🌿আমি মোঃ আশিকুর রহমান। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @ayaan001।
কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি।
আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার মধ্যেকার টি টুয়েন্টি ম্যাচটি রিভিউ নিয়ে এসেছি। ম্যাচটা আমার কাছে দারুন লেগেছে। দারুন লেগেছে বলতে শ্রীলঙ্কার খেলা দেখে আমি অনেক মজা পেয়েছি। এর সহজে ভেতা ম্যাচটি কিভাবে হেরে গেলো সেই বিষয়টা জেনেই আমার বেশি হাসি পাচ্ছিলো।
টসে শ্রীলঙ্কা জিতে যায় কিন্তু তারা আগে বল করার সিদ্ধান্ত নেয়।
ব্যাট হাতে নাটে না পেয়ে নিউজিল্যান্ডের দুই ওপেনার রবিনসন ও রাচিন। তারা প্রথম দিক থেকে বেশ ভালই রান করে যাচ্ছিল। কিন্তু তারা দুজনে বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেনি । রবিনসন ৩.৩ ওভারের মাথায় আউট হয়ে যায়।
তারপর পরে আউট হয়ে যায় রবিনসনের সতীর্থ রাচিন। তিনি ১৪ বলে ৮ করে আউট হয়ে যায়। দলীয় ২১ রানের মাথায় ২ উইকেটের পতন ঘটে।
প্রথম দিক থেকে নিউজিল্যান্ডের খেলা ছিল খুবই নোটবড়ে অবস্থানে। কারণ কেউ ঠিক মত ফ্রিজে টিকতে পারেনি। সবাই অল্প অল্প রান করে দ্রুত আউট হয়ে ফিরে যায়। ১০ ওভার শেষে নিউজিল্যান্ড ৫ উইকেট হারিয়ে ৬৫ রান সংগ্রহ করে।
শেষ পর্যায়ে এসে নিউজিল্যান্ডের রানের চাঁকা ঘোরাতে থাকে মিচেল। তিনি টুকটাক করে রান তাড়া করছিলো।সাথে তার সতীর্থ ছিলো ব্রেচওয়েল। তাদের দুইজনের প্রচেষ্টায় নিউজিল্যান্ড অনেক রান পাই।
খেলাফে সবার শেষে নিউজিল্যান্ডের মোট রান সংগ্রহ এসে দাঁড়াই ১৭২ সাথে ৮ উইকেট হারিয়ে৷ মিচেল ৪২ বলে ৬২ রান করে এবং ব্রেচওয়েল ৩৩ রানে ৫৯ রান করে। যা দল জেতানোর জন্য অনেক গুরুত্বপূর্ণ রান। শ্রীলঙ্কাকে জয় তুলতে হলে ১২০ বলে সংগ্রহ করতে হবে ১৭৩ রান।
দলকে জেতাতে শ্রীলংকার দুই ওপেনার নিশাংকা ও মেনডিম মাঠে নামে। তারা বেশ ভালোভাবে খেলে যাচ্ছিল। তাদের খেলা দেখে মনে হচ্ছিল শ্রীলংকা খুব দ্রুতই জয় তুলে নিবে। নিশাংকা ও মেনডিস একের পর এক চার, ছয় মারতে থাকে।
শ্রীলংকার প্রথম উইকেটের পতন হয় ১৩.৩ বলে। মেনডিস ৩৬ বলে ৪৬ রান করে আউট হয়ে যায়। এরপর পরে আবারো আরেকটি উইকেটের পতন ঘটে লঙ্কার। দিতে উইকেট হারিয়ে যেন দিশারা হয়ে পড়ে শ্রীলঙ্কা। একমাত্র নিশাংকা ছাড়া আর কেউ রান তুলতে পারে না। একের পর এক উইকেট আসে আর যাই।
১৮ ওভার ৪ বল শেষে শ্রীলংকার মোট রান সংগ্রহ এসে দাঁড়ায় ১৫৪ রান মাত্র ৬ উইকেট হারিয়ে।
একমাত্র নিশাংকা ৬০ বলে বড় একটা খেলা উপহার দেয়।১৬৪ রানে ৮ উইকেট হারিয়ে নিউজিল্যান্ডের কাছে ম্যাচ হেরে যায়। সহজ একটা জয়কে কঠিন করে ম্যাচ হাত ছাড়া করে শ্রীলঙ্কা।
ম্যাচটি আমার কাছে খুবই ভালো লেগেছে। বিশেষ করে শ্রীলঙ্কার খেলা আমার কাছে সেরা লেগেছে। কারন তারা এমন একটা ম্যাচ খেলেছে যা দেখে আমার কাছে মনে হয় সকম শ্রীলঙ্কা ফ্যানের অনেক হতাশ হয়েছে। এমন হয়তো তারা কোন দিনও আশা করেনি।
শ্রেণী | স্পোর্টস |
---|---|
ডিভাইস | গ্যালাক্সি এ ১৫ |
চ্যানেল | কাবাডি। |
স্ক্রিনশট | ইউটিউব |
লোকেশন | পাবনা |
29/12/2024
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
You've got a free upvote from witness fuli.
Peace & Love!
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ম্যাচটা না দেখেও আপনার পোস্টের মাধ্যমে পুরো চিত্র পাওয়া গেল। ধন্যবাদ আপনাকে।
নিউজিল্যান্ড দলকে অভিনন্দন
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
শুকরিয়া ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রথমে ম্যাচের ধারাবাহিকতা শ্রীলঙ্কার পক্ষে ছিল কিন্তু শেষ পর্যায়ে এসে কিভাবে ম্যাচ ঘুরে যাবে সেটা ধারণার বাইরে। নিউজিল্যান্ড অনেক ভালো খেলেছে বিশেষ করে শেষের দিকে বোলিংয়ে ভালো করেছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জ্বি ভাই নিউজিল্যান্ডের এই ঘুরে দাঁড়ানো আমার কাছে খুবই ভালো লেগেছে। খেলা তো এমনই হওয়া দরকার। ধন্যবাদ ভাই আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit