার মুখি ভঙ্গিতে খেলা শুরু করেছিল। বরাবরই আইয়ুব দলের জন্য অনেক ভালো খেলে আসছিলো। বাবর ও আইয়ুব বেশ মেরে খেলছিলো।
তারা খুব দ্রুত দলীয় রান তাড়া করে ৫০ রানের উপরে করে ফেলে। মাত্র ৭.২ বলে তারা ৭৩ রান করেন।
৭.৩ বলের মাথায় ক্যাচ তুলে দেন কাপ্তান বাবর আজম। অসাধারণ ভাবে ক্যাচটা তালু বন্ধি করেন অরেক কাপ্তান সাদাব খান। তিনি পাখির মতো উড়ে হিয়ে ক্যাচটা ধরেন।
এরপর থেকে আর কেউ ভালো রান করতে পারেনি। সবাই খুব দ্রুত আউট হয়ে যাচ্ছিলো।
এর পর উইকেট কিপার হারিস অনেক ভালো একটা রান করে দলের জন্য। তিনি ২৫ বলে ৪০ রান করে আউট হয়ে যায়।
এর পর জামান দলের হয়ে হাল ধরেন জামাল। শেষ ওভারের দিকে এসে তিনি অনেক ভালো খেলছিলো। মাত্র ৯ বল খরচ করে ১৭ রান দলের খাতায় যুক্ত করে। ২০ ওভার শেষে দলের মোট রান সংগ্রহ এসে দাঁড়ায় ১৮৫ সাথে ৫ উইকেট হারিয়ে।
জালমির দেওয়া বড় একটা টার্গেট নিয়ে খেলতে নামে ইউনাইটেডের প্লেয়ার গাপটিল ও হেলস। আইয়ের বলে হেলস ১ রানে আউট হয়ে যায়।
তার পর মাঠে নামে সালমান তিনিও ৪ রান করে আউট হয়ে যায় আইয়ুবের বলে। বেশ চাপের মুখে পড়ে যায় ইউনাইটেড।
এরপর মাঠে নামে সাদাব খান তিনি মমতাজের বকে ০ করে আউট হয়ে ফিরে যায়। ম্যাচ ঘুরে যায় জালমির দিকে।
কিন্তু তখনো মাঠে ছিলো গাপটিল ও ইমাদ। তারা দুই জনে বেশ দেখে শুনে খেলা চালিয়ে যাচ্ছিলো। কিন্তু কিছু ক্ষন যেতে না যেতে গাপটিল আউট হয়ে যায়।
এরপরে আজম খান খেলতে নামলে সেও আউট হয়ে সাজ ঘরে ফিরে যায়।
এরপর মাঠে আসেন হাইদার আলি। ইমাদ ও হাইদার মিলে বেশ ভালো খেলতে থাকে৷ হাইদার খুব মার মুখি খেলা চালিয়ে যেতে থাকে। তার সাথে ইমাদ ও একই ভাবে খেলতে থাকে। এক পর্যায়ে ২৯ বলে ৫০ করে হাইদার। অন্য দিকে ইমাদ ৪০ বলে ৫৯ রান করে দলকে জয় ছিনিয়ে নিয়ে আসে।
অবশেষে ইউনাইটেড ৫ উইকেট হাতে রেখে জয় তুলে নেয়
ম্যাচটা আমার কাছে বেশ উত্তেজনা পূর্ন ম্যাচ বলে মনে হয়েছে। জালমির হেরে যাওয়াটা আমার কাছে কেমন জানি মনে হচ্ছে। যাই হোক ম্যাচে হার জিত থাকবে এইটাই স্বাভাবিক।
শ্রেণী | স্পোর্টস |
---|---|
ডিভাইস | redmi note 11 |
চ্যানেল | পিটভি স্পোর্টস |
স্ক্রিনশট | ইউটিউব |
লোকেশন | পাবনা |
গতরাতে আমি খেলাটা দেখেছিলাম খুবই ভালো লেগেছিল। সত্য কথা বলতে ফ্রাঞ্চাইজি লিগ খেলাতে এমনিতেই অনেক জমজমাট হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর রিভিউ আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকেও অনেক ধন্যবাদ ভাই সুন্দর কমেন্ট করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পেশোয়ার জালমি এবং ইসলামী ইউনাইটেডের এই খেলাটি আমি কিছুটা দেখেছিলাম। পরবর্তীতে নেটওয়ার্কের কারণে দেখতে পারেনি। তবে যখন স্কোর দেখলাম তখন বেশ খারাপ লাগলো। কারণ খেলার স্কোর দেখে বুঝতে পারলাম ইউনাইটেড একপর্যায়ে হেরে যাবে সেই ম্যাচ জিতে গেছে। বাবারের জন্য এবারো ব্যাডলাক। তবে ইউনাইটেড কে স্বাগতম জানাই তারা ফাইনালে পৌঁছে গেল। আপনি বেশ চমৎকারভাবে খেলার রিভিউ করে আমাদের মাঝে শেয়ার করেছেন ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে অনেক ধন্যবাদ ভাই আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খেলাটি দুর্দান্ত হয়েছে। অবশেষে বাবর আজমের দল বাদ পড়েছে। তবে সায়েম আইয়ুব অসাধারণ খেলেছে। ইসলামাবাদ ইউনাইটেড এর জন্য শুভকামনা রইল। বিশেষ করে অনেকদিন পর ইমাদ ওয়াসীম দুর্দান্ত পারফরম্যান্স করছে। আপনি খুবই সুন্দর ভাবে পাকিস্তান প্রিমিয়ার লিগের এলিমিনেটর টু এর ম্যাচের রিভিউ দিয়েছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর মতামত প্রকাশ করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit