কুয়াকাটায় মার্কেট থেকে কেনাকাটার কিছু ফটোগ্রাফি ও আমার অনুভূতির প্রকাশ
প্রথম বারের মতো কুয়াকাটায় ঘুরতে গিয়েছি সেখানে গিয়ে যদি কিছু কেনাকাটা না করি তাহলে কি হয়। আর সবাই কোথাও ঘুরতে গেলে সেখানে গিয়ে বিশেষ কিছু কিনার চেষ্টা করবেই। আমি যদিও তেমন বেশি কিছু কেনাকাটা করিনি তবে ব্যাগ, পুঁথি ও শামুকের বেশ কিছু মালা, হাতের ব্যাসলাইট, চশমা, ভিন্ন রকমের আচার, ও দুই রকমের শুটকি মাছ কিনেছি। আর এখানে কেনাকাটা করার অন্য রকম একটি মজা রয়েছে। বিশেষ করে শামুকের তৈরি করা প্রতিটি পণ্য দেখতে অনেক ভালো লাগে আর দোকান গুলোও অনেক সুন্দর ভাবে সাজানো ঘুচানো।
এই মার্কেটি কুয়াকাটা মূল যে পয়েন্ট রয়েছে যেটাকে জিরো পয়েন্ট বলা হয় সেখানে বিচের সাথে এই মার্কেটটি। দোকান গুলোতে কাস্টমারের বেশ ভিড় রয়েছে। পর্যটকরা সেখানে তাদের পছন্দমতো পণ্য ক্রয় করছে। এর সাথেই রয়েছে শুটকি মার্কেট। সাগরের সকল রকমের মাছের ভালো মানের শুটকি এখানে মোটামুটি কম দামেই পাওয়া যাই। আমি দুই রকমের শুটকি কিনেছি সুরমা মাছের শুটকি ও চুরি মাছের শুটকি। শামুকের তৈরি কিছু ঝুলন্ত পণ্য কিনার ইচ্ছা ছিল কিন্তু এগুলো নিয়ে যাওয়াটা বেশ ঝামেলার হবে বলে আর কিনা হয়নি।
আমি কুয়াকাটার মার্কেট গুলোর বেশ কিছু ফটোগ্রাফি করেছি আর সেখান থেকে বাছাই করে সুন্দর ফটোগ্রাফি গুলো আপনাদের সাথে শেয়ার করেছি। কুয়াকাটায় ঘুরতে যাওয়ার শুরু থেকে এই পর্যন্ত ভিন্ন ভিন্ন স্পটের বেশ কিছু ফটোগ্রাফি পোস্ট আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা আমার পোস্টের ফটোগ্রাফি গুলো দেখে ভালো অভিজ্ঞতা অর্জন করতে পারেন যা আপনাদের পরবর্তীতে সেখানে গেলে কাজে লাগতে পারে। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।
ঠিকই বলেছেন আপু কুয়াকাটা কিংবা কক্সবাজার যেখানেই যাই না কেন সেখান থেকে শামুকের কিছু জিনিস কিনবো না তা কি হয় নাকি। আর সবাই মিলে একসাথে গেলে অবশ্যই বিশেষ কিছু কেনার থাকে ওইসব জায়গায় গেলে শুঁটকি মাছতো থাকবেই।আপনি দুই রকম শুটকি মাছ কিনেছেন দেখছি। শামুকের তৈরি বিভিন্ন ধরনের জিনিস কিনেছেন খুবই ভালো লাগলো। আর এটা ঠিক যে আপনার পোস্ট দেখে কুয়াকাটা সম্পর্কে কিছুটা ধারণা নেয়া গেল কুয়াকাটা যাওয়ার ইচ্ছা আছে ভালো লেগেছে ছবিগুলো।
অনেক সুন্দর জায়গা।তবে এসব জায়গায় বউ বা গার্লফ্রেন্ড কে নিয়ে গেলে বিপদ হবে।পকেট একদম ফাকা হয়ে যাবে।কারন প্রত্যেকটি জিনিসই সুন্দর আর নেওয়ার মত।আলোকচিত্র গুলো অনেক সুন্দর হয়েছে আপু
কুয়াকাটা দৃশ্য গুলো খুবই মনোমুগ্ধকর।আমারও খুব ভালো লাগে এই জাতীয় মেলাগুলো দেখতে। অবশ্য আমাদের এলাকায় খুবই কম দেখা যায় এ সমস্ত জিনিস। তবে লালন শাহ'র মাজারের পাশে এই সমস্ত কিছু জিনিস বেশি চোখে পড়ে থাকে। আমাদের এখান থেকে অনেকেই শীতের সময় কুয়াকাটা বেড়াতে যায় তবে এমন সুন্দরভাবে ফটোগ্রাফি করতে পারে না বিভিন্ন সমস্যার ফলে। খুবই ভালো লাগলো ফটোগুলো দেখে। আর অনেক জিনিস দেখতে পারলাম আপনার ফটো গুলার মাধ্যমে।
অনেকটা কক্সবাজারের মতই দেখতে দোকান গুলো। অনেক সুন্দর সুন্দর ছবি শেয়ার করেছেন আপু। শামুকের ছবিগুলো বেশি ভাল লেগেছে। আপনার হাতে গোল ছবিটি কিসের বুঝতে পারিনি। ধন্যবাদ আপু।
আপু আসলে জায়গাটা দারুণ সুন্দর। সত্যি আপু ঘুরতে গিয়েছি তবে কিছু কিনব না তাইকি হয়।কুয়াকাটা দোকান গুলো আমার কাছে অনেক ভালো লেগেছে। তবে আপু কসমেটিকসের জিনিস গুলো সত্যি অসাধারণ লাগছে ।সত্যি আপু এভাবে ঘুরতে অনেক ভালো লাগে।ধন্যবাদ
কুয়াকাটা মার্কেট যেখানে জিরো পয়েন্ট বলা হয়। এই মার্কেটের ফটোগুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। আসলে মার্কেটটিতে এত সুন্দর সুন্দর জিনিস পাতি দেখতে পেলাম। দেখিতো কেনাকাটা করার ইচ্ছা জাগল। এখানে কেনাকাটা করে মনের আশা শেষ করা যাবে না। সত্যিই আপনার ফটোগুলো দেখে আমার খুবই ভালো লাগলো।
আপু কুয়াকাটা মার্কেটের অনেক সুন্দর সুন্দর জিনিসের ফটোগ্রাফি করেছেন আপনি। অনেক অজানা এবং অচেনা জিনিসের ফটোগ্রাফি দেখে সত্যিই মুগ্ধ হয়ে গেলাম। আর সুরমা মাছের শুটকি খেতে সত্যি অনেক সুস্বাদু লাগে। তাই সুরমা মাছের শুটকি কেনার বিষয়টা আমার কাছে খুবই ভালো লেগেছে।
আপু ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আপনার ছোট্ট একটি বানান ভুল হয়েছে ৷বিশেষ লিখতে
বিষের কিছু কিনার চেষ্টা করবেই ৷
যাই হোক আপনার কুয়াকাটার ভ্রমনের প্রতিটি পোষ্ট আমি দেখেছি ৷আজকে আবার ও একটি ব্লগ ৷ আপনি কুয়াকাটায় মার্কেট থেকে অনেক কিছু কেনাকাটা করেছেন ৷ মার্কেট টি জিরো পয়েন্ট অবস্থিত আর মার্কেট টি অসাধারণ ছিল ৷আপনি তো অনেক কিছু কিনেছেন ৷
ব্যাগ, পুঁথি ও শামুকের মালা, হাতের ব্যাসলাইট, চশমা, আচার, ও দুই রকমের শুটকি মাছ ৷বলতে অনেক কিছু ৷আর দোকানের ফটোগ্রাফি গুলো অনেক ভালো ছিল ৷
আচ্ছা ছবিতে একটা মেয়ে বোরকা পরে মাতায় টুপি সেটা কী আপনি????? না কী অন্য কেউ ৷দেখতে ভালোই লাগছিল ৷
মার্কেটের ছবি তো দেখালেন,আমাদের জন্য কি কি কিনলেন তাই দেখান আগে😉😉।একা একা সুরমা আর ছুরি শুটকি খেলে পেটে অসুখ করবে😀।আবার আচারও কিনেছেন।যাই হোক পুতির ব্যাগ,ঝিনুক, শামুক,চশমা ও টুপির ছবি দেখে বেশ ভালোই লাগলো।ভালোই মজা করেছেন কুয়াকাটা ঘুরতে যেয়ে।ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য।
ঠিকই বলেছেন আপু কুয়াকাটা কিংবা কক্সবাজার যেখানেই যাই না কেন সেখান থেকে শামুকের কিছু জিনিস কিনবো না তা কি হয় নাকি। আর সবাই মিলে একসাথে গেলে অবশ্যই বিশেষ কিছু কেনার থাকে ওইসব জায়গায় গেলে শুঁটকি মাছতো থাকবেই।আপনি দুই রকম শুটকি মাছ কিনেছেন দেখছি। শামুকের তৈরি বিভিন্ন ধরনের জিনিস কিনেছেন খুবই ভালো লাগলো। আর এটা ঠিক যে আপনার পোস্ট দেখে কুয়াকাটা সম্পর্কে কিছুটা ধারণা নেয়া গেল কুয়াকাটা যাওয়ার ইচ্ছা আছে ভালো লেগেছে ছবিগুলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হা আপু আর এই সব জিনিস কেনার মজাই আলাদা।সব কিছুই শামুক আর পুথি দিয়ে তৈরি। আমার কাছে বেশ ভালো লেগেছে জাইগা টি, আপনি ও ভাই কে নিয়ে ঘুরে আসতে পারেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক সুন্দর জায়গা।তবে এসব জায়গায় বউ বা গার্লফ্রেন্ড কে নিয়ে গেলে বিপদ হবে।পকেট একদম ফাকা হয়ে যাবে।কারন প্রত্যেকটি জিনিসই সুন্দর আর নেওয়ার মত।আলোকচিত্র গুলো অনেক সুন্দর হয়েছে আপু
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কুয়াকাটা দৃশ্য গুলো খুবই মনোমুগ্ধকর।আমারও খুব ভালো লাগে এই জাতীয় মেলাগুলো দেখতে। অবশ্য আমাদের এলাকায় খুবই কম দেখা যায় এ সমস্ত জিনিস। তবে লালন শাহ'র মাজারের পাশে এই সমস্ত কিছু জিনিস বেশি চোখে পড়ে থাকে। আমাদের এখান থেকে অনেকেই শীতের সময় কুয়াকাটা বেড়াতে যায় তবে এমন সুন্দরভাবে ফটোগ্রাফি করতে পারে না বিভিন্ন সমস্যার ফলে। খুবই ভালো লাগলো ফটোগুলো দেখে। আর অনেক জিনিস দেখতে পারলাম আপনার ফটো গুলার মাধ্যমে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেকটা কক্সবাজারের মতই দেখতে দোকান গুলো। অনেক সুন্দর সুন্দর ছবি শেয়ার করেছেন আপু। শামুকের ছবিগুলো বেশি ভাল লেগেছে। আপনার হাতে গোল ছবিটি কিসের বুঝতে পারিনি। ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু কুয়াকাটা জায়গাটা খুব সুন্দর ছবিতে দেখেছি তবে যাওয়া হয়নি।বিচের ছবি দেখা হলোনা।তবে আপনার ফটোগ্রাফিগুলো খুব সুন্দর।ধন্যবাদ শেয়ার করার জন্য ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু আসলে জায়গাটা দারুণ সুন্দর। সত্যি আপু ঘুরতে গিয়েছি তবে কিছু কিনব না তাইকি হয়।কুয়াকাটা দোকান গুলো আমার কাছে অনেক ভালো লেগেছে। তবে আপু কসমেটিকসের জিনিস গুলো সত্যি অসাধারণ লাগছে ।সত্যি আপু এভাবে ঘুরতে অনেক ভালো লাগে।ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কুয়াকাটা মার্কেট যেখানে জিরো পয়েন্ট বলা হয়। এই মার্কেটের ফটোগুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। আসলে মার্কেটটিতে এত সুন্দর সুন্দর জিনিস পাতি দেখতে পেলাম। দেখিতো কেনাকাটা করার ইচ্ছা জাগল। এখানে কেনাকাটা করে মনের আশা শেষ করা যাবে না। সত্যিই আপনার ফটোগুলো দেখে আমার খুবই ভালো লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু কুয়াকাটা মার্কেটের অনেক সুন্দর সুন্দর জিনিসের ফটোগ্রাফি করেছেন আপনি। অনেক অজানা এবং অচেনা জিনিসের ফটোগ্রাফি দেখে সত্যিই মুগ্ধ হয়ে গেলাম। আর সুরমা মাছের শুটকি খেতে সত্যি অনেক সুস্বাদু লাগে। তাই সুরমা মাছের শুটকি কেনার বিষয়টা আমার কাছে খুবই ভালো লেগেছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আপনার ছোট্ট একটি বানান ভুল হয়েছে ৷বিশেষ লিখতে
যাই হোক আপনার কুয়াকাটার ভ্রমনের প্রতিটি পোষ্ট আমি দেখেছি ৷আজকে আবার ও একটি ব্লগ ৷ আপনি কুয়াকাটায় মার্কেট থেকে অনেক কিছু কেনাকাটা করেছেন ৷ মার্কেট টি জিরো পয়েন্ট অবস্থিত আর মার্কেট টি অসাধারণ ছিল ৷আপনি তো অনেক কিছু কিনেছেন ৷
ব্যাগ, পুঁথি ও শামুকের মালা, হাতের ব্যাসলাইট, চশমা, আচার, ও দুই রকমের শুটকি মাছ ৷বলতে অনেক কিছু ৷আর দোকানের ফটোগ্রাফি গুলো অনেক ভালো ছিল ৷
আচ্ছা ছবিতে একটা মেয়ে বোরকা পরে মাতায় টুপি সেটা কী আপনি????? না কী অন্য কেউ ৷দেখতে ভালোই লাগছিল ৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হাহাহা আমার করা পোস্টে আমি ছাড়া কে হবে,!!
হা অনেক কিছুই কিনেছি, তবে সব থেকে বেশি ভালো লেগেছে আমার ব্যাগটি যেটা হাতে নেয়া ছিল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক কিছুই কিনেছেন দেখছি। কুয়াকাটা কখনো যাওয়া হয়নি তবে আপনাকে বলেছিলাম কুয়াকাটা থেকে আচার আনতে সেটা কিন্তু আপনি আনেননি.....
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হাহাহা মনে আছে, দেখা হলে দিব নে, তবে বেশি আনিনাই যা আনছি তাই দিব।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মার্কেটের ছবি তো দেখালেন,আমাদের জন্য কি কি কিনলেন তাই দেখান আগে😉😉।একা একা সুরমা আর ছুরি শুটকি খেলে পেটে অসুখ করবে😀।আবার আচারও কিনেছেন।যাই হোক পুতির ব্যাগ,ঝিনুক, শামুক,চশমা ও টুপির ছবি দেখে বেশ ভালোই লাগলো।ভালোই মজা করেছেন কুয়াকাটা ঘুরতে যেয়ে।ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit