কুয়াকাটা কাউয়ার চর ও গঙ্গামতির লেক ফটোগ্রাফি !! @shy-fox 10% beneficiary

in hive-129948 •  2 years ago 

কুয়াকাটা কাউয়ার চর ও গঙ্গামতির লেক ফটোগ্রাফি ও আমার কিছু অনুভূতি

1.jpg

কুয়াকাটার বিভিন্ন স্পট গুলোর মধ্যে এই দুইটি স্পট অনেক সুন্দর ও প্রকৃতিতে ভরপুর। এই দুইটি স্পটের নাম কাউয়ার চর ও গঙ্গামতির লেক। এই দুইটি স্পট একসাথে। কাউয়ার চর দিয়ে কিছুটা সামনে গেলেই গঙ্গামতির লেক। আর এই গঙ্গামতির লেক পার হয়ে যেতে হয় কুয়াকাটার মেইন বিচে যেখান থেকে আমরা উঠেছি। আমাদেরকে একদিক দিয়ে নিয়ে প্রথমে কুয়াকাটা মিশ্রিপাড়া বৌদ্ধ মন্দির ও মিষ্টি পানির কুয়া সেখানেই আছে রাখাইন তাঁতি পল্লী সেখান থেকে কুয়াকাটা লাল কাঁকড়ার চর ও ঝাউবন এর পরেই হলো কাউয়ার চর ও গঙ্গামতির লেক এভাবেই ঘুরিয়ে নিয়ে এসেছে।

আমার মতে জায়গাটির নাম কাউয়ার চর না হয়ে আরো সুন্দর কোনো নাম দিলেই ভালো লাগতো। এই জায়গাটির সাথে নামটি একদমই মানানসই হয়নি। এত সুন্দর একটি জায়গা ছোট ছোট শিকড় যুক্ত গাছ সারিবদ্ধ ভাবে দাঁড়ানো। এই জায়গা দেখেই আমার ভীষণ ভালো লেগে যাই। চারদিকে শিকড় যুক্ত গাছ আর সবুজে ঘেরা, নীরব নিস্তব্দ একটি পরিবেশ ও জনমানব শুন্য একটি জায়গা। সেখানে বেশ অনেক্ষন সময় সবুজ প্রকৃতি উপভোগ করি ও বেশ কিছু ফটোগ্রাফি করি।

তখন সময় ছিল সকাল দশটা। ঝলসানো কড়া রোদে গা পুড়ে যাচ্ছিলো কিন্তু প্রকৃতির এই সৌন্ধর্যে যেন আমি হারিয়ে যাচ্ছি বার বার। সবুজের বুক থেকে বের হয়ে নৌকা নিয়ে নদীটি পার হয়ে যাই। গঙ্গামতির লেক থেকে চার পাশের দৃশ্য গুলো এত সুন্দর লাগছিলো যা বলার মতো না। নৌকায় উঠে যতদূর যাচ্ছি ততটা মিস করছি এই জায়গা গুলো। আজকে আমি আমার এই পোস্টের মাধ্যমে পুরো জায়গাটি ফটোগ্রাফির মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আশাকরি আপনাদের কাছে আমার ফটোগ্রাফি গুলো ভালো লাগবে।

কাউয়ার চর


2.jpg

3.jpg

4.jpg

5.jpg

6.jpg

7.jpg

8.jpg

9.jpg

10.jpg

11.jpg

12.jpg

13.jpg

14.jpg

15.jpg

গঙ্গামতির লেক

16.jpg

17.jpg

18.jpg

19.jpg

20.jpg

21.jpg

22.jpg

23.jpg

24.jpg

লোকেশন

ক্যামেরা OPPO F17
ক্যাটাগরিফোটোগ্রাফি
লোকেশনকাউয়ার চর ও গঙ্গামতির লেক, কুয়াকাটা
তারিখ21.08.2022

সমাপ্ত

1.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
খুবই অসাধারণ হয়েছে আপু, আপনার ফটোগ্রাফি পোস্টগুলো।আসলে আমাদের দেশে ও যে এত সুন্দর সুন্দর দেখার মতো জায়গা আছে,তা না ঘুরে দেখলে বুঝা যায় না।আমিও যখন কাউয়ার চরে গিয়েছিলাম, নামটা শুনে অবাক হয়েছিলাম।এত সুন্দর একটি জায়গা আর এমন একটি নাম।আসলে নামের সাথে যে কোন মিল নেই।তা দেখেই বোঝা যায়।হয়তোবা এর কোন ইতিহাস থাকতে পারে। যা আমরা জানি না।তাছাড়া গঙ্গামতি লেকটি ও দেখার মতো।এ সুন্দর প্রাকৃতিক পরিবেশে নৌকা দিয়ে ঘুরার মজাই আলাদা।সবকিছু মিলিয়ে অসাধারণ মুহূর্ত কেটেছে আপনার, যা ফটোগ্রাফি দেখে বোঝা যায়।অসংখ্য ধন্যবাদ আপু, কুয়াকাটার কাউয়ার চর ও গঙ্গামতি লেকের অপরুপ সৌন্দর্য ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

কুয়াকাটা কাউসার চর ও গঙ্গামতির লেকের ফটোগ্রাফি গুলো সত্যিই অসাধারণ ছিল। বাংলাদেশ কত রুপ বৈচিত্রে ভরা তা আসলে ঘোরাঘুরি না করলে এর সৌন্দর্য উপভোগ করা যায় না। আপু আপনি এভাবে একা একা ঘুরে দেশের সৌন্দর্যগুলো উপভোগ করছেন আমাদেরকে ও তো সাথে নিতে পারতেন আমরা একটু ঘুরে দেখতাম। আমাদের বুঝি ঘুরতে ইচ্ছে হয় না এগুলো দেখে।

কি সুন্দর জায়গা টা। দুদিন আগে সুন্দরবন থেকে ঘুরে আসার ফলে এই ধরণের জায়গা গুলোর প্রেমে পড়ে গেছি। এগুলোকি আপনাদের লোকাল ঘোরার জায়গা নাকি বাড়ি থেকে দূর আছে?

আপু আপনি ঠিকই বলেছেন,এত সুন্দর একটি জায়গার নাম কাউয়ার চর রাখলো কেন..? কত সুন্দর জায়গা,চারদিকে সবুজ গাছে ঘেরা নাম তার কাউয়ার চর। এই নাম দিয়ে জায়গাটাকে অপমান করা হয়েছে। এখানে তো কোন কাউয়া দেখলাম না হা হা হ।

আপু,কুয়াকাটায় এতগুলো চর রয়েছে প্রথমে দেখলাম লেবুর চর,লাল কাঁকড়ার চর এখন আবার কাউয়ার চর ।প্রত্যেকটি চর বেশ আলাদা রকমের ,ভালোই লেগেছে দেখতে ।তবে আজকের এই চরটির প্রাকৃতিক পরিবেশ বেশি ভালো ছিল ,কিন্তু আপনার মত আমার ও কেন জানি মনে হচ্ছে নামের সঙ্গে মিল নেই।গাছের গুঁড়ি ও শিকড় বেশ সুন্দর।দারুণ সময় কাটিয়েছেন আপনি।

আপু অসাধারণ আপনার কুয়াকাটা কাউয়ার চর ও গঙ্গামতির লেক ফটোগ্রাফি গুলো ৷
ঠিক বলেছেন কাউয়ার চর আপু নামটি যেন আমারও ভালো লাগলো না ৷এতো সুন্দর করে গাছ গুলো বড় বড় শিকঁড় ৷পরিবেশটি সত্যি অসাধারণ দেখতে ৷আর নদীর তীরে ও বেশ চমৎকার সময় কাটিয়েছেন ৷
তবে আপু কাউয়ার চরে কি কাক দেখতে পেয়েছেন ৷আমার মনে হচ্ছে সেখানে কাক থাকে বলে মনে হয় নাম দিয়েছে কাউয়ার চর ৷
হিিহিহিহি
বললাম আর কি!!!!!

অপরূপ সৌন্দর্যে পরিপূর্ণ কুয়াকাটা কাউয়ার চর এর সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো দেখে নয়ন জুড়িয়ে গেল।গঙ্গামতির লেক এ আপনার ফটোগ্রাফিটিও দেখতে অনেক সুন্দর লাগছে। অসাধারণ সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট আমাদের উপহার দেয়ার জন্য প্রিয় আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ।

দূর্দান্ত ফটোগ্রাফি। আর অদ্ভুত সুন্দর জায়গা। আপু আপনি খুবই ভাগ্যবতী, এমন সুন্দর স্থানে ভ্রমণ করার সুযোগ পাচ্ছেন।

আপু গঙ্গামতির লেক কিন্তু দীর্ঘ এবং অনেক সুন্দর।কাউয়ার চর ও কম না,অনেক সুন্দর ছিল।একটি সবুজের ঘেরা, অপরটি ছিল লেক।আপনি ত বেশ সুন্দর সময় পার করেছেন।ধন্যবাদ আপু শেয়ার করার জন।