ভাঙা স্বপ্ন
সপ্ন ভাঙার অনুভুতি কেমন হয় জানেন?
তিলে তিলে ছোট্ট থেকে একটা সপ্ন বুকে লালন করার পর শেষ সময়ে গিয়েও যখন আর সেটা পূরণ না হয় তখন ভেতরটা কেমন লাগে জানেন?
এই অনুভুতি প্রিয় মানুষ হারানোর চাইতেও ভয়ংকর, এই অনুভুতি মরে যাওয়ার চাইতেও কষ্টের, এই অনুভুতি বেচেঁ থেকেও প্রতিটা দিন মৃত্যুর সাথে যুদ্ধ করার মতো, এই অনুভূতিটা অন্য সব কষ্টের চাইতেও অনেক বেশি, সীমাহীন কষ্টে প্রতি বেলায় না খেয়ে থাকার চাইতেও এই অনুভূতিটা বেশি কষ্টের। যার সপ্ন ভেঙে যায় সেই বুঝে, বাকি সবার কাছে এইসব কথা কেবল গুছিয়ে লেখা কাব্য মনে হবে।
খুব যত্নে রাখা প্রিয় কিছু হাত ফসকে পরে ভেঙে গেলে ভেতরটা কেমন খালি হয়ে যায় না? চোখে কেমন পানি চলে আসে না? সপ্ন ভাঙলেও ঠিক এরকম লাগে, এটা যে ভেতরে কতটা ক্ষত তৈরি করে....বছরের পর বছর বলে গেলেও বুঝানো যাবে না। আপনাকে হঠাৎ উচু কোনো ভবনের ছাদ থেকে ধাক্কা দেয়ার ভয় দেখানো হলে আপনার ভেতরটা কেমন মোচড় দিয়ে উঠবে তাই না? আপনার মুহূর্তের মধ্যে মনে হবে আপনার চোখের সামনে সব ঝাপসা হয়ে গেছে আর আপনার পায়ের তলার মাটি সরে গেছে। সপ্ন ভাঙ্গা মানুষের ভেতরটা ঠিক এরকম....ঝাপসা, ঘোলাটে আর ঘুটঘুটে অন্ধকার।
তারা মানুষের মাঝে থেকেও ভীষন একা বোধ করে, তারা আলোর মধ্যে থেকেও ভাবতে থাকে তারা তলিয়ে যাচ্ছে খুব গভীরে....খুব দূরে কোথাও। সপ্ন ভাঙার আওয়াজ নেই, এটা চোখে দেখা যায় না। তাই বলে স্বপ্ন ভাঙার অনুভুতি হবে না...এটা সম্ভব না। সপ্ন ভাঙার অনুভুতি ভেতরে ভেতরে আপনাকে অসুস্থ করে ফেলবে, আপনি মরে যাবেন মরে যাবার আগেই আপনার কাছে দুনিয়াটা অনর্থক মনে হবে। আপনি চাইবেন মরে যেতে, সব ছেড়ে দূরে কোথাও চলে যেতে, আপনি পারবেন না। আপনার ইচ্ছা হবে কেউ খোঁজ না রাখুক, কেউ আপনার সাথে কথা না বলুক....আপনি একা থাকতে চাইবেন...সেটাও পারবেন না। আপনি ভয়ংকর রকম বাজে একটা পরিস্থিতিতে পরে যাবেন। আপনার কাছে মনে হবে সব সুযোগ শেষ, মনে হবে আপনার আর উঠে দাড়াবার শক্তি নেই.... আপনি পুরোপুরি নিঃস্ব হয়ে যাবেন... পুরোপুরি।
সমাপ্ত
আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে
আপু আপনার এই গল্পের মধ্যে খুবই কষ্টের অনুভূতি তুলে ধরেছেন। এটা সত্য কথা যে, স্বপ্ন ভেঙে গেলে মনে হয় যেন পৃথিবীতে বেঁচে থাকাই অনর্থক। অনেকেই স্বপ্ন ভেঙে যাওয়ার সাথে সাথে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করে। মানুষের জীবনে তখনই বাজে পরিবেশ চলে আসে যখন তার নির্ধারিত স্বপ্ন গুলো ভেঙ্গে হতাশার মধ্যে ডুবে যায়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হা আপু এমন মানুষ অনেক আছে যারা তাদের স্বপ্ন ভেঙ্গে যাওয়ার কারণে দুনিয়া থেকে চলে গেছে। যদিও এটা কোনো সঠিক সমাধান না তবে সেই মুহূর্তে নিজের মনকে মানিয়ে নেয়াটাও অনেক কষ্টের।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমি আপু নই ভাইয়া, বিদ্যুৎ ভাইয়া। আপু দয়া করে এডিট করে দেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু স্বল্প পরিসরে হলেও খুব সুন্দর ভাবে স্বপ্ন ভেঙে গেলে মনের ভেতরের লুকিয়ে থাকা কষ্টগুলো খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন।আসলে আমাদের প্রত্যেকের স্বপ্ন থাকে,সেই স্বপ্ন যখন ভেঙে যায়, তখন আমাদের সবকিছু দুর্বিসহ মনে হয়। মনের মাঝে নেমে আগে হতাশা। যেন সবকিছু শেষ হয়ে গেছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
স্বপ্ন ভেঙ্গে যাওয়ার তীব্র যন্ত্রণা মানুষকে কখনো বুঝানো সম্ভব নয়। এই যন্ত্রণা শুধুমাত্র তারাই বুঝে যার সাথে এমন ঘটনা ঘটে। আমি শুধু একটু উপলব্ধি করে গল্প আকারে লেখার চেষ্টা করেছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
স্বপ্ন ভাঙার কষ্ট শুধু তারাই বুঝে যাদের স্বপ্নগুলো ভেঙেছে। এটা খুব ব্যথিত করে। যেন মৃত্যুর চেয়েও কষ্টের। স্বপ্নগুলো ভেঙে গেলে মনে হয় আশেপাশের সবকিছু অন্ধকার, কেউ পাশে নেই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সত্যিই স্বপ্ন ভেঙ্গে যাওয়া সেই মানুষটার আশেপাশে অন্ধকার ছাড়া আর কিছুই থাকে না। শুধুমাত্র সেই মানুষটাই বোঝে আলো তার কাছে কি জিনিস। অন্ধকার ছাড়া আর কিছুই দেখতে পায় না তার চারপাশে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
স্বপ্ন ভেঙে যাওয়ার অর্থই মানুষের মনের মৃত্যু ,যদিও তার শুন্য শরীর পড়ে থাকে।সুন্দর বিষয় সম্পর্কে লিখেছেন আপু,পড়ে ভালো লাগলো।ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit